Jannati Nur Vlogs

Jannati Nur Vlogs কল্পনার জগতে অবাধ বিচরণকারী ৷
স্বপ্নের সিঁড়ি বেয়ে অজানায়
হারিয়ে যাওয়া অক্লান্ত পথচারী ৷
Blood G( B+)

27/10/2025

আসরের নামাজের পর ছোট ভাই আলভীরকে সাথে ছোট্ট একটা ব্লগ🥹

24/10/2025

সবাইকে ফজরের গুরুত্বপূর্ণ ভিডিতে স্বাগতম 💝

UIU এর ছাত্র, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী শাতিমকে আধমরা করে ফেলেছে তৌহিদবাদি ছাত্র ভাইয়েরা। সে যেন ...
08/10/2025

UIU এর ছাত্র, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী শাতিমকে আধমরা করে ফেলেছে তৌহিদবাদি ছাত্র ভাইয়েরা। সে যেন তার প্রাপ্য শাস্তি নিয়ে জাহান্নামে চলে যায় সে দুয়া করি।

যেসব ভাইয়েরা এই কাজে হাত দিয়ে ও নানাভাবে শরীক হয়েছেন, আল্লাহ রাহমানুর রাহীম যেন এই কাজকে তাঁদের জন্য হাশরের কঠিন ময়দানে নাজাতের উসীলা বানায় দেন। আমীন।

🥰🥰🥰
06/10/2025

🥰🥰🥰

26/09/2025

একটু আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিচ্ছেলো নেতানিয়াহু। অধিবেশন হলে প্রবেশ করার সাথে সাথেই তার বক্তব্য প্রত্যাখ্যান করে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিরা।

আল্লাহ তাকে উভয় জাহানে লা/ঞ্ছি/ত করুন এবং দুনিয়াতে তাকে লানতের জীবনের উপমা বানান।

ডাকসু
09/09/2025

ডাকসু

আমাদের দেশেও দরকার ছিল এমন নেতা❤️
09/09/2025

আমাদের দেশেও দরকার ছিল এমন নেতা❤️

29/08/2025

এটা কোনভাবেই কাম্য না.....
সবকিছুর পরে সে একটি দলের কেন্দ্রীয় সভাপতি...

23/08/2025

জনাব আবুল হাশেম!এশিয়া ব্যাংক এর রূপগঞ্জ শাখার প্রধান...
নিজেই ড্রাইভ করে মা বাবাকে নিয়ে যাচ্ছিলেন কুমিল্লায়...সাথে ছিলেন ভাই..গতকাল শুক্রবার।
স্ত্রী সন্তানকে কথা দিয়েছিলেন আগামীকাল রবিবার সাজেকে যাবেন...
কিন্তু কুমিল্লার পাদুয়ার বাজার ইউ লুপে লরির নিচে চাপা পড়ে মা বাবা ভাইসহ নিমিষেই চিরবিদায় নিলেন!
আহা! জীবন!
মূলত ৪ বিষয় এখানে চোখে পড়ার মতো:
১.
উল্টা দিক থেকে আসা হানিফের বাস। মূলত এই বাসের কারণেই দুর্ঘটনা এড়ানো যায়নি।
২.
লরির দ্রুত গতি ও পিছনে অধিক ওজন।ইউ লুপের কাছাকাছি আসার আগেই তার গতি কমানো উচিত ছিল। প্রাইভেট কারটি কিছুটা স্পেস নিয়ে বামে সরে ইউটার্ন নেয়ায় লরির গতিপথে পড়ে যায়। লরির ড্রাইভার চাইলে আরো বামে চেপে বের হত পারত...কিন্তু উল্টো দিক থেকে হানিফ বাস আসায় পারেননি। তখন আরো অধিক ডানে চাপাতে গিয়ে সংঘর্ষে প্রাইভেট কার ঘুরে যায়...এবং পুরো কার লরির নিচে চাপা পড়ে।
৩.
প্রাইভেট কারের চালক ইউ লুপ নেয়ার সময় আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল সে পথে আসা গাড়ির গতিবিধি দেখার জন্যে।
৪.
ত্রুটিপূর্ণ ইউলুপ।
ফলাফল,৪ টি জীবন মুহুর্তে শেষ।
জীবন এতো সস্তা কেন এই দেশে!

ঢাকার প্রোগ্রাম শেষ করে, ট্রেনে ফেরার পথে , ছবিটি তুলি।একজন হিন্দু ভদ্র মহিলা একজন মুসলিম নারীর কাধে শুয়ে আছে।প্রায় ১ ঘন...
10/08/2025

ঢাকার প্রোগ্রাম শেষ করে, ট্রেনে ফেরার পথে , ছবিটি তুলি।

একজন হিন্দু ভদ্র মহিলা একজন মুসলিম নারীর কাধে শুয়ে আছে।
প্রায় ১ ঘন্টা উনি ঘুমিয়ে পড়েছেন , বোরকা পড়া বোনটি উনাকে সরানোর চেষ্টা করেন নি।

এটাই আমাদের দেশের সম্প্রীতির বন্ধন।
ধর্ম বর্ণ নির্বিশেষে। ইসলাম ধর্ম শান্তির পথ।

এমন দৃশ্য ভারতে, দেখা যাবে না। এটা আমার দেশ, বাংলাদেশ।

বিনা অনুমতি নিয়ে ছবিটি তুলার জন্য ক্ষমা চাচ্চি

👉আহ্ আমাদের কিসের এতো অহংকার 👇ওমান প্রবাসী  বাহার উদ্দিনের চাহনি দেখার পর দমটা যেন  আটকে এলো! কি করবেন যেন বুঝে উঠতে পার...
06/08/2025

👉আহ্ আমাদের কিসের এতো অহংকার 👇
ওমান প্রবাসী বাহার উদ্দিনের চাহনি দেখার পর দমটা যেন আটকে এলো! কি করবেন যেন বুঝে উঠতে পারছেন না তিনি!‌

হায়রে জীবন! হতবিহ্বল দৃষ্টিতে হয়তো ভাবছেন এতো লা/শের ভার, কি করে সইবেন!
আজ ভোরে নোয়াখালীতে খালে মাইক্রোবাস ডু"বে এক ঘন্টার ব্যবধানেই ওমান প্রবাসী বাহার উদ্দিন হারিয়ে ফেললেন প্রিয় স্ত্রী, তিন মেয়ের সবগুলোকে, মা , বৃদ্ধা নানী সহ পরিবারের ৭‌ সদস্যকে! ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন তিনি!
কয়েক বছর পর রাতে বিদেশ থেকে এসেছেন দেশে। এয়ারপোর্টে তাঁকে এগিয়ে নিতে বাড়ি থেকে গিয়েছিলো পরিবারের সদস্যরা‌। সবার মনে কতো উৎসব, কতো আয়োজন‌। কতো আনন্দের প্রতীক্ষা সবার।
কতো কি আশা! সবকিছুরই অন্ত ঘটলো। মাইক্রোবাস চালকের ঘুমে এক মূহুর্তেই সব শেষ । এক মূহুর্ত আগেও কি তাঁরা ভাবতে পেরেছিলেন জীবন এমন নিঃস্ব করে দিবে তাদের! পরনের প্যান্ট, শার্ট, মোজা সব যেন সাক্ষ্য দিচ্ছে তা।
কখনো কখনো জীবন কি ভ"য়ংকর নি"ষ্ঠুর!

Address

Dhaka
2446

Alerts

Be the first to know and let us send you an email when Jannati Nur Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannati Nur Vlogs:

Share