09/08/2025
Solopreneur: দ্যা লাস্ট ওয়ান স্টান্ডিং.. 🙏
১৯৭৫ সালে Richard Feynman, Nobel Prize পাওয়ার পর একবার একটা লেকচারে বলেছিলেন- "The first principle is that you must not fool yourself and you are the easiest person to fool."
আজকের solopreneur দুনিয়ায় এই লাইনটা মানে:
আপনি যদি মনে করেন শুধু এনার্জি, কয়েকটা টুলস, আর একটা Instagram পেজ দিয়ে টিকে থাকা যাবে তাহলে আপনি নিজেকেই ফাঁকি দিচ্ছেন। তাই এই ৯টা রুলস মনে রাখবেন।
১. Focus: Warren Buffett 20-slot rule
Warren Buffett-এর একটা famous “20-slot rule” আছে। জীবনে ২০টা বড় decision নেওয়ার বেশি সুযোগ আপনার থাকবে না। তাই সে সবসময় জিজ্ঞেস করে “এটা কি আমার ২০ স্লটের মধ্যে পড়বে?”
আপনি যদি প্রতিদিন নোটিফিকেশন, নতুন টুলস, random collab-এ হ্যাঁ বলে যান, তাহলে মনে রাখবেন Buffett-এর কাছে আপনি ইতিমধ্যে bankrupt হয়ে গেছেন।
২. Speed: Jeff Bezos-এর “Day 1” মানসিকতা
Bezos বারবার বলে Amazon সবসময় “Day 1 Company”। মানে তারা স্পিড হারালে মারা যাবে।
Netflix-এর growth study বলছে, ২০০৯ থেকে ২০১৩-এর মধ্যে তারা প্রতিটা ফিচার launch-এর স্পিড ৩০% বাড়িয়ে ৯ বিলিয়ন ডলারের revenue boost পেয়েছিল।
Solopreneur দুনিয়ায় এর মানে: late product is dead product.
৩. Daily Habits: James Clear-এর Compounding
James Clear (Atomic Habits) দেখিয়েছেন প্রতিদিন ১% improvement করলে বছরে ৩৭ গুণ better হন।
এটা শুনতে simple, কিন্তু এখানে twist আপনার ১% growth যদি distraction আর shallow work-এ হয়, তবে সেটা compounding garbage।
৪. One Core Skill: Elon Musk-এর First Principles
Elon Musk যখন SpaceX শুরু করলেন, তখন রকেটের manufacturing cost কেটে ৯০% কমালেন কারণ তিনি রকেটের science শিখে ফেললেন, vendor-এর দাস হননি।
আপনার core skill যদি world-class না হয়, তাহলে আপনি শুধু middleman economy-তে stuck থাকবেন।
৫. Tiny Experiments: Pixar-এর “Braintrust” System
Pixar-এর প্রতিটা মুভি ১০০+ micro-experiment পেরিয়ে final হয়।
একটা sequence fail করলে, তারা movie drop করে না sequence টা replace করে।
আপনার ব্যবসাও সেইভাবে চলা উচিত fail fast, fix faster.
৬. Saying No Often: Steve Jobs-এর Minimalism
Jobs বলেছিল "Innovation is saying no to 1,000 things."
Airbnb-এর early data দেখায়, তারা প্রথম ২ বছর ৯৫% market request reject করেছিল, যাতে তারা শুধু high-quality host focus করতে পারে।
Solopreneur দুনিয়ায় এই discipline ছাড়া আপনি “idea graveyard” বানিয়ে ফেলবেন।
৭. Showing Real Face: Gary Vee-এর Unfiltered Approach
Gary Vaynerchuk-এর case study: তার authentic, unpolished ভিডিও content engagement ৬ গুণ বাড়িয়েছে paid ad ছাড়াই। কারণ মানুষ ব্র্যান্ডের পিছনের মানুষ দেখতে চায়, কেবল logo না।
৮. Building in Public: Sahil Lavingia-এর Gumroad Journey
Gumroad-এর founder Sahil public-এ তার profit, loss, failure, সবকিছু শেয়ার করে community build করেছে। Harvard Business Review এর analysis বলছে public-building startup-গুলো ৩৩% দ্রুত loyal audience তৈরি করে।
৯. Learning from DMs: Casey Neistat-এর Audience Radar
Casey তার YouTube growth-এর শুরুতে প্রতিদিন ১০০+ DM পড়ে audience-এর pulse ধরতেন।
Statista data বলছে customer feedback directly revenue impact করতে পারে ২৫% পর্যন্ত, যদি সেটা action-এ convert হয়।
বেশিরভাগ নতুন solopreneur ভাবে “আমি Elon Musk + Gary Vee + Steve Jobs-এর মিশ্রণ” কিন্তু তাদের দিনের ৬ ঘণ্টা যায় Canva template fine-tune করতে আর নতুন টুলস explore করতে।
Solopreneur হিসেবে টিকে থাকা মানে এই নয় যে আপনি সবচেয়ে clever। বরং আপনি সেই মানুষ যারা noisy distraction কাটিয়ে clear game plan নিয়ে everyday boring, unsexy কাজ চালিয়ে যায়।
কারণ Noise sells. Consistency pays.
But wait, this is just the beginning! 😏
Want to go next-level?
Hit and smash the follow button::
💥💥💥 .story
Tomorrow at 5PM—I’m dropping more gems! 🔥