Khagrachhari BNP

Khagrachhari BNP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khagrachhari BNP, Video Creator, Dhaka.

22/07/2025

ছেলেটি আবু সাঈদ হতে চেয়েছিলো 😆

11/07/2025

খাগড়াছড়িতে মসজিদ নির্মানে Wadud Bhuiyan এর অবদান

09/07/2025

বর্ষা ঋতুতে ঋতুর বাড়িতে রিজভী, যেখানে নিজে চলতে কষ্ট, সেখানে মাইলের পর মাইল পাহাড় হাটলেন। একেই বলে সত্যিকারে নেতা।

আমি আমার এ জীবদ্দশায় আজ সহ তিনবার গেলাম ঋতুপর্ণা চাকমার বাড়িতে। অনেক জিজ্ঞেস করে ঋতুর বাড়ির যাওয়ার পথ কতদুর?
আমি বলি ঋতুর বাড়িতে যাওয়ার জন্য তো পথ নেই। যা আছে সেটা হল জমির আইল।
অনেক আগে থেকে যখন ঋতুর বাড়িতে রাস্তার কথা বলাবলি হচ্ছিল তখন থেকে একাধিক জেলা প্রশাসক এবং সর্বশেষও ঋতুর ফেসবুক স্টাটাস পরবর্তী আমার পরামর্শ চাওয়া হয়।

আমি একটা কথা বলি ঝামেলার দরকার কি? সেখানে রাস্তার প্রকল্প না নিয়ে ঘাগড়া বা রাঙামাটি শহরে একটি জায়গায় কিনে দিয়ে সুন্দর ঘর নির্মাণ করে দেন।
রাস্তার টাকায় ৪০/৫০ টা বড় বড় বিল্ডিং বানানো যাবে। পরবর্তীতে আমার প্রস্তাবই কাজে লেগেছে।

এ কথা এ কারণে বলছি পাহাড়ে অনেক রকমের পথ আছে। কিছু পথ যত মাইল হাটি যত পাহাড় উঠি বোরিং লাগে না। যত হাটি তত ভাল লাগে। কিছু পথ আছে ঐ দেখা যায় এ পাহাড় পেরুলে গন্তব্য কিন্তু হাটলে শরীরকে দুর্বল করে দেয়। আর সে ধরণের পথ হল ঋতুপর্ণার বাড়ি যাওয়ার রাস্তাটি।
এ পথে আজ ঋতুর বাড়ি গেল বিএনপি নেতা রিজভী। যাওয়ার পথে একাধিক জোক ধরেছে। আমাদের সাথে যখন কথা বলছিলেন তখন তাঁর হাতে একটা জোক কামড়ে ধরেছিল। পরে এটি ফেলে দিলে হাত রক্তাক্ত দেখা যায়।

রিজভী গেছেন অনেকে বলবে ভোট চাইতে গেছে। হতে পারে। বেচারার তো অভ্যাস নেই। আজ রাতে তার খুব কষ্ট হবে এটা নিশ্চিত।
আমার কথা হল ভোট দিস না। দরকার নাই। একবার দুর্গমে গিয়ে অনুভব করেন পাহাড়ের মানুষের কষ্টের কথা। সেটা অনুভব করলেন রিজভীরা। অন্যরাও করেন। তখন পাহাড় অনেক সুন্দর হবে।

09/07/2025

Wadud Bhuiyan কে নিয়ে পূর্নলাল চাকমার সরল উক্তি!

08/07/2025

খাগড়াছড়িতে চাকমা, ত্রিপুরা ও মারমাদের ভরসার স্থল এখন Wadud Bhuiyan।

খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের আওতাধীন, সদর জিয়া পরিষদের নতুন কমিটি অনুমোদন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
06/07/2025

খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের আওতাধীন, সদর জিয়া পরিষদের নতুন কমিটি অনুমোদন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

05/07/2025
05/07/2025

২০০৩ সালে Wadud Bhuiyan মহোদয় তবলছড়িতে এই ব্রীজটি করায় হাজার হাজার মানুষের চলাচল ও ব্যবসা বানিজ্য করার সুযোগ পেয়েছিল।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর বিএনপির নতুন সদস্য ও নবায়ন ফরম বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন। প্রধান অতিথি :- জনাব এমএন আব...
02/07/2025

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর বিএনপির নতুন সদস্য ও নবায়ন ফরম বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন।
প্রধান অতিথি :- জনাব এমএন আবছার, সাধারণ সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি।

বিশেষ অতিথি :- জনাব মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি।

বিশেষ অতিথি :- জনাব আবু তালেব সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি।

বিশেষ অতিথি :- জনাব শাহেদুল হোসন সুমন খাগড়াছড়ি জেলা ছাত্রদল সাবেক সভাপতি ও ছাত্র বিষয়ক সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি

সভাপতিত্বে :- জনাব শাহ জালাল কাজল সভাপতি
মাটিরাঙ্গা পৌর বিএনপি।

সঞ্চালনায়:- জনাব ইব্রাহিম পাটোয়ারী সাধারণ সম্পাদক মাটিরাঙ্গা পৌর বিএনপি।

30/06/2025

Wadud Bhuiyan কে পেয়ে খাগড়াছড়িবাসী গর্বিত।

29/06/2025

Wadud Bhuiyan এর জন্য সর্বশক্তি ও ভালোবাসা নিয়ে প্রস্তুত মাটিরাঙ্গা বিএনপি।

Address

Dhaka
4488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khagrachhari BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category