Rakib personal blog

Rakib personal blog Failure is the key of success

"সোনার তরী"-- রবীন্দ্রনাথ ঠাকুর    গগনে গরজে মেঘ, ঘন বরষা।    কূলে একা বসে আছি, নাহি ভরসা।             রাশি রাশি ভারা ভা...
12/05/2025

"সোনার তরী"
-- রবীন্দ্রনাথ ঠাকুর

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।

একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা—
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে—
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-’পরে।
আর আছে?— আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে—
এখন আমারে লহ করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

💔🥀
11/05/2025

💔🥀

মায়া এক প্রবেশপথ,যার শেষ প্রান্তে নিজেকে খুঁজে পাওয়া যায় না! 💔😅
11/05/2025

মায়া এক প্রবেশপথ,যার শেষ প্রান্তে নিজেকে খুঁজে পাওয়া যায় না! 💔😅

🙂
10/05/2025

🙂

Address

Mymensingh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib personal blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share