
01/05/2025
মহান সে মে দিন/ ইয়াছমিন মৃত্তিকা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>
কুলি মজুর শরীরের ঘাম ঝরায়ে করে মজদুরি
অন্যায় অবিচারে মহাজন দেয়না ন্যায্য মজুরি।
অন্ন জোটেনা কুলি মজুর আর শ্রমিকের ঘরে
তবুও মহাজন মালিক শ্রেনীর মন নাহি নড়ে।
একটু অন্ন পানির জন্য আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর
মাথায় নেয় ইটের বোঝা আরও যত আছে লোহা লঙ্কর।
চব্বিশ ঘন্টায় দিন জানি আমরা বার ঘন্টা কঠিন খাটুনি খাটে মজুর।
মহাজন মালিক মানুষ বলে গণ্য করেনি তাদের কোনদিন
প্রতিবাদে ফেটে পরে মজুর শ্রেনী 'ন্যায্য হিস্সা আর শ্রমের মূল্য দিন' ।
অধিকার আদায়ে তারা আন্দোলন করে রাখলো বাজি জীবন
মহান সে শ্রমিকেরা রক্তের দামে কিনে আনলো মহান সে মে দিন।
#আজ বিশ্ব শ্রমিক দিবসে সকল শ্রমিক শ্রেনীর প্রতি শ্রদ্ধা #
-------------