Irfan Somrat

Irfan Somrat I am going to changing your mind

06/07/2025

ভালো থেকো… যারা একদিন খুব আপন ছিল,
ভালো থেকো… যারা হঠাৎ করে ‘অপরিচিত’ হয়ে গেল…

আমি আর কিছু চাই না, শুধু মনটা যেন অন্ধকারে না ডুবে যায়…
আর চোখের পানিগুলো যেন আল্লাহর কাছে পৌঁছায়।

ভালোবাসা নয়, এখন শুধু রুহের শান্তি চাই।

🕊️ হাদীস:
“আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো—একজন মুসলমানের মনোবেদনা দূর করা।”
📚 (সহীহ মুসলিম)

05/07/2025

আবারও রাত…
আবারও একা…
আবারও হাজারো প্রশ্ন… আর নিঃশব্দ কান্না।

কেউ কাছে নেই, আর কারো দরকারও নেই…
এখন শুধু চাই—একটু শান্তি, কিছুক্ষণ অন্তত কাঁদতে পারি এমন কোনো জায়গা।

আমি ক্লান্ত… ভীষণ ক্লান্ত…

🕊️ হাদীস:
“যে ব্যক্তি মানুষের কাছে না গিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তায়ালা তাকে যথেষ্ট করেন।”
📚 (সহীহ বুখারী, ৭৩৪৫)

02/07/2025

কখনো কখনো জীবন এমন এক নিরবতা এনে দেয়, যেখানে চারপাশে মানুষ থাকলেও মনে হয়—আমি একা।
চোখের সামনে স্বপ্নগুলো ভেঙে পড়ে, অথচ কাউকে বলা যায় না…
সবাই ভাবে আমি শক্ত, হাসিখুশি।
কিন্তু নিজের ভেতরের কান্না—তা কি কেউ শুনতে পায়?

অভিমান জমে থাকে বুকের ভেতর,
মাঝরাতে ঘুম ভেঙে যায়, আর প্রশ্ন জাগে—“আমি কি কিছুই পাচ্ছি না জীবনে?”

তবুও আল্লাহর উপর ভরসা রাখি…
কারণ জানি, যিনি অন্তরের কথা জানেন, তিনি আমার কষ্টও জানেন।



🌿 হাদীস:

رسول الله صلى الله عليه وسلم বলেছেন:
“আশ্চর্য! একজন মুমিনের অবস্থা কতই না চমৎকার। তার সব অবস্থাই তার জন্য ভালো। এটি কেবল মুমিনের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি সে কোনো সুখের সম্মুখীন হয়, সে আল্লাহর শোকর আদায় করে—এটি তার জন্য কল্যাণকর। আর যদি সে কোনো কষ্টে পড়ে, সে সবর করে—এটিও তার জন্য কল্যাণকর।”
📚 (সহীহ মুসলিম, হাদীস: ২৯৯৯)



🕊️ যদি কারো জীবনেও এমন সময় আসে, জানো—তুমি একা নও। আল্লাহ সব জানেন, সব দেখেন। আর সবরকারীদের তিনি কখনোই হারাতে দেন না।

#কষ্টের_কথা
#সবর
#আল্লাহ_ভরসা
#হাদিস

25/06/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো!!❤

05/06/2025
গরুর হাট, ছাগলনাইয়া বাজার 🐂🥀💗
04/06/2025

গরুর হাট, ছাগলনাইয়া বাজার 🐂🥀💗

03/06/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো...!!🌸

28/05/2025

আমি একটা হাদিসের প্রেমে পড়েছি🥀💗

27/05/2025

কিছু কিছু মন খারাপের কোন ব্যাখ্যা হয় নাহ!😪🥀

10/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Irfan Somrat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share