Hare Krishna Platform

Hare Krishna Platform Chant.. Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare

শুভ রাধাষ্টমী 💕💕আজ প্রেমময়ী শ্রীমতি রাধারানীর শুভ আবির্ভাব তিথি।শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত।সকলকে জানাই শ্রী শ্রী রাধাষ্টমী...
31/08/2025

শুভ রাধাষ্টমী 💕💕

আজ প্রেমময়ী শ্রীমতি রাধারানীর শুভ আবির্ভাব তিথি।
শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত।

সকলকে জানাই শ্রী শ্রী রাধাষ্টমীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা💐💐

রাধারানীর কৃপা সকলের উপর বর্ষিত হোক ❤️

রাধে রাধে 🙏🙏💞

31/08/2025

রাধে রাধে
🙏💞🙏

একাদশী বার্তা 📣📣আগামী ১৯ আগস্ট, ২০২৫ ইং মঙ্গলবার "অন্নদা একাদশী" 🍎🍊🍉🍓🥭🍇🥥🍎🍊🍉🍓🥭🍇🥥ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল প্...
18/08/2025

একাদশী বার্তা 📣📣

আগামী ১৯ আগস্ট, ২০২৫ ইং মঙ্গলবার "অন্নদা একাদশী"
🍎🍊🍉🍓🥭🍇🥥🍎🍊🍉🍓🥭🍇🥥

ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল প্রকার যজ্ঞ ও ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। তাই আসুন আমরা নিজে একাদশী ব্রত পালন করি ও অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করি।

সকলকে জানার জন্য কৃপাপুর্বক শেয়ার করুন।
হরেকৃষ্ণ 🙏🙏💞💞


শুভ জন্মাষ্টমী !!আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি "শুভ জন্মাষ্টমী মহোৎসব"হরেকৃষ্ণ প্লাটফর্ম ফেসবুক পেজের ...
16/08/2025

শুভ জন্মাষ্টমী !!

আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি "শুভ জন্মাষ্টমী মহোৎসব"

হরেকৃষ্ণ প্লাটফর্ম ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। 💞💞

“যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সমস্ত জীবের ঈশ্বর, তবুও আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই।” (শ্রীমদ্ভগবত গীতা: ৪/৬)

হরেকৃষ্ণ 🙏

আজ শ্রী বলরাম জয়ন্তী  💞💞ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি 💞💞বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা।তিনি বলদেব, বলভদ্র ...
09/08/2025

আজ শ্রী বলরাম জয়ন্তী 💞💞
ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি 💞💞

বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা।
তিনি বলদেব, বলভদ্র ও হলায়ুধ নামেও পরিচিত।

বলরাম হলেন সৎ-চিৎ-আনন্দের প্রতিমূর্তি।
শ্রাবণ পূর্ণিমা বা রাখী পূর্ণিমা তিথিতে মাতা রোহিণীর গর্ভে জন্মলাভ করেন বলরাম। রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের আর এক পত্নী ও নন্দের ভগিনী।

অত্যাচারী কংসের কারাগারে বন্দী বসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন, কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করেন। ফলে দেবকীর সপ্তম গর্ভ মৃত সন্তান জন্ম দেয় এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়।

ভাই কৃষ্ণ শ্যামবর্ণ হলেও দাদা বলরাম কিন্তু গৌরবর্ণধারী ।

অমিত বলশালী ও ভক্তদের শক্তি প্ৰদান করেন বলে তার নাম হয় বলরাম‚ বলভদ্র বা বলদেব, নামকরণ করেন ঋষি গর্গ । আর রাম শব্দের অর্থ পরম সুন্দর । কৃষির প্রতীক হাল তাঁর সঙ্গে থাকে বলে তিনি হলায়ুধ ।
অন্য নাম সঙ্কর্ষণ বা শেষনাগ নামেও পরিচিত ।

