Sumon World

Sumon World আমরা সবাই একের অপরকে সাহায্য করব।আল্লাহ আমাদের কে সৎ পথে ধাপিত করুন। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না।"আমিন"।
(4)

05/07/2025

🇮🇹জরুরি কিছু লোক লাগবে হোটেলে
১/ইলেকট্রনিক
২/ক্লিনার
৩/কিচেন হেল্পপার
৪/ডাইভার
৫/মল
৬/পার্ক
৭/রেস্টুরেন্ট এর লোক লাগবো
৮/ম্যানেজ পোস্ট
৯/সুপার শপ
১০/পেট্রোল পাম্প
১১/টাইলস মিস্ত্রী
১২/আবাসিক হোটলে লোক লাগবে
ইনবক্সে যোগাযোগ করুন।

👉🇮🇹বিশেষ দ্রষ্টব্য:-এরকম নিয়োগ ফেসবুকে রহরহ প্রকাশিত হচ্ছে। আপনারা কমেন্টে লিখবেন ভিসা করার বা ভিসা এপ্লিকেশন করার যে টাকা লাগে তা থেকে শুরু করে ইতালি পর্যন্ত পৌঁছানো যাবতীয় টাকা ওই দালাল বা ওই এজেন্সিকে দিতে বলবেন। যাওয়ার পর আপনি টাকা দিবেন, দেখবেন আপনাকে ইনবক্স করতে, আপনার সাথে কখনোই ইতালি যাওয়ার জন্য আগ্রহ দেখাবে না বলবে আপনার আসতে হবে না। কারণ আপনাকে দিয়ে সে কোন ধান্দা করতে পারবে না তাই আপনার সাথে এ বিষয়ে কোন কথা বলবে না। যখনই আপনি বলবেন আমি আপনার কথায় রাজি অর্ধেক টাকা দিব অর্ধেক টাকা যাওয়ার পর দিব তাহলে আপনাকে তারা পুশ করতে লাগবে একটা এজেন্সির সাথে কন্ট্রাক করে ওইখানে আপনাকে যেতে বলবে। এভাবে দশটা -বিশটা লোকের সাথে ধান্দা করতে পারলেই অনেক টাকা জমে যায়, এটা হচ্ছে তাদের একটা ব্যবসা। আমার কথাগুলো যদিও অনেক এজেন্সির ভাইদের বা, বিদেশে নেওয়ার নামে ধান্দা করে। তাদের কাছে অবশ্যই আমার কথা গুলো খারাপ লাগবে আসলেই বাস্তবতায় এটাই।

🇮🇹 সচেতন হন,এইসব নিউজপত্র দেখে ফাঁদে পড়েন না অনেক রসালো কথা বলবে advance টাকা জমা দিয়েন না যদি পারেন আমার উপরে কথাগুলো এপ্লাই করেন অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। নয় এসপার নয় ওসপার।
আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই।

#ইতালি #প্রবাসী

🇮🇹🇮🇹 মুন্সিগঞ্জের রাসেল দেওয়ানের লাশ তার পরিবার গ্রহণ করবে না বলে  কোম্পানি কে লিখিত ভাবে  কাগজ পাঠিয়েছেন।কারণ তার লাশ দ...
04/07/2025

🇮🇹🇮🇹 মুন্সিগঞ্জের রাসেল দেওয়ানের লাশ তার পরিবার গ্রহণ করবে না বলে কোম্পানি কে লিখিত ভাবে কাগজ পাঠিয়েছেন।কারণ
তার লাশ দেশে আনার মত এত টাকা- সাইপ্রাসে পাঠানো পরিবারটির কারো পক্ষে সম্ভব নয় I
আগামীকাল তার লাশ দাফনের প্রস্তুতি নিয়েছেন তার কোম্পানির মালিক ।
আহারে প্রবাস জীবন। 😥😥🙂‍↕️😓

টাকার মেশিনের মেয়াদ শেষ, তাই এখন আর তাকে কারো প্রয়োজন নেই।
মুহূর্তেই প্রিয়জনদের কাছে হয়ে গেছে অচেনা একজন মানুষ,ভালো আর কয়জনে বাসে? সবাই টাকার পাগল।
আল্লাহ তাআলা বাংলাদেশের সকল প্রবাসীদের কে সমস্ত বিপদ-আপদ রৌগ বালাই থেকে হেফাজত রাখুক, আমিন । 🤲🤲
#ইতালি #প্রবাসী

