Contemporary Wisdom

Contemporary Wisdom Contemporary topics, quotes, poem, and notes. Elevate your life with thought-provoking content. :) Welcome to our page!

We strive to bring you daily inspiration, thought-provoking quotes, and important notes to help you navigate through life's journey. Our content is curated to bring you the latest and most relevant insights on contemporary topics that matter. Our goal is to inspire and motivate you to become the best version of yourself. Join us on this journey of self-discovery and personal growth. Follow our page for daily doses of wisdom and inspiration

China vs America: The Real Economic War of the 21st CenturyWhile the world is busy with the Kashmir issue and Middle Eas...
26/04/2025

China vs America: The Real Economic War of the 21st Century

While the world is busy with the Kashmir issue and Middle East tensions, we might be missing the biggest economic war of our time: China vs America.

In 2025, the U.S. imposed tariffs of up to 145% on Chinese products. In response, China slapped up to 125% retaliatory tariffs on American goods.
But the real game isn't just about trade — it's happening in the luxury market.

A shocking wave has hit Chinese social media, revealing the actual production costs behind iconic luxury brands like Louis Vuitton, Dior, Hermès, and Gucci — much of whose manufacturing happens in China.

You’ll be surprised:

The factory cost of a $25,000 Hermès Birkin bag? Only $180.

A $1,200 pair of Dior heels? Made for $40.

A $700 Gucci belt? Costs just $25 to produce.

Now, some Chinese marketplaces are selling 'OEM versions' — Original Factory Products without the branding — at a fraction of the price. Same quality, just without the logo.

This move strikes directly at American luxury giants, breaking down the long-standing brand illusion — where a simple logo justified paying 10x the actual value.

This isn't just a trade war anymore.
It’s a full-blown economic and cultural war — challenging what we value, what we buy, and why we buy.

14/11/2024

৭৫ বছর আগে জন্মভূমি খুলনার স্মৃতি জানতে চাইলে বাবা এভাবেই বলেন

"খুলনার দৌলতপুর নেমে কিছুদূর এগিয়ে গেলে একটা ফেরিঘাট যেটা কোনো নদী নয় একটা খাল বিলের মধ্যে দিয়ে নৌকায় করে গ্রামের ঘাটে পৌঁছেছিল। সেখান থেকে বাঁশঝাড় নারকেল বাগান পেরিয়ে ডুমুরিয়ার সবুজ মিকশিমিল গ্রাম। সেখানে ছিল বহু ঘোষ পরিবারের বসবাস।"
আমাদের পরিবার ছিল এই মিকশিমিল গ্রামের অবস্থা সম্পন্ন এক হিন্দু পরিবার, তবে আমরা কোনো জমিদার পরিবার ছিলাম না।আমার ঠাকুর্দার বাবার দিকের একজন নামকরা মানুষ ছিলেন ছিলেন রুদাঘরা হাইস্কুলের হেডমাস্টার ,নলিনী কান্ত বা নলিনী কুমার ঘোষ, সেটা ব্রিটিশ আমল এর সময়।
দেশ ভাগের পর আমার ঠাকুরদার বাবা , মহেন্দ্রকুমার ঘোষ সপরিবারে খুলনার ডুমুরিয়া থেকে শিলিগুড়ি চলে আসেন।তারপরেও একান্নবর্তী পরিবারের কেউ কেউ ছিলেন খুলনায়।তাঁদের সাথে নিয়মিত সাক্ষাৎ করতে ওপারে যাওয়া আসা চলেছিল ১৯৬০ সাল পর্যন্ত।
মহেন্দ্রকুমার মারা গেলেন যখন সেটা দেশভাগ হবার কিছু পরেই, সম্ভবত ১৯৫০ সাল।তাঁর ছেলে অর্থাৎ আমার ঠাকুর্দা শুধাংশুকুমার ঘোষ(ডাকনাম গৌর) তিনি যাতায়াত ও যোগাযোগ চালিয়ে যান ১৯৬০ এর দশক পর্যন্ত। বলা বাহুল্য এঁরা কেউ এখন বেচে নেই।বেঁচে থাকলে ঠাকুরদার বয়স এখন হত প্রায় ১১০।
আমার বাবা অত্যন্ত শিশুকালে স্কুলজীবন শুরুর আগে কয়েকবার ঠাকুরদার সাথে শিলিগুড়ি থেকে খুলনা গেছে তাই সেই স্মৃতি এখন ঝাপসা। বাবার সমবয়সী কোনো বন্ধু বান্ধব ছিলনা খুলনায়।কিন্তু আমার ঠাকুর্দা শুধাংশুকুমার এবং তাঁর বাবা মহেন্দ্রনাথ ঘোষ ও তাঁর বাবা কৃষ্ণচন্দ্র ঘোষ ওখানেই বড় হয়েছেন।
যদি এঁদের কোনো আত্মীয় স্বজন ও বাল্যবন্ধুর বর্তমান কোনো আত্মীয় বা বংশধর ওই এলাকায় এখনও থাকেন তবে তাঁরা হয়ত আশাকরি আমাদের প্রাচীন ভিটের বর্তমান অবস্থা ও জায়গাটির এখনকার কি রকম চিত্র হয়েছে জানাতে পারবেন।
আমার বাবার বয়েস প্রায় ৮০ , মাঝেমাঝে প্রায় ৭৫ বা তারও আগের ঠাকুর্দার সাথে খুলনা ভ্রমণের স্মৃতি চারণা করতে দেখি এবং বাংলাদেশ সংক্রান্ত খবর নিয়ে উৎসুক থাকে।

