Rasel Hasan 11

Rasel Hasan 11 Alhamdulillah

04/09/2024
13/01/2024

যারা জায়েদ খান কে ❌
সাপোর্ট করেন তাদের কে বলতে চাই
ওই জায়েদ আলেম উলামা দের কে কট্টাক্ক
করছে উনি নায়ক না গায়ক তা দেখে আমাদের
কনো লাব নাই একটাই কথা ও হয়
আলেম উলামা দের কাছে খমাচাইবে
আর জদি খমা না চায় তাহলে ওর কঠিন বিচার
দাবি করছি আর আপনারাও জায়েদ খান কে
সাপোর্ট করা বন্ধ করবেন
যারা যারা এগুলো যানা সততেও ওকে সাপোর্ট করবেন
তাদের ঈমানের কমতি মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কিন্তু পাই পাই করে
হিসাব চাইবেন৷ আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক আমিন

27/08/2023

Muslim he ham

01/07/2023

১ নাম্বার থেকে ৯ নাম্বার পর্যন্ত পড়ুন, আল্লাহর নেয়ামতের তথ্য পাবেন, ইনশাআল্লাহ।

১. সুবহানআল্লাহ!
জান্নাতে একটি ফল গাছ রোপন করে নিলেন।

২. আলহামদুলিল্লাহ্!
মিযানের পাল্লাটা একটু ভারি করে নিলেন।

৩. আল্লাহু আকবার!
আল্লাহর নামে আর একটি তাকবির পেশ করলাম।

৪. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)!
যার নেক সাত আসমান ও সাত জমিন হইতেও উত্তম।

৫. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ!
জান্নাতের একটি রত্ন কুড়িয়ে পেলাম।
৬. আলিফ লাম মিম!
পেয়ে গেলাম ৩০ নেকি।
৭. সুবহানাল্লহি ওয়াবিহামদিহি, সুবহান্নাহিল আজিম!
এবার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করে নিলেন।

৮. আস্তাগফিরুল্লাহ!
আর একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম।

৯. সুবহান্নাল্লাহি ওয়াবিহামদিহি!
আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটি সমান সওয়াব অর্জন করে নিলেন।

আপনি যদি পুরোটা পড়ে থাকেন, তাহলে এতোক্ষণে আপনার আমলনামায় অনেক সওয়াব লেখা হয়ে গিয়েছে.... সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ( সব সগিরা গুনাহ ঝরে পড়ে গেছে, আর কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে)।
আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তাওফিক দান করুন...আমিন।

20/06/2023

জিলহজ্ব মাসের প্রথম দশ দিনের কিছু আমলসমূহ (১)নখ,পশম,ও চুল না কাটা(২)বেশি বেশি নফল ইবাদত ও আমল করা(৩) বেশি বেশি সাদাকাহ করা (৪) সামর্থ্যবান হলে হজ ও ওমরা করা (৫) বেশি বেশি আল্লাহর জিকির ও কুরআন তেলাওয়াত করা (৬) জিলহজের প্রথম ৯দিন রোজা রাখা বিশেষ করে আরাফাতের দিন রোজা রাখা (৭) বিরতিহীন ভাবে দোয়া করা (৮) বেশি বেশি তওবা করা (৯) নেসাব পরিমাণ মালের মালিক হলে পশু কোরবানি করে (১০) অধিক পরিমাণে তাকবীর পাঠ করা) এ আমলগুলো করলে সামনে এবং পিছনেরএক বছরের গুনাহ আল্লাহ তাআলাহ মাফ করে দিবেন আমিন

ওরা কারা ওদের হাতে অস্ত্র কেন  ওরা কে  কিতাদের পরিচয় কিভাবেই বা তারা অস্ত্র পেল
09/06/2023

ওরা কারা ওদের হাতে অস্ত্র কেন ওরা কে
কিতাদের পরিচয় কিভাবেই বা তারা অস্ত্র পেল

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Hasan 11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share