
10/10/2023
হ্যালো এনইউবিয়ান....আপনাকেই বলছি!
গল্প আমাদের কার না আছে!?? কিন্তু সব গল্প কি আমরা বলতে পারি প্রাণ খুলে?মাঝে মাঝে খুব ইচ্ছে করেনা কাথা গুলো কোথাও বলি কাউকে শোনাই,একটু হালকা হই!হ্যাঁ করে আমার আপনার সকল এরই এমনটা কাজ করে কিন্তু কোথায় যেনো একটা সুপ্ত প্রতিবন্ধকতা থাকে আমরা হয়তো বলতে পারিনা পাশের বেডে ঘুমানো মানুষটাকেও।
এমনটা আর নয়!
এবার আপনি আপনার গল্প বলতে পারেন মনখুলে, আপনার গল্পটা জানবে পুরো ক্যাম্পাস।আপনার একটা গল্পেই হয়তো কারোও উপকারও হতে পারে হয়তো আপনার গল্প শুনেই বদলাতে পারে নিজেকে,সচেতন করতে পারে নিজেকে সিরিয়াস করতে পারে নিজেকে।
তাহলে আর দেরী কেন!?পাঠিয়ে দিন আপনার গল্পটা আমাদের পেজ এর ইনবক্সে অথবা আমাদের মেইলে।
মেইল করতে হবে :- [email protected] এই ঠিকানায়।
***গল্পটা টা যতো সম্ভব ছোট করে পাঠান, ভাবেননা সেই সারাংশ কিংবা সারমর্ম লিখছেন।
***আপনি চাইলেই আপনার পরিচয় গোপন রাখতে পারেন।