DefeRent MoMent

DefeRent MoMent Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DefeRent MoMent, Film/Television studio, Dhaka.

📌 জেনে রাখা ভাল।শিক্ষনীয়ঃ⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার...
12/01/2024

📌 জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১

ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২

আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩

বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪

বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার

💖 #ইনি_শ্রীমতী_সুধা_মূর্তি💖🛑-গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার -ইঞ্জিনিয়ারিং টিচার🛑-পদ্মশ্রী পদকপ্রাপ্ত🛑-মারাঠি/ইংরেজি লেখিকা...
26/08/2023

💖 #ইনি_শ্রীমতী_সুধা_মূর্তি💖

🛑-গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার -ইঞ্জিনিয়ারিং টিচার

🛑-পদ্মশ্রী পদকপ্রাপ্ত

🛑-মারাঠি/ইংরেজি লেখিকা

🛑-টাটা টেলকোর প্রথম মহিলা ইঞ্জিনিয়ার -গেটস ফাউন্ডেশনের সদস্যা

🛑-সর্বোপরি তিনি ইনফোসিস প্রতিষ্ঠাতা সদস্য নারায়ণা মূর্তির স্ত্রী...

তবুও প্রতিদিন একটা সময় করে সব্জি বিক্রি করেন,এবং প্রতিদিন ফুটপাতের পাশে বসে নিজের অর্জিত অর্থ দিয়ে রান্না করে প্রচুর দরিদ্র মানুষ কে খাওয়ান।শুধুমাত্র নিজের ইগো, নিজেকে বড়ো ভাবা কন্ট্রোল করার জন্য, সমাজের দীন দরিদ্র মানুষগুলোর দুঃখগুলো বোঝার জন্য! অক্ষয় পাত্র ফাউন্ডেশনের মাধ্যমে দেশজুড়ে খাদ্যসামগ্রীর প্যাকেট বিলি করেন অসংখ্য মানুষের মধ্যে। স্যালুট ম্যাম।আপনি ভালো থাকুন, তাহলে অনেক মানুষ ভালো থাকবে।কিন্তু এইসব মহান মানুষেরা কখনোই প্রচারের মাধ্যমে আসেন না।তাই ওনার এই মহান কর্মের কথা প্রচারের আলোতে আসুক এটাই পরম প্রাপ্তি।পৃথিবীতে আপনার মতো অনেক মা আছেন বলেই পৃথিবীটা অনেক সুন্দর।ভালো থাকবেন সবসময় ।সুস্থ থাকবেন 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖

১২ বছর ব্যবসার জন্য  কয়েক লাখ মানুষের সাথে মিশতে হয়েছে। বিভিন্ন পেশার মানুষের সাথে মিশেছি। কিছু বিষয় বহুবার অভিজ্ঞতা হয়ে...
18/08/2023

১২ বছর ব্যবসার জন্য কয়েক লাখ মানুষের সাথে মিশতে হয়েছে। বিভিন্ন পেশার মানুষের সাথে মিশেছি। কিছু বিষয় বহুবার অভিজ্ঞতা হয়েছে যা সবার সাথে শেয়ার করলাম যাতে আপনিও ভবিষ্যতে সতর্ক থাকতে পারেন।

১। কিছু মানুষ উপর থেকে পীর আউলিয়ার মত দেখলেও বাস্তবে ভিতরে লোভে ভরা। এমন ভাবে আপনার ব্রেন ওয়াশ করবে যেন তার থেকে আপন পৃথিবীতে নেই। কিছুদিন মিশলে বুঝবেন তার আসল উদ্দেশ্য।

২। জীবনে যাই করুন কখনও পাটনার নিবেন না। কেননা পাটনারে শুধু আপনার লাভ দেখতে চাইবে লস নয়। আপনি আপনার ব্রেন ও শ্রম সারাদিন ইউস করবেন। রাতে সে এসে শুধু লাভের ভাগ নিতে চাইবে। বেশি অভিনয় করলে একবার লস দেখান তখনই তার আসল রুপ প্রকাশ পাবে। অর্থাৎ কিছু টাকা দিয়ে আপনার জীবন অতিষ্ঠ করে তুলবে।

