26/11/2021
আসসালামু আলাইকুম..
আলহামদুলিল্লাহ্,আলহামদুলিল্লাহ্..
আমি নাজিফা..
আমি দীর্ঘ চার বছর ধরে আপনাদের দোয়া,সমর্থন আর ভালবাসায় অনুপ্রাণিত হয়ে উল ও কুশিকাটার বিভিন্ন পণ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
আসন্ন শীতকে সামনে রেখে আপনার আদরের ছোট্ট সোনামনির জন্য রং-বেরঙের আকর্ষণীয় ডিজাইনের এবং আরামদায়ক উল ও কুশিকাটার বিভিন্ন পোশাক তৈরি করতেছি। পাশাপাশি শুধুমাত্র মেয়েদের জন্য Fashionable,Trendy আধুনিক ডিজাইনের বিভিন্ন পণ্যও তৈরি করতেছি।যেখানে থাকছে (আকর্ষণীয় ডিজাইনের টপ,কটি,Under Garments) আরও ইউনিক ডিজাইনের Trends Dress তো থাকছেই।এছাড়াও আপনার ঘরকে সুন্দর-মনোরোম করে সাজিয়ে তোলার জন্য (আপনার রুচি ও আভিজাত্যকে মাথায় রেখে) আধুনিক,রুচিশীল ও ইউনিক ডিজাইনের কুশিকাটার বিভিন্ন পণ্যও তৈরি করতেছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের চাহিদা এবং বাজেটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন পণ্যটি স্বল্পতম সময়ের মধে আপনার হাতে তুলে দিতে।আপনাদের দোয়া ও সমর্থনে আমি এতদুর আসতে পেরেছি। আপনারা সবসময় আমার পাশে থেকে যেভাবে এতদিন আমাকে সাপোর্ট করেছেন,আশা করি সামনের দিনগুলাতেও পাশে থেকে আমাকে অনুপ্রেরণা জোগাবেন।
পেইজ- কুশি ঘর
রুচি এবং কোয়ালিটির প্রশ্নে আমি সবসময়ই আপোশহীন।
আপনাকে আমি যে পণ্যটি ডেলিভারী দিব,সেটা সর্বপ্রথম আমার নিজের কাছে 100% গ্রহনযোগ্য হতে হবে।আপনার হাতে সর্বোচ্চ কোয়ালিটিফুল পণ্যটি পৌঁছে দেওয়াই আমার প্রথম এবং একমাত্র লক্ষ্য। আমি বক্তিগত ভাবে সব নিয়ম-কানুন Follow করে সমস্ত পণ্যের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করি।কেবলমাত্র তখনই আপনার কাঙ্খিত পণ্যটিতে "Ready For Delivery" ট্যাগ দেওয়া হয় এবং সেটি ডেলিভারীর জন্য পাঠিয়ে দেওয়া হয়।