16/08/2024
এবার বৈষম্যবিরোধী ছাত্ররা একটু বেশিই করছে।তারা এখন পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি তে নেমেছে। এই মিছিলরত ছাত্র দের জন্য আমাদের পড়াশোনা নষ্ট হচ্ছে। আমরা এখন পড়া শুরু ই করতে পারলাম না। কলেজ ই গেলাম না। আর কলেজ যাবো ই বা কি করে কলেজ তো এই আন্দোলনের জন্য বন্ধ আছে। এই রকম কত দিন চলবে। আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি তাদের কাজ নাকি প্রশাসনের? প্রশাসন নিজেদের হাতে নেয়া এটা কোন আইনে আছে। হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আমাদের এই দাবি আমরা প্রধান উপদেষ্টা কে বলব। আর বাকি কাজ উনি করবে। উনি এর কোন প্রতিক্রিয়া না জানালে আমরা পরে আন্দোলনে নামতে পারি। কিন্তু কিছু থেকে কিছু হলেই আন্দোলন করতে হবে,এটা তো ঠিক না। আমরা ছাত্রজনতা আমাদের পছন্দ মতো সরকার ডক্টর ইউনুস স্যার কে সরকার প্রধান করলাম। এখন যা করার উনি আর অন্যান্য উপদেষ্টাগণ করবে। আমাদের যা দাবি আমরা তাদের কে জানাব। কিন্তু বার বার আন্দোলন করে জাতির ভোগান্তি বাড়ানোটা কি অযৌক্তিক না? এবার বৈষম্যবিরোধী ছাত্রজনতা কিন্তু নিজেরাই বৈষম্য করছে। এবার বৈষম্যবিরোধী ছাত্রদের থামা উচিত । বেশি করতে গিয়ে আবার যেন হিতে বিপরীত না হয়ে যায়!!