Sumon World

Sumon World আমরা সবাই একের অপরকে সাহায্য করব।আল্লাহ আমাদের কে সৎ পথে ধাপিত করুন। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না।"আমিন"।
(4)

গাজীপুরের টঙ্গীতে খোলা নালায় পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে তিন দিন পর। আজ মঙ্গল...
29/07/2025

গাজীপুরের টঙ্গীতে খোলা নালায় পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে তিন দিন পর। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা।

চুয়াডাঙ্গার বাসিন্দা ফারিয়া তাসনিম একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালে কর্মরত ছিলেন। গত রোববার রাতে হাসপাতালের সামনের মহাসড়কের পাশে হাঁটার সময় তিনি অসাবধানতাবশত খোলা নালায় পড়ে যান। দীর্ঘ সময় ধরে কোনো ঢাকনা বা সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলছিল। অবশেষে আজ সকালে বিলের মধ্যে তাঁর মরদেহ পাওয়া যায়, যেখানে ড্রেনের পানি গিয়ে পড়ে।

নিহতের পরিবার ও স্থানীয়রা গাজীপুর সিটি করপোরেশন ও বিআরটি প্রকল্প কর্তৃপক্ষের অবহেলাকে দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। তাঁরা বলেন, এত জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে খোলা ড্রেন রেখে মানুষের জীবন নিয়ে অবহেলা করা হয়েছে।

নিহত নারীর ভাই মো. শোভন জানান, ঘটনার পর বোনের ফোন বন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে ঘটনার স্থলে তাঁর ব্যবহৃত জুতা খুঁজে পান, তখনই তাঁরা নিশ্চিত হন ফারিয়া নিখোঁজ।

টঙ্গী পশ্চিম থানার ওসি জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

#টঙ্গী #ফারিয়াতাসনিম #নালায়_পড়া #গাজীপুর #দায়িত্বহীনতা #সিটি_করপোরেশন #নারীর_মৃত্যু ্রকল্প #নিহত_নারী #সড়কনিরাপত্তা #দুর্ঘটনা #ড্রেন_দুর্নীতি

গতকাল থে‌কে ফেসবু‌কে দেখ‌ছি বাংলা‌দে‌শের সব‌চে‌য়ে সুদর্শন পুরুষ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন এডলফ খান আমাদের রুচিতে পচন ধরছে । এ‌...
29/07/2025

গতকাল থে‌কে ফেসবু‌কে দেখ‌ছি বাংলা‌দে‌শের সব‌চে‌য়ে সুদর্শন পুরুষ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন এডলফ খান আমাদের রুচিতে পচন ধরছে । এ‌দে‌শে‌ যে সুদর্শন পুরুষ নির্বা‌চিত করা হয় সেটা জানতাম না। যাইহোক, আমার চো‌খে সুদর্শন পুরুষ মিজানুর রহমান আজহারী। এটা আমার ব্যক্তিগত পছ‌ন্দ জানান দিলাম।

“তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন সুদর্শন পুরুষের গুণাবলীগুলো হলো:
সততা ও বিশ্বস্ততা:
সত্যবাদী হওয়া এবং মানুষের বিশ্বাস অর্জন করা।
ন্যায়পরায়ণতা:
ন্যায় ও ইনসাফের পথে চলা এবং সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
বিনয়ী ও নম্র হওয়া:
অহংকার পরিহার করে বিনয়ী ও নম্র হওয়া।
সহানুভূতিশীল ও দয়ালু হওয়া:
অন্যের দুঃখ-কষ্টে সহানুভূতি দেখানো এবং তাদের প্রতি দয়ালু হওয়া।
দায়িত্বশীল হওয়া:
নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং তা পালন করা।
জ্ঞান ও প্রজ্ঞা:
জ্ঞান অর্জন করা এবং প্রজ্ঞা দিয়ে জীবনযাপন করা।
ধৈর্যশীল ও সহনশীল হওয়া:
যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং অন্যের ভুলত্রুটি ক্ষমা করা।
ইসলামের অনুসারী হওয়া:
আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।
খারাপ কাজ পরিহার করা:
মিথ্যা বলা, গিবত করা, এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে চলা।
সদালাপী হওয়া:
ভালো কথা বলা এবং অন্যের সাথে হাসিমুখে কথা বলা।
এই গুণাবলীগুলো একজন পুরুষকে শুধু বাহ্যিকভাবে সুদর্শন করে না, বরং তার ভেতরের সৌন্দর্যকেও ফুটিয়ে তোলে। (সংগৃহীত )