৩। মনে রাখবেন আপনার পাশে বা সাথে থাকা কিছু মানুষ ভিতরে ভিতরে শত্রুতা করবে। কিন্তু দেখবেন আপনার সাথে সবচেয়ে বেশি অভিনয় করবে সে। এক কথায় সত্যিকারে যে আপনাকে মন থেকে ভালো বাসবে ও সম্মান করবে সে কখনও আপনার কাছে কিছুই বলতে পারবে না। একা কষ্ট পায় ও নিরবে সব সহ্য করে।

৪। টাকা ইনকাম যাদের মেইন উদ্দেশ্য, দিন শেষে তারাই ধ্বংস হয়। ইবাদত ও সমাজের উন্নতির জন্য করুন, মন ফ্রেশ থাকলে কখন কোথা থেকে টাকা আসবে আপনি নিজেও বুঝবেন না।

৫। কেউ ৫ ওয়াক্ত নামাজ আর সাদা পাঞ্জাবী পরলে ফেরেস্তা হবে এমন নয়। অনেক খারাপ মানুষ ধর্মকে ব্যবহার করে অন্যকে সর্বশান্ত করে দেয়। তাই ড্রেস আপ নয় আগে মানুষ চিনুন। বেশি ভালো ভালো নয়।

৬। এই সমাজকে আপনি নিঃস্বার্থ কিছু দিতে চাইলে সবাই মেনে নিবে এমন নয়। বহু মানুষের হিংসা আর শক্রতে পরিনত হবেন । তবুও দিন শেষে আপনার বিজয় হবে। মনে রাখবেন যারা পিছনে লাগে তারা সারা জীবন পিছনেই থাকে।

৭। আপনি কি চান সেটা সবাই বুঝবে না। কিন্তু অন্যরা কি চায় সেটা আপনার বুঝতে হবে। তা না হলে আপনি তাদের সাথে চলতে পারবেন না। দিন শেষে ভালোর দলে লোকের সংখ্যা খুবই কম। তবুও আপনার জয় হবে সুনিশ্চিত ইনশাল্লাহ।

৮। আজ যে আপনার সম্পর্কে বদনাম বা চোখে দেখতে পারছে না। আপনি সফল হলে সে নিজেও ফয়দা লুটতে চাইবে। যারা আপনার খারাপ চায় তারাই আপনাকে বাহিরে বেশি বিক্রি করে।

৯। আপনি যতই ভালো কাজ করেন না কেন সহজে কেউ স্বীকৃতি দিবেনা। তাই কখনও কখনও নিজের প্রচার করে হলেও স্বীকৃতি আদায় করতে হয়। মেক্সিমাম মানুষ বড়ই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আর বেঈমান দিন শেষে ধ্বংস হয়।

নিজের অভিজ্ঞতা থেকে লিখলাম।
ধন্যবাদ।

01/08/2023

Weather Amazing 😍😍

01/08/2023

Flowers

19/03/2023

:::::::: তবুও বেকার যুবকেরা স্বপ্ন দেখে ::::::::

