IQRA -পাঠ করুন

IQRA -পাঠ করুন This Is Islamic page actually, basically we learn Islamic Knowledge

14/04/2025

ফিলিস্তিনের যে ছেলেটির বক্তব্য মিডিয়ায় তোলপাড় তার বাংলা অনুবাদ দেওয়া হলো।......মাশাআল্লাহ 🥰 সুবহানআল্লাহ ❤️

অপবাদ দেওয়া বড় গুনাহের কাজকোনো নিরপরাধ ব্যক্তির ওপর দোষ চাপিয়ে দেওয়াকে অপবাদ বলা হয়। অন্যের নামে অপবাদ দেওয়া বড় গুনাহের ...
14/04/2025

অপবাদ দেওয়া বড় গুনাহের কাজ
কোনো নিরপরাধ ব্যক্তির ওপর দোষ চাপিয়ে দেওয়াকে অপবাদ বলা হয়। অন্যের নামে অপবাদ দেওয়া বড় গুনাহের কাজ। অনেক সময় অপবাদের কারণে একজন নির্দোষ মানুষ সমাজে দোষী হিসেবে পরিচিত হয়ে যায়। ফলে তার মান-মর্যাদা নষ্ট হয়। অন্যের নামে অপবাদ ছড়ানো প্রতিটি সমাজেই ঘৃণিত কাজ হিসেবে স্বীকৃত।

ইসলাম সব ধরনের অপবাদকে হারাম ঘোষণা করেছে। মিথ্যা বলা সব গুনাহের মূল। কারও ওপর অপবাদ দেওয়া হলো জঘন্যতম মিথ্যা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত তথা অভিসম্পাত।’ (সুরা আলে-ইমরান: ৬১)

অপবাদ থেকে বেঁচে থাকার জন্য আমাদের উচিত, মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা এবং অনুমান করা থেকে দূরে থাকা। যার কাছে অন্যের বিরুদ্ধে দোষত্রুটি বর্ণনা করা হয়, তার উচিত অন্ধভাবে তার কথা বিশ্বাস না করে তা যাচাই-বাছাই করা। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা বেশি অনুমান করা থেকে দূরে থাকো।’ (সুরা হুজরাত: ১২)

অপবাদ দেওয়া হয় ব্যক্তিগত শত্রুতা ও বিদ্বেষ থেকে। অপবাদের মাধ্যমে সাময়িক নির্দোষ ব্যক্তির চরিত্রে কালিমা লেপন করা হলেও এর পরিণতি ভয়াবহ। রাসুল (সা.) ভিত্তিহীন কথা বলতে ও কোনো খবর যাচাই না করেই প্রচার করতে কঠোরভাবে নিষেধ করেছেন। রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘যা শোনে তাই বলতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (বুখারি ও মুসলিম)

কারও ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। তাই আমাদের উচিত অপবাদ দেওয়া থেকে বিরত থাকা এবং কাউকে অপবাদ দিয়ে ফেললে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া।

13/04/2025

মার্চ ফর গাজা❤️✊

08/04/2025

Plastine Solidarity Movement এর আয়োজনে বাংলাদেশের সকল দলমত নির্বিশেষের আলেম ওলামা,ছাত্র-জনতার অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় একটি "মার্চ ফর প্যালেস্টাইন" হতে যাচ্ছে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্জন্ত। আগামী শনিবার ১২ এপ্রিল!

যেখানে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে বার্তা দিয়েছে শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মুফতী রেজাউল করিম আবরার, আল্লামা মামুনুল হক, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

06/04/2025

রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে এবং পৃথিবী এটাতে অভ্যস্ত হয়ে গেছে! 💔
চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার সরাসরি সাহায্য ছাড়া আর কোনো পথ নেই!
ইয়া রব, আপনি অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান!

06/04/2025

বিস্ফোরণের শক্তি থেকে মানুষ আকাশে উড়ে আবার মাটিতে নামলো। এটা পৃথিবীর বাস্তব দৃশ্য, হলিউড সিনেমা নয়।

তোমরা কি মনে করেছ যে, তোমরাই জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমরা এখনও তাদের অবস্থা প্রাপ্ত হওনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে; তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল; এমন কি রাসূল ও তৎসহ বিশ্বাস স্থাপনকারীগণ বলেছিলঃ কখন আল্লাহর সাহায্য আসবে? সতর্ক হও, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।
সূরা-আল-বাকারা
আয়াত-২১৪

06/04/2025

ফি' লিস্তি' ন রেড ক্রিসেন্টের কর্মী রিফাত রাদওয়ানের জীবনের শেষ মুহূর্তের কথাগুলো বড়ই মর্মস্পর্শী, যা তিনি মৃ’ত্যু’র পূর্বমুহূর্তে রেকর্ড করে গিয়েছেন। শুনুন সেই রেকর্ডিং বাংলা অনুবাদসহ।

গত ২৩ মার্চ রাতে গা'জা-র রাফাহ'তে অ্যাম্বুলেন্সে করে উদ্ধারকাজে রওনা হওয়া ফি'লি স্তি'ন রেড ক্রিসেন্টের কর্মী রিফাত রাদওয়ান ও তাঁর সাথের ১৪ উদ্ধারকর্মীকে গু'-লি চালিয়ে হ' ত্য। করে ইজ্র। ইলি বাহিনী। পরবর্তীতে ইজ্র। ইলি বাহিনী নিজেদের এই অপরাধ ঢাকতে সবাইকে একসাথে মাটিচ।পা দিয়ে রেখে দেয়।

ইজ্র। ইলি বাহিনী স্পষ্টভাবে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের দেখতে পাওয়া সত্ত্বেও গু'-লি চালিয়ে সবাইকে হ' ত্য। করে।

যাদেরকে মানুষেরা বলেছিল যে, ‘নিশ্চয় লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে। সুতরাং তাদেরকে ভয় কর’। কিন্তু তা তাদের ঈমান বাড়...
06/04/2025

যাদেরকে মানুষেরা বলেছিল যে, ‘নিশ্চয় লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে। সুতরাং তাদেরকে ভয় কর’। কিন্তু তা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক’!
• আলে-ইমরান | আয়াত ১৭৩

06/04/2025

ই*,,স'রা,,'ই'লের সকল পণ্য ব্যবহার করা হারাম ফতোয়া দিয়েছে "আন্তর্জাতিক ইসলামী ফতোয়া বোর্ড। প্লিজ তথ্যটি শেয়ার করুন©

06/04/2025

যদি তুমি ফেরআউন হও, তবে মুসাও নিশ্চয়ই আসবে। ইনশাআল্লাহ ❣️🇵🇸
If you are firaun, MOOSA will surely come, InshaAllah❣️🇵🇸

06/04/2025

لا اله إلا الله ☝️ لا اله إلا الله ☝️
أقم الساعة يا الله 💔😥

06/04/2025

তার আ'ম্মি আ'ম্মি ডা'ক'টা.....!😅💔
©In Video

Address

Mirpur, Dhaka
Dhaka

Telephone

+8801621891990

Alerts

Be the first to know and let us send you an email when IQRA -পাঠ করুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category