21/07/2025
আজ আমরা মানুষ হিসেবে হেরে গেলাম...
এক ছাত্র… শরীরের নিচের অংশ পর্যন্ত পোড়া।
প্যান্ট গলে গিয়েছে, পশ্চাৎদেশ পর্যন্ত দেখা যাচ্ছে।
তাকে গাড়িতে করে হাসপাতালে নেয়া হলেও,
সেখানে কেউ তাকে ধরতে এগিয়ে আসছে না!
সে নিজেই এক হাতে জামা টেনে, আর এক হাতে গায়ে ঢেকে
দিকবিদিক ছুটে যাচ্ছে ইমারজেন্সির দিকে।
ঠিক সামনেই…
এক শিশু দাঁড়িয়ে আছে—অর্ধেক শরীর পুড়ে গেছে।
চোখ, মুখ, চুল, কানের পাতা পর্যন্ত নেই।
চেনার কোনো উপায় নেই।
তাকে ঘিরে শত শত মানুষ,
কিন্তু কেউ জিজ্ঞেস করছে না—
“তোমার পরিবারকে কিভাবে খবর দিব?"
📵 আর কতদিন মোবাইল ক্যামেরা মানুষের করুণা গিলে খাবে?
📢 ভাইরাল নয়, এখন দরকার ভাই হওয়া।
রিলস নয়, দরকার সহানুভূতির হাত।
এই শিশুগুলো পড়ে গেলে যাদের বাবা-মায়েরা ছুটে আসত,
আজ তারা পুড়ে যাচ্ছে—কিন্তু কেউ নেই পাশে!
তাদের আরেকবার সুযোগ দিন বাঁচার।
🙏 মানবিক হোন। দাঁড়িয়ে যান মানুষের পাশে, এখনই।
🚫 দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না।
🚑 রাস্তাগুলো খালি রাখুন যাতে অ্যাম্বুলেন্স চলতে পারে।
📸 মোবাইল তুলবেন না—হাত বাড়ান, মানুষ ধরুন।
🩸 জীবন এখন রক্তের ওপর ঝুলে আছে।
যারা রক্ত দিতে পারেন, অনুগ্রহ করে এক মুহূর্তও দেরি না করে ছুটে যান:
🏥 রক্ত প্রয়োজন এই হাসপাতালগুলোতে:
1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ
🧡 আপনার এক ব্যাগ রক্ত হয়তো কারও জীবন ফিরিয়ে আনবে,
কারও বুকে সন্তানকে ফেরত দেবে…
Collected