04/07/2025
04/07/2025

সাফল্য পেতে চাও? তাহলে নিচের টিপসগুলো অনুসরণ করো-
১. আগে তোমার জীবন থেকে দুর্বলতা গুলো বাদ দাও।
২. অন্যকে বেশি সময় না দিয়ে নিজেকে সময় দাও।
৩. অন্যের সফলতার গল্প না শুনে ব্যর্থতার গল্প শোন। কারণ ব্যর্থতার গল্প থেকে সফল হওয়ার অনেক অনুপ্রেরণা পাওয়া যায় ।
৪. কোন কাজকে অবহেলা করো না। সময়ের কাজ সময়ে করো ।
৫. পরের উপর নির্ভর করা বাদ দাও, আত্মনির্ভরশীল হও।
৬. নিজের কাজে মন দাও।
৭. সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। তিনি তোমাকে পথ দেখাবেন।
৮. নিজের পরিবারকে ভালোবাসো। কারণ তোমার দুর দিনে তোমার পরিবারই তোমার পাশে রবে ।
৯. বেশী বেশী বই পড়। কারণ বই থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে । যা তোমাকে সফল হতে সাহায্য করবে ।
১০. প্রচুর পরিমানে পরিশ্রম করো । মনে রেখো , পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ।

#ইতালি #প্রবাসী

04/07/2025

🇮🇹 আসসালামু আলাইকুম
একটা পরামর্শ চাচ্ছি আপনাদের কাছে?

ইতালিতে যেতে হলে কি কোন এজেন্ট বা আত্মীয়-স্বজনের মাঝে যেতে হলে ৫ থেকে ৭ লক্ষ টাকা এডভান্স দিতে হয় কি? আপনাদের মাঝে কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আমার একটু জানার প্রয়োজন।

#ইতালি #প্রবাসী #বিএফএস

এই ফ্রিজটি গ্যারান্টি সহকারে বিক্রি করা হবে। ১২সেফটি সিঙ্গার ফ্রিজ অত্যন্ত ভালো। ফ্রিজটি বিক্রি করার উদ্দেশ্য হলো দুই দর...
28/06/2025

এই ফ্রিজটি গ্যারান্টি সহকারে বিক্রি করা হবে। ১২সেফটি সিঙ্গার ফ্রিজ অত্যন্ত ভালো। ফ্রিজটি বিক্রি করার উদ্দেশ্য হলো দুই দরজার বা, দুপাট্টার একটি ফ্রিজ নেওয়া জন্য। নারায়নপুর বাজার, কাপাসিয়া, গাজীপুর। যোগাযোগ নাম্বার :০১৭২৭৯৮৮২৮২। ফ্রিজের বিক্রয় মূল্য আলোচনা সাপেক্ষে।

#বিক্রয় #গাজীপুর

25/06/2025

﷽আসসালামু আলাইকুম﷽
বিশ্বাস করে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 ✅
দেন একটু দেরী হলেও ♥️♥️✅✅
✅✅❇️বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাআল্লাহ 🥰✅✅১৬ ঘন্টা একটিভ থাকি🥰🥰 ফলো দিলেই ফলো ব্যাক পাবেন ☺️😍
বিঃদ্রঃ যাদের আন ফলো করার ইচ্ছা আছে তারা ফলো দিবেন না।

゚viralシfypシ゚viralシalシ

একটু সময় ঘুরলাম।   #গাজীপুর
21/06/2025

একটু সময় ঘুরলাম।

#গাজীপুর

20/06/2025

কাপাসিয়া থানা, গাজীপুর।
#গাজীপুর

20/06/2025

একবার চেষ্টা করে দেখবেন? পরিবারের কাউকে জিজ্ঞেস করুন—আপনার অফিস কোথায়, আপনি কী পদে কাজ করেন, দুই-একজন সহকর্মীর নাম বলতে পারে কিনা, কিংবা আপনার কাজটা আসলে কতটা চাপের—জানার চেষ্টা করে কি কেউ?

