02/07/2025
কখনো কখনো জীবন এমন এক নিরবতা এনে দেয়, যেখানে চারপাশে মানুষ থাকলেও মনে হয়—আমি একা।
চোখের সামনে স্বপ্নগুলো ভেঙে পড়ে, অথচ কাউকে বলা যায় না…
সবাই ভাবে আমি শক্ত, হাসিখুশি।
কিন্তু নিজের ভেতরের কান্না—তা কি কেউ শুনতে পায়?
অভিমান জমে থাকে বুকের ভেতর,
মাঝরাতে ঘুম ভেঙে যায়, আর প্রশ্ন জাগে—“আমি কি কিছুই পাচ্ছি না জীবনে?”
তবুও আল্লাহর উপর ভরসা রাখি…
কারণ জানি, যিনি অন্তরের কথা জানেন, তিনি আমার কষ্টও জানেন।
⸻
🌿 হাদীস:
رسول الله صلى الله عليه وسلم বলেছেন:
“আশ্চর্য! একজন মুমিনের অবস্থা কতই না চমৎকার। তার সব অবস্থাই তার জন্য ভালো। এটি কেবল মুমিনের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি সে কোনো সুখের সম্মুখীন হয়, সে আল্লাহর শোকর আদায় করে—এটি তার জন্য কল্যাণকর। আর যদি সে কোনো কষ্টে পড়ে, সে সবর করে—এটিও তার জন্য কল্যাণকর।”
📚 (সহীহ মুসলিম, হাদীস: ২৯৯৯)
⸻
🕊️ যদি কারো জীবনেও এমন সময় আসে, জানো—তুমি একা নও। আল্লাহ সব জানেন, সব দেখেন। আর সবরকারীদের তিনি কখনোই হারাতে দেন না।
#কষ্টের_কথা
#সবর
#আল্লাহ_ভরসা
#হাদিস