আমি আবারো আমার বাবার শেকড় এর সন্ধান দেয়ার জন্য খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের বন্ধুদের সাহায্য প্রার্থনা করছি।



゚viralシfypシ゚

24/09/2024

সকালবেলায় উঠেই যে খবরটা পেলাম, তা শুনে অনেকক্ষণ বিশ্বাস করতে পারছিলাম না। কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছে।

রাত আনুমানিক আড়াইটার দিকে একটা সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স' ন্ত্রা' সীর খোঁজ পেয়ে আর্মির একটা টিম অভিযানে গিয়েছিলো কক্সবাজারের চকরিয়াতে।অস্ত্রধারীদের ঘাঁটি কর্ডন করে রেখেছিলো আর্মির টিম, আর্মির ওপর টার্গেট করে গুলি ছুঁড়তে থাকে মিসক্রিয়েন্টরা। তানজিমের শরীরে গুলি লাগে।

আবার স' ন্ত্রা' সী রা এরপর এলোপাথারি ছুরিকাঘাতও করে তানজিমের ওপর। চোখে এবং কাঁধে ব্যাপকভাবে ছুরিকাঘাত করা হয়। গুলি এবং ছুরিকাঘাত উভয়ই তার মৃত্যুর জন্য দায়ী বলে জানা যাচ্ছে সর্বশেষ খবরে। তবে আর্মির পক্ষ এই ব্যাপারে চূড়ান্ত বিবৃতি দিলে হয়তো পুরো ব্যাপারটা সম্পর্কে আরও ডিটেইলস জানা যাবে।

ঘটনা ঘটার পর ইমিডিয়েটলি তাকে ফিল্ড হাসপাতালে নেওয়া হয়, অবস্থা বেগতিক দেখে সিএমএইচে নেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু নেওয়ার আগেই মারা যায় তানজিম।

কলেজে আমার তিনব্যাচ জুনিয়র ছিলো তানজিম, হাউজমেট ছিলো। পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট ছিলো সে। হাউজের জন্য বহু কাজ ছেলেটাকে দিয়ে করিয়েছি। যখন যা কমান্ড করতাম, তড়িঘড়ি করে কাজ সেরে ফেলতো। কত কত স্মৃতি যে আছে ছেলেটার সাথে, তা বলে শেষ করা যাবে না। কলেজে যেই তিনবছর পেয়েছি, দৈহিক গড়নে ছেলেটা ছিলো খুবই পিচ্চি। আমি ওকে ডাকতাম 'লিটল তানজিম' নামে। ওদের ব্যাচের যে কয়েকজন জুনিয়রের সাথে কলেজ থেকে বের হওয়ার পরও খুব ভালো যোগাযোগ ছিলো, তার ভেতর লিটল ছিলো সবচেয়ে ক্লোজ।