অফিসে আপনি সকাল থেকে রাত—টেনশনে, প্রেশারে, মিটিং আর ডেডলাইনে হাবুডুবু খাচ্ছেন।

তার মাঝেই ফাঁকে ফাঁকে বেরিয়ে আসেন টঙ দোকানে, একটা সিগারেটে আগুন ধরিয়ে চোখটা বন্ধ করেন…
আর তখনই মনের পর্দায় ভেসে আসে
মায়ের ডাক্তারের খোঁজ, বাবার জন্য নতুন জুতার চিন্তা, স্ত্রীর বেড়ানোর আবদার, ছোট বোনের টাকার প্রয়োজন, অথচ বেতন তো এখনো ঢোকেনি।

একটা সিগারেট শেষ হয়, আরেকটা জ্বলে, ভাবনার কোনো শেষ নেই।
যাদের জন্য এত ভাবনা, তারা জানেই না আপনি কোথায় আছেন, কী করছেন, কেমন আছেন।
জানার দরকারও মনে করে না।

আপনি প্রতিদিন তাদের জন্য জ্বলছেন...
একটা নিঃশব্দ সিগারেটের মতো।

ধনবাড়ি দূঘটনা দড়ি চন্দ্র বাড়ি খোরশেদ খান সাহেবের মিলের দান বোঝাই ট্রাক ছিল এবং গাড়ির ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়...
20/06/2025

ধনবাড়ি দূঘটনা দড়ি চন্দ্র বাড়ি খোরশেদ খান সাহেবের মিলের দান বোঝাই ট্রাক ছিল এবং গাড়ির ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মাদারগঞ্জের গাড়ি এসে ধাক্কা দেওয়াতে ট্রাকটি উল্টে যায়, বাসটির যাত্রী ৫-৬ জন আহত হন। ধনবাড়ি স্বাস্থ্যসেবা কমপ্লেক্স চিকিৎসা অধীনে আছে। আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুন আমীন।
#ধনবাড়ি #সবাই

20/06/2025

👉এই পোস্ট তাদের জন্য, যারা পাসপোর্টে সিল পড়ার পরও দ্বিধায় ভোগে। যারা ভাবে, “আমি পারবো তো?”
যারা চোখে স্বপ্ন নিয়ে আসে, কিন্তু বাস্তবতা দেখে অনেকসময় হতাশ হয়ে পড়ে।

১. প্রথম কয়েকমাস – আপনি ভাঙবেন। নতুন ভাষা, নতুন পরিবেশ, একা থাকা—সব কিছুই কাঁধে ভর দেয়। রুমে ঢুকে ফোন হাতে নেবেন, আম্মুর নাম্বার দেখে চুপ করে বসে থাকবেন। কিন্তু এটাই শুরু, ভাঙাটাই গড়ার প্রথম ধাপ।

২. কেউ বলবে না, “তুমি পারবা”— তবুও আপনাকেই পারতে হবে। বিদেশে সবাই ব্যস্ত। কেউ এসে বলবে না “চলো, আমরা একসাথে চলি।”
আপনাকে নিজের ছায়া হয়ে নিজের পাশে দাঁড়াতে হবে।

৩. আপনি কাজ শিখবেন, কিন্তু তার চেয়েও বেশি শিখবেন বিনয়। হয়তো আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু এখানে প্রথম কাজ হয়তো বাথরুম পরিষ্কার। কিন্তু বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা আপনাকে অভিজাত করে তুলবে—মনের দিক থেকে।

৪. টাকার হিসাব আপনি ক্যালকুলেটর ছাড়াই মুখস্থ শিখে ফেলবেন। কারণ ১টা ভুল হিসাব মানে একদিন না খেয়ে থাকা। বাংলাদেশে হয়তো মাসে ৫০০ টাকা উড়ালেও মনে হতো না, এখানে ৫ ডলার হিসাব করেও দম বন্ধ লাগে।

৫. আপনি বুঝবেন— “ঘুম” আর “আলসেমি” আসলে বিলাসিতা। প্রথম কয়েকমাস এমন হবে— ঘুমিয়েছেন ৩ ঘণ্টা,
দুইটা কাজ করছেন, তারপরও মনে হবে, "আরেকটু চালাতে হবে নিজেকে।"

৬. আপনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ হবেন ছোট ছোট জিনিসের জন্য। এক কাপ হালকা গরম চা, একটা কল আসা দেশে থাকা কারো কাছ থেকে, রুমে কারো একটা হাসিমাখা কথা—
সবকিছু হিরার মতো দামী লাগবে।

৭. আপনি বদলাবেন, কিন্তু আপনার ভেতরের আগুনটা আরও জ্বলবে। কেউ হয়তো বলবে, "তুই অনেক চেঞ্জড!"
আপনি হাসবেন। কারণ আপনি জানেন, আপনার ভেতরের যুদ্ধগুলো কেউ জানে না।

এই প্রথম বছরটাই আসল। এই এক বছর যদি কাটিয়ে দিতে পারেন— আপনি শুধু প্রবাসী না, আপনি একজন বেঁচে থাকা যু*দ্ধা।

#বাস্তবতা #বিশ্ব #

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share