
24/07/2025
কিছু ফ্রড❌ কাস্টমার থেকে সবাই সাবধানে থাকবেন,
এই ভদ্রমহিলা আমাদের কাছ থেকে ৬০০০৳ মতো প্রডাক্ট অর্ডার করে সে প্রথমে হবিগঞ্জের ঠিকানা দেয় কিন্তু যখন ডেলিভারি ম্যান তার লোকেশনে যায় তখন সে তার ঠিকানা চেন্জ করে ঢাকায় দেয় ,এটাতে কিন্তু আমাদের ডাবল ডেলিভারি চার্জ লাগে কিন্তু উনার কাছে যখন প্রডাক্ট নিয়ে ডেলিভারি ম্যান যায় সে সব প্রডাক্ট নিবে না তার মন মতো সে একটা প্রডাক্ট নিয়ে বাকি গুলা রিটার্ন করে দিবে অথচ আমাদের প্রডাক্ট এর মধ্যে কোনো সমস্যা নেই । সেটা ও মানলাম তারপর আবার উনি যে আমাদের এতোটা হয়রানি করালো হবিগঞ্জ থেকে আবার ঢাকায় আনালো এটার কোনো চার্জ উনি দিবে না 🤬😡, তো আপনাদের যদি প্রডাক্ট নেয়ার না থাকে আপনারা কেন এতো গুলা জিনিস অর্ডার করেন, নাকি আপনারা মনে করেন অনলাইনে বিজনেস বলে আমাদের কোনো লাভ লস নাই 🤬😡🤬😡🤬😡
দয়া করে 🙏 এমন ফাজলামি করার জন্য কেউ আমাদের পেইজে অর্ডার করবেন না। নেয়ার হলে নিবেন না নিলে নাই মনে রাখবেন একটা মানুষের হক নষ্ট করলে সেটার জবাব আপনাকে অবশ্যই দিতে হবে আল্লাহর কাছে☝️