29/07/2025

🎤 বাংলাদেশে কোন খাতে বা কোন সেক্টরে ঘুষ আদান প্রদান বেশি করে। ঘুষ ব্যতীত কোন কাজ হয় না। এরকম কয়েকটি প্রতিষ্ঠানের নাম লেখতে পারবেন। ভয় পাবেন না?
🔊 বর্তমান পর্যায়ে কোন কোন প্রতিষ্ঠানে ঘুষ ব্যতীত কাজ হচ্ছে। এরকম প্রতিষ্ঠান আমরা দেখতে চাই।
📢 ঘুষ দিয়ে কাজ করা হচ্ছে এরকম প্রতিষ্ঠান আমরা দেখতে চাই।
🔊 সবাই জেগে উঠুন-

#বাংলাদেশ

29/07/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তিঃ- 📢
🏢 ছোয়া এগ্রো প্রোডাক্টস লিঃ(ছোয়া গ্রুপ)
🌐 ঠিকানা:- দস্যু নারায়নপুর,কাপাসিয়া, গাজীপুর।
🥈পদের নাম: সিনিয়র মেকানিক = ০2 জন
🎓 শিক্ষাগত যোগ্যতা : ৮ম/এসএসসি/মেকানিক্যাল ডিপ্লোমা
অভিজ্ঞতা: ৫/৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে(ওভারটাইম আছে)
🥈 পদের নাম: এ্যাসিট্যান্ট মেকানিক = ০2 জন
অভিজ্ঞতা: ১/২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে(ওভারটাইম আছে )
🥈 পদের নাম:এক্সট্রুডার অপারেটর
অভিজ্ঞতা: ২/৩ বছর ফিড মেল এর কাজের অভিজ্ঞতা লাগবে ।
বেতন: আলোচনা সাপেক্ষে(ওভারটাইম আছে)
💰 সুবিধাসমূহঃ-
১. প্রতি বছর বেতন বৃদ্ধি করা হয়।
২. দুই ঈদে বোনাস দেওয়া হয়।
৩. পদোন্নতির সুযোগ আছে।
৪. প্রোভিডেন্ট ফান্ড আছে।
৫. প্রতি বছর লভ্যাংশ দেওয়া হয়।
৬. ছুটি অবশিষ্ট থাকলে অজির্ত ছুটির টাকা প্রদান করা হয়।
৭. প্রতি বছর পিকনিক ব্যবস্থা আছে।
🔎 যারা চাকরি করতে আগ্রহী আছেন এবং এই কাজে অভিজ্ঞ আছেন। তারাই সিভি ড্রপ করবেন। অন্যান্য কাজে অভিজ্ঞ আছেন অথবা নতুন, তারা দয়া করে সিভি ড্রপ করবেন না। অযথা সময় নষ্ট করবেন না।
🔒 আবেদনের মেয়াদ: ৩০/০৮/২০২৫
📧 আবেদন করুন নিচের মেইলে:-
[email protected]
☎️ যোগাযোগ নাম্বার : ০১৭৭৫৩৯৪৯৬৬
এইচআর বিভাগ

recruitment

ভারতের আসাম রাজ্যে সাপের কামড়ে মারা যাওয়া এক শিশুর মরদেহ কলাগাছের ভেলায় করে বাংলাদেশে ভেসে এসেছে। কুড়িগ্রামের দুধকুমার ন...
28/07/2025

ভারতের আসাম রাজ্যে সাপের কামড়ে মারা যাওয়া এক শিশুর মরদেহ কলাগাছের ভেলায় করে বাংলাদেশে ভেসে এসেছে। কুড়িগ্রামের দুধকুমার নদে গত রোববার (২৭ জুলাই) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। শিশুটির নাম সুমীত দাস, বয়স আনুমানিক ৬ বছর।

স্থানীয় যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাটে সকাল সাড়ে ৯টার দিকে চাটাইয়ে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। লাশটির সঙ্গে ছিল একটি চিরকুট, যেখানে শিশুটির নাম, ঠিকানা এবং একটি ভারতীয় মোবাইল নম্বর লেখা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর। স্থানীয় কলেজছাত্র ফারুক খান ওই নম্বরে যোগাযোগ করলে অনকু দাস নামে এক ব্যক্তি জানান, সুমীত তার ভাগ্নে এবং গত ১০ জুলাই সাপের কামড়ে মারা যায়।

ভারতের আসামের ডেকাবঘাট লালবাড়ি এলাকার এই শিশুকে মৃত্যুর পর পরিবারের লোকজন “নতুন করে জীবন ফিরে পেতে পারে”—এই বিশ্বাস থেকে নদীতে ভাসিয়ে দেন।

