JAYED VIBES

JAYED VIBES My luck is like a WiFi signal strong for everything else, but weak when I need it the most.

🔨 মজদুর মানেই শক্তি, শ্রমই সভ্যতার ভিত্তি।আজ বিশ্ব শ্রমিক দিবস  শ্রমের প্রতি সম্মান জানাই। ✊
01/05/2025

🔨 মজদুর মানেই শক্তি, শ্রমই সভ্যতার ভিত্তি।
আজ বিশ্ব শ্রমিক দিবস শ্রমের প্রতি সম্মান জানাই। ✊

04/04/2025

**শেষ গানের সুর**

পাহাড়ের খাদে একটা মৃতদেহ পড়ে আছে। শরীরটা ঠান্ডা, মাংসটা আধা গলে গেছে। চারপাশ নীরব। কেবল একটা চিল ধীরে ধীরে নামলো, মৃত শরীরের উপর বসে তার ধারালো ঠোঁট বসিয়ে দিলো।

এই পাহাড়ে কত মানুষ আসে, কত মানুষ হারিয়ে যায়—কিন্তু এই শরীরটা কার ছিল, সেটা এখন কারও মনে রাখার দরকার নেই।

চিলটা মাংস ছিঁড়ে মুখে নিলো, তারপর উড়ে গেল।

শহরের এক কোণে, এক পুরনো শুকনো গাছের ডালে আরেকটা চিল অপেক্ষা করছিল। সারাদিন কিছু খেতে পারেনি। স্বামী চিলটা এসে তার জন্য খাবার আনলো—একটা মৃত মানুষের শরীর থেকে ছিঁড়ে আনা মাংস। স্ত্রী চিলটা ধীরে ধীরে খেতে লাগলো।

গাছের নিচে বসে ছিল একটা পাগল।

তার মাথার চুল উস্কোখুস্কো, মুখে ছেঁড়া দাড়ি, আর হাতের মধ্যে একটা পুরনো খাতা। মানুষ ওকে দেখে ভয় পায়, এড়িয়ে চলে। কেমন একটা অস্বস্তি হয় সবার।

কিন্তু সে খেয়াল করে না। শুধু লিখতে থাকে। কলমের কালি ফুরিয়ে যায়, কিন্তু লেখা থামে না। যেন তার হাতের মধ্যে একটা গল্প বন্দি হয়ে আছে, একটা স্মৃতি, একটা যন্ত্রণা।

হয়তো সেই পাহাড়ের খাদে পড়ে থাকা লাশটা কোনোদিন তারই ছিল। হয়তো সেই গানের সুর একসময় তার কানে বাজতো, যে গান শুনে সে একসময় প্রেমে পড়েছিল।

হয়তো মেয়েটা একদিন বলেছিল, **"সব সম্পর্ক থাকার জন্য হয় না..."**

হয়তো সেই রাতগুলোর কথা এখনো মনে পড়ে, যখন আতঙ্কে ঘুম ভেঙে যেত, বুক ধড়ফড় করতো, দম বন্ধ হয়ে আসতো।

হয়তো সে সেই পাহাড়ের খাদেই পড়ে গিয়েছিল অবচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে।

একজন লোক এগিয়ে এলো, খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলো পাগলটা কী করছে। তারপর মুচকি হেসে বললো,

**"কিরে মঙ্গের পোলা, কি লেখোস?"**

পাগল মাথা তুললো না, হাতের লেখা থামালো না।

শুধু একটাই শব্দ বললো

**"চুপ…"**

01/04/2025

হারানোর কষ্ট আর বাস্তবতার স্বীকৃতি

প্রিয় মানুষের সাথে সংসার করার সৌভাগ্য সবার হয় না। যদি সেই ভাগ্য না থাকে, তাহলে হারানোর কষ্টটাই অনিবার্য। সময়, পরিস্থিতি, বা কাউকে দোষ দিয়ে লাভ নেই, কিছু কিছু সত্য মেনে নেওয়াই শ্রেয়।

জীবন একটাই। সেই জীবনের প্রতিটি মুহূর্ত গড়ে ওঠে ভালোবাসার মানুষের জন্য, তার সঙ্গে কাটানো সময়, তার জন্য গড়া স্বপ্ন, অনুভূতির প্রতিটি সূক্ষ্ম স্পন্দন। কিন্তু যখন সে চলে যায়, তখন রেখে যায় একরাশ শূন্যতা, কিছু না বলা কথা, কিছু তীব্র ব্যথা, যা বয়ে বেড়াতে হয় একা। সেই না বলা কথাগুলো হয়তো বলেও দেওয়া যায়, কিন্তু তাতে কি সত্যিই কিছু বদলাবে?

তবুও জীবন থেমে থাকে না, আপনাকেও থামলে চলবে না। যাকে আপনি ভালোবেসেছেন, সে হয়তো আপনার নয়, কিন্তু তাই বলে আপনার জীবন থেমে যাবে কেন? কেউই এতটা ক্ষমতা রাখে না যে আপনাকে অন্ধকারে আটকে রাখবে।

কষ্ট যদি জেদ হয়ে যায়, তাহলে সেই জেদ অন্য কাউকে আঘাত করার জন্য নয়, বরং নিজেকে আরও উন্নত করার জন্য হোক। হয়তো দ্বিতীয়বার নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবেন না, হয়তো মন আগের মতো বিশ্বাস করতে পারবে না। কিন্তু যদি সব কিছুই শুধু অন্যকে দেখানোর জন্য করেন, তাহলে নিজের ভেতরটা কখনোই শান্তি পাবে না।

আয়নায় নিজের দিকে তাকালে দেখবেন, কতশত আঘাতের দাগ। নিজেকে হিংস্র করুন। আপনার আর আপনার স্বপ্নের মাঝে আসা প্রত্যেকটা জিনিস, হয় এড়িয়ে যান, না হয় ধ্বংস করে দিন।

21/02/2025
1️⃣6️⃣
15/02/2025

1️⃣6️⃣

sometimes, you will feel unimportant, the affection of your loved one is truly magnificent, they deserve much more, at s...
18/01/2025

sometimes, you will feel unimportant, the affection of your loved one is truly magnificent, they deserve much more, at some point, you will realize you can't complain, you know you have only words to give, but they deserve a world full of actions and care, a time will come when you understand you are trivial, small, shameless, a person, then you will naturally stop causing trouble, and one day, you will quietly fade away from that person.

31/12/2024

Happy new year :-

কর্ম কখনো ঠিক ভুল ভোলে না, সময়মতো ফিরে আসে ঠিক, ঠিকানা খুঁজে।IG: jayad_karma
22/12/2024

কর্ম কখনো ঠিক ভুল ভোলে না, সময়মতো ফিরে আসে ঠিক, ঠিকানা খুঁজে।
IG: jayad_karma

It won't happen again💔
07/10/2024

It won't happen again💔

war
30/04/2024

war

Address

Address: House-10, Block-B, Road-1, Banasree, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when JAYED VIBES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JAYED VIBES:

Share

Category