05/07/2025
🇮🇹জরুরি কিছু লোক লাগবে হোটেলে
১/ইলেকট্রনিক
২/ক্লিনার
৩/কিচেন হেল্পপার
৪/ডাইভার
৫/মল
৬/পার্ক
৭/রেস্টুরেন্ট এর লোক লাগবো
৮/ম্যানেজ পোস্ট
৯/সুপার শপ
১০/পেট্রোল পাম্প
১১/টাইলস মিস্ত্রী
১২/আবাসিক হোটলে লোক লাগবে
ইনবক্সে যোগাযোগ করুন।
👉🇮🇹বিশেষ দ্রষ্টব্য:-এরকম নিয়োগ ফেসবুকে রহরহ প্রকাশিত হচ্ছে। আপনারা কমেন্টে লিখবেন ভিসা করার বা ভিসা এপ্লিকেশন করার যে টাকা লাগে তা থেকে শুরু করে ইতালি পর্যন্ত পৌঁছানো যাবতীয় টাকা ওই দালাল বা ওই এজেন্সিকে দিতে বলবেন। যাওয়ার পর আপনি টাকা দিবেন, দেখবেন আপনাকে ইনবক্স করতে, আপনার সাথে কখনোই ইতালি যাওয়ার জন্য আগ্রহ দেখাবে না বলবে আপনার আসতে হবে না। কারণ আপনাকে দিয়ে সে কোন ধান্দা করতে পারবে না তাই আপনার সাথে এ বিষয়ে কোন কথা বলবে না। যখনই আপনি বলবেন আমি আপনার কথায় রাজি অর্ধেক টাকা দিব অর্ধেক টাকা যাওয়ার পর দিব তাহলে আপনাকে তারা পুশ করতে লাগবে একটা এজেন্সির সাথে কন্ট্রাক করে ওইখানে আপনাকে যেতে বলবে। এভাবে দশটা -বিশটা লোকের সাথে ধান্দা করতে পারলেই অনেক টাকা জমে যায়, এটা হচ্ছে তাদের একটা ব্যবসা। আমার কথাগুলো যদিও অনেক এজেন্সির ভাইদের বা, বিদেশে নেওয়ার নামে ধান্দা করে। তাদের কাছে অবশ্যই আমার কথা গুলো খারাপ লাগবে আসলেই বাস্তবতায় এটাই।
🇮🇹 সচেতন হন,এইসব নিউজপত্র দেখে ফাঁদে পড়েন না অনেক রসালো কথা বলবে advance টাকা জমা দিয়েন না যদি পারেন আমার উপরে কথাগুলো এপ্লাই করেন অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। নয় এসপার নয় ওসপার।
আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই।
#ইতালি #প্রবাসী