মাঝেমাঝেই ফোন দিয়ে, মেসেজ দিয়ে কথাবার্তা বলতো। এমনকি এবারের আন্দোলন চলার সময়ও ছেলেটা একদম প্রথম থেকেই যোগাযোগ রাখতো, আমার কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা, সেটা নিয়ে খুব কনসার্নড ছিলো ছেলেটা, ইউনিফর্ম পরে মুক্তিকামী দেশের মানুষের বিরুদ্ধে যাতে ওর কখনোই দাঁড়াতে না হয়, এটা ওর ভাবনার ভেতর সবসময় ছিলো। স্বৈরাচারের অবৈধ নির্দেশ পালন না করে জনগণের পক্ষেই যে ম্যোরাল সাপোর্ট বজায় রাখতে হবে ওদের, এই ব্যাপারটা ছেলেটা খুব ভেতর থেকে অনুধাবন করতো।

সেদিনও ফোনে কত কথা বললো। ওর পরিচিত এক ফ্যামিলি পারসনের ইস্যু নিয়ে। হঠাৎ করেই ওর আইডিতে ঢুকে দেখি আমাকে বার্থডে উইশও করে রেখেছিলো, ব্যস্ততার কারণে সেই মেসেজটা পর্যন্ত দেখতে পারিনাই। ওর মেসেজটার উত্তরটা আর কোনদিন দেওয়া হবে না! কোনদিনই না!

আমার এই সোনার টুকরা ছোটভাইটা আজ চিরতরে হারিয়ে গেলো। হে আল্লাহ, তুমি আমার লিটল-কে শহীদ হিসাবে কবুল করে নিও। হে আল্লাহ, তুমি আমার লিটল-কে জান্নাত নসীব কোরো।

লিখেছেন সাইদ আব্দুল্লাহ

 িপদ_তত_ঐক্যবিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দান না করে নির্দিষ্ট কয়েকটা জায়গা কে সিলেক্ট করে দান করেন। এতে করে দানের টাকা সঠ...
23/08/2024

িপদ_তত_ঐক্য

বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দান না করে নির্দিষ্ট কয়েকটা জায়গা কে সিলেক্ট করে দান করেন। এতে করে দানের টাকা সঠিক বন্টন হবে ।

ইনশাআল্লাহ্‌ আমরা এই সিচুয়েশন কে অচিরেই ওভারকাম করতে পারব।

দান যদিও দেখানোর জিনিস না - তবে সাময়িক সময়ে অন্যকে উৎসাহিত করার একটা ছোট প্রচেষ্টা ।

 #শেয়ার_করুণ_এখুনিএই প্রয়োজনীয় জিনিসগুলো বেশি বেশি ছড়িয়ে দিন!For Emergency Ambulance Service and Medical SupportSavar Am...
18/07/2024

#শেয়ার_করুণ_এখুনি
এই প্রয়োজনীয় জিনিসগুলো বেশি বেশি ছড়িয়ে দিন!
For Emergency Ambulance Service and Medical Support
Savar Ambulance Service
01795-695697
Tuhin Ambulance Service
01786-417341
Deep Ambulance Service
01775-070002
Dipu Ambulance Service
01717-343956
Raha Ambulance Service
01715-636615
SAVAR EMERGENCY AMBULANCE SERVICE
01312-250990
Ambulance Farazy
01841007006
Anjuman Ambulance
01318242997
01919339689

16/07/2024

লড়াই করো।
না পারলে লেখ।
লিখতে না পারলে সঙ্গ দাও।
সঙ্গ দিতে না পারলে, যারা লড়ছে; তাদের মনোবল বাড়াও।
যদি তাও না পারো—
যে লড়ছে, তার মনোবল কমিয়ো না।
কারন, সে তোমার ভাগের জন্য লড়াই করছে।
∎ ক্ষুদিরাম বসু
ভারতীয় বাঙালি বিপ্লবী

Wife and mute
05/07/2024

Wife and mute

Once you feel avoided.
05/07/2024

Once you feel avoided.

Address

Dhaka
1230

Telephone

+8801911820031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Contemporary Wisdom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share