12/02/2024
তোমারে একতরফা গোপনে ভালোবাইসা শুধু চাইয়াই গেলাম; পাওয়ার স্বাদ কেমন জানা হইলো না। তুমি আমারে বুঝবা, আমার চোখে শুধু জল না, জলের আড়ালে তোমার লাইগা যে দরদ বন্যার জলের লাহান তরতর কইরা বাড়তেছে তা একদিন টের পাইবা ভাইবা শুধু অপেক্ষাই কইরা গেলাম; তোমারে ঠিকঠাক আর পিরিত বুঝানো হইলো না।
তোমার ছোটখাটো মেসেজের উত্তরে আমার ইয়া লম্বা লম্বা মেসেজ, দু'চারটা কথার ফাঁকে আমার এত এত কথা কওয়ার পরও তুমি বুঝলানা আমি তোমারে ভালোবাসি। আমারে যে তুমি ভালোবাসো না, কিংবা তুমি আমার ভালোবাসা কোনকালে বুঝো নাই তার লাইগা দুঃখ হইতেছে না, আমার দুঃখ অন্য কোথাও।
আমি হতভাগা এমন একজনরে ভালোবাসি, যে ভালোবাসে অন্য কাউরে। যার জীবন জুড়ে অন্য মানুষের বসবাস। আমার বুক জুইড়া শুধু দীর্ঘশ্বাস। দুনিয়ায় এরচেয়ে বিচ্ছিরি অনুভূতি আর কী হইতে পারে। কও?
তোমার লাইগা আমি জমায়া রাখলাম মুঠো মুঠো শিউলি ফুলের প্রেম, আলাকান্দা নদীর ঢেউ আর শীতল হাওয়া। ফিরায়া দিছি কত শত প্রণয়ের হাত, বসন্ত, জোৎস্ন্যা মূখর রাত, সোনালী বিকেল আর স্বাদের সন্ধ্যা। সাদা কাগজের বুকে পৃষ্ঠার পর পৃষ্ঠায় লেইখা গেছি তোমারে চাওয়া গোপন আর্তনাদের চিঠি, গান, কবিতা। অথচ দেহো এসবের কিছুই তুমি জানো না।
ভালোবাসা বড়োই অদ্ভুত জিনিস। একবার যারে মন দিয়া ভালোবাসোন হয়, মরনের আগ অব্দি তারে পাওনের দাবি ছাড়া যায় না।
তোমারে পাওয়ার দাবি নিয়া তেমার লাইগা দুনিয়ার সবার লগে আমি যুদ্ধ করবার পারি। তোমারে চাইতে চাইতে হইতে পারি জগৎ সংসারের সবচেয়ে অসহায় কাঙাল মানুষ। একদিন তুমি আমারে বুঝবা, ভালোবাসবা, এমন অতি সস্তা ফ্যান্টাসি নিয়াও কাটায়া দিবার পারি গোটা জীবন। তোমার লাগি, তোমারে চাওয়া দুনিয়ার সবার লগে আমি যুদ্ধ নামতে পারি, জয় নিয়া ফিরাও আইতে পারি।
কিন্তু,
তুমি যারে ভালোবাসো— তুমি যারে চাও, তার লগে আমি কেমনে যুদ্ধ করুম। কও? তুমি তো আর আমারে চাও না; তুমি তো ভালোবাসোনা আমারে।
লেখা: আরিফ হুসাইন