শৈশবে কংস প্রেরিত অসুর ধেনুকা এবং দুই মুষ্টিযোদ্ধা প্রলম্ব ও মুষ্টিকাকে বধ করেন বলরাম ।রাজা কংসকে বধ করতে কৃষ্ণ যখন মথুরা যান‚ সঙ্গী ছিলেন বলরামও । কৃষ্ণের সঙ্গে তিনিও শিক্ষাগ্রহণ করেন উজ্জয়িনীতে আচার্য সন্দীপনের আশ্রমে ।

তিনি ভ্রাতা শ্রীকৃষ্ণের সহিত অনেক অসুর বধ করেন ও ভাইয়ের সাথে এক মধুর সম্পর্কের আদর্শ স্থাপন করেন। কুরুক্ষেত্র যুদ্ধে বলরাম কোনও পক্ষ অবলম্বন করেননি। একজন আদর্শ ভ্রাতা হিসেবে বলরাম তুলনাহীন। বাল্যকাল থেকে কৃষ্ণ তাঁকে কম জ্বালাননি। তবু সবকিছু হাসিমুখে সহ্য করেছেন। বহু বিপদে কৃষ্ণকে আগলে রেখেছেন।

বলরাম অত্যন্ত পত্নীনিষ্ঠ, স্ত্রী রেবতী তাঁর চাইতে বয়সে অনেক বড়, একেবারে অন্য যুগের নারী। তাঁর প্রতি বলরামের প্রেম এতটাই দৃঢ় যে, তিনি দ্বিতীয় বিবাহের কথা ভাবেনইনি। তাঁর দুই পুত্র, নিষ্ঠা এবং উল্মুক।

বলরাম পূর্বজন্মে ছিলেন রামের ভ্রাতা লক্ষ্মণ। তিনি অনুরোধ করেন তাঁকে যেন তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে একজন্ম কাটাতে দেওয়া হয়। বলরামের অস্ত্র এক বিশাল লাঙল। তিনি এ কারণে ‘হলধারী’ নামেও পরিচিত। তিনি সর্বদা নীলাম্বরধারী।

মহাভারতে আদিগুরু বলরাম দুর্যোধন এবং ভীমের গদাচালনার আচার্য/গুরু। বলরাম বা সঙ্কর্ষণ-ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্ব প্রথম অবতার।

হরেকৃষ্ণ 🙏

07/08/2025

নিতাই গৌরাঙ্গ... নিতাই গৌরাঙ্গ 💕💕একবার সবাই বলুন.. নিতাই গৌরাঙ্গ 💞💕

একাদশী বার্তা 📣📣আগামী ০৫ আগস্ট, ২০২৫ ইং মঙ্গলবার "পবিত্রারোপণী একাদশী" 🍎🍊🍉🍓🥭🍇🥥🍎🍊🍉🍓🥭🍇🥥ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে ...
04/08/2025

একাদশী বার্তা 📣📣

আগামী ০৫ আগস্ট, ২০২৫ ইং মঙ্গলবার "পবিত্রারোপণী একাদশী"
🍎🍊🍉🍓🥭🍇🥥🍎🍊🍉🍓🥭🍇🥥

ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল প্রকার যজ্ঞ ও ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। তাই আসুন আমরা নিজে একাদশী ব্রত পালন করি ও অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করি।

সকলকে জানার জন্য কৃপাপুর্বক শেয়ার করুন।
হরেকৃষ্ণ 🙏🙏💞💞


জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 💕💕হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।জয় জগন্নাথ...
24/07/2025

জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 💕💕

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

জয় জগন্নাথ 🙏🙏💕💕


22/07/2025

ঢাকার রাজপথে লক্ষ লক্ষ ভক্তের সমাগম 💕💕 ইসকন রথযাত্রা - ঢাকা, বাংলাদেশ 💕💕

দিনটি শুরু হোক একবার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে 📿📿জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত...
22/07/2025

দিনটি শুরু হোক একবার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে 📿📿

জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ॥

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

হরেকৃষ্ণ 🙏🙏💕💕


Address

Dhaka
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hare Krishna Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hare Krishna Platform:

Share