বৃহস্পতিবার বাংলাদেশের রেলস্টেশন, বাস
টার্মিনালে ভীড় জমায় একদল তরুন। তাদের
লক্ষ্য ঢাকা; কারন এদেশে ঝাড়ুদার নিয়োগ
করলেও তার নিয়োগ পরীক্ষা হয় ঢাকা থেকে।
তারা কেউ প্রিলি দেবে; কেউ রিটেন; কেউ
ভাইভা। কারো প্রথম, কারো পঞ্চাশতম;
কারো বয়স শেষের শেষ পরীক্ষা।।
মা ফোন দেয়- 'বাবা পাশ করেছিস দুই বছর হল;
একটা কিছু কর। তোর বাবার পক্ষে আর সম্ভব
না। মা তোর জন্য আশীর্বাদ করছি। এবার তোর
চাকরি হবেই হবে'
বাবা ফোন দেয়- 'বাবা আমাদের জন্য না; তোর
জন্য একটা চাকরি ঠিক কর; বয়স কত হয়েছে
খেয়াল আছে তোর।'
কথা দেয়া প্রিয়তমার ফোন বাজে - 'তুমি
বিসিএস ক্যাডার হও; ব্যাংকার হও
এইটা আমি চাই না; একটা ছোটখাট চাকরি
যোগাড় করো প্লিজ। বড় জব
পরে দেখা যাবে।'
শুধুমাত্র একটি চাকুরির জন্য যুবকটি অনার্স
ফাস্ট ইয়ার থেকে মুখস্ত করে আসছে - কারেন্ট
নিউজ, কারেন্ট ওয়ার্ল্ডয়ের সব সংখ্যা; জবের
সকল গাইড।
পৃথিবীর ২১৫ টি দেশের রাজধানী, মুদ্রা, আয়তন,
জনসংখ্যা, রাষ্ট্রনায়কের নাম সবই তার মুখস্থ।
যমুনা সেতুর পিলার কয়টা?
চর্যাপদের কোন লাইন কে লিখেছেন?
কোন জেলায় কি আছে?
পৃথিবীর কোন নদী, শহর, প্রনালী, বাঁধ
কোথায়? .. .... ... সবই তার মুখস্থ।
যুবকটি একটি সুন্দর স্বপ্ন নিয়ে রাতভর পাড়ি
দিয়ে ঢাকা পোঁছায়। সকালে পরীক্ষা। ঢাকায় নেমে
হাতমুখ ধুয়ে ২টা পরটা গিলে এক্সাম হলে দৌড়
দেয়। পরীক্ষা ভালোই দেয়; হল থেকে বের হওয়ার
পরপরই পর্যায়ক্রমে- মা, বাবা,
প্রিয়তমা, বন্ধুদের ফোন।
বাসে ওঠে যখন শুনে তার প্রশ্নপত্র ফাঁস হয়ে
গেছে; মন ভেঙ্গে যায়।
বেশিরভাগ যুবকেরাই বার বার ভাইভা দেয়, কিন্তু
চাকরি মিলে না। ফিজিক্স থেকে পাস করে চাকরি মিলে হয়ত কৃষি ব্যাংকে; সারাজীবন রসায়ন পড়ে হয়ত ঢুকে পুলিশ বিভাগে; প্রানীবিদ্যা, উদ্ভিদবিদ্যা পড়ে তাকে
ঢুকতে হয় মার্কেটিং জবে !!
কেউ পুরো বেকার; কেউ অর্ধেক বেকার; কেউ
কোনমতে পড়ে থাকে পেটচালানোর জন্য।।
স্বাধীনতার ৪২ বছর পরও আমাদের যুবকদের জন্য
চাকরির নিশ্চয়তা নেই।
রাষ্ট্র ডিজিটাল হয়; জিডিপি বাড়ে; বাজেটের
আকার বাড়ে; শতশত মাল্টিন্যাশনাল কোম্পানি
দেশে ঢুকে; কেবল উন্নয়নের চুক্তি হয়; বৈঠক হয়;
ঝাঁকে ঝাঁকে সেমিনার-সিম্পজিয়াম হয় ......
কেবল নিয়োগ বিজ্ঞপ্তি বাড়ে না, কর্মসংস্থান
বাড়ে না।
বেকারের ভীড় বাড়তে থাকে; ১টি পোস্টের

04/03/2023

পুরুষ কখনো সফল হতে চায় মা-বাবার জন্য,
কখনো সফল হতে চায় প্রিয় মানুষকে পাওয়ার জন্য,
কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য।
যখন নিজের জন্য বাঁচতে চায়, তখন আর সময় থাকে না।
পুরুষ বাঁচে অন্যের জন্য……
এইটাই বাস্তবতা….॥

09/01/2023

শৈত্য প্রবাহে
😂😂😂

13/12/2022

Goal
L Alvarez
Assist by Messi

Send a message to learn more

13/12/2022

L Alvarez

13/12/2022

Leo Messi 10
Goal Penalty

20/11/2022
14/11/2022

বিয়ের পর ছেলেদের সারাজীবন কান্না🥹🥹

07/11/2022

সামনে বছরে বিয়া করমু,
আপনে গো সন্ধানে কোন ভালো পাএী পাইলে জানাইয়েন😛😛🫣🫣

Address

Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when DefeRent MoMent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share