তবে স্থানীয়দের মানবিক উদ্বেগ সত্ত্বেও, ভারতের ধর্মীয় রীতিকে সম্মান জানিয়ে এলাকাবাসী মরদেহটি আবার নদীতে ভাসিয়ে দেন।

#ভারত_বাংলাদেশ_সীমান্ত #সুমীত_দাস #দুধকুমার_নদী #সাপের_কামড়ে_মৃত্যু #কুড়িগ্রাম #নদীতে_ভাসানো #সীমান্তীয়_মানবিকতা

25/07/2025

ওবায়দুল্লাহ কাদের এর মোবাইল আলাপ শুনুন।
#আওমীলীগ #বিএনপি #জামাত

মজার মানুষটি আর আজ পৃথিবীতে নেই। পৃথিবীতে এত কিছু অহংকার, কূটনীতি, দুর্নীতি, অর্থনীতি, রাজনীতি, বেইমানি,চালাকি বাটপারি, ...
24/07/2025

মজার মানুষটি আর আজ পৃথিবীতে নেই।
পৃথিবীতে এত কিছু অহংকার, কূটনীতি, দুর্নীতি, অর্থনীতি, রাজনীতি, বেইমানি,চালাকি বাটপারি, কুকর্ম ও বিভিন্ন ধরনের অসাধু করে কি লাভ? আপনারা এর থেকে শিক্ষা নেন একটা মানুষ কিনা করছে সবকিছুতেই সে একের ভিতর ১০০% ছিল আজ দুনিয়াতে নেই। সবাইকে এভাবে বিদায় গ্রহণ করিতে হবে অতএব সৎ পথে আমরা চলি।

সামাজিক মাধ্যমে পরিচিত ও আলোচিত ব্যক্তি সেফুদা (সেফাত উল্লাহ সেফুদা) আর নেই।

বৃহস্পতিবার (২৪ জুলাই) অস্ট্রিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে লাইভের পরপরই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন, যা তিনি লাইভে বারবার উল্লেখও করেছিলেন।

তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত আর ফিরলেন না। মাত্র ২ দিন পর সকলকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার আলোচিত এই মুখটি।

সেফুদা নানা বিতর্ক ও ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক নানা ইস্যুতে সরব হয়ে আবারও আলোচনায় আসেন।

#সেফুদা #মৃ'ত্যুসংবাদ #স্মরণ #বাংলাদেশ #মাইলস্টোন #উত্তরা

23/07/2025

👉👉আমি খাদ্য দ্রব্য উৎপাদন মুখী কোম্পানি করতে চাই।এতে কী কী লাইসেন্স লাগবে?👉👉

খাদ্য দ্রব্য উৎপাদন মুখী কোম্পানি করতে চাইলে আপনাকে বিভিন্ন ধরনের লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের ধরন আপনার কোম্পানির আকার, উৎপাদিত পণ্যের ধরন এবং উৎপাদন স্থানের অবস্থানের উপর নির্ভর করবে।

👉👉সাধারণত প্রয়োজনীয় লাইসেন্সগুলোর মধ্যে রয়েছে:👉👉

* ট্রেড লাইসেন্স: ব্যবসা শুরু করার জন্য প্রথমেই এই লাইসেন্সটি নিতে হয়।

* খাদ্য ব্যবসায়ী লাইসেন্স: খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের জন্য এই লাইসেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) থেকে এই লাইসেন্সটি নিতে হয়।

* কারখানা লাইসেন্স: উৎপাদন কারখানা স্থাপনের জন্য এই লাইসেন্সটি প্রয়োজন।

* পরিবেশ লাইসেন্স: পরিবেশ দূষণ রোধে এই লাইসেন্সটি নিতে হয়।

* বিএসটিআই সনদ: পণ্যের মান নিশ্চিত করার জন্য বিএসটিআই থেকে সনদ নিতে হয়।

* হালাল সনদ: যদি হালাল পণ্য উৎপাদন করেন, তাহলে হালাল সনদ নিতে হবে।

এছাড়াও, আপনার প্রয়োজন হতে পারে:

* ভ্যাট রেজিস্ট্রেশন: যদি আপনার বিক্রয়ের পরিমাণ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে।

* অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি: যেমন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ইত্যাদি।

লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হতে পারে:

* আবেদনপত্র

* কোম্পানির রেজিস্ট্রেশন সনদ

* ভাড়া চুক্তি বা মালিকানা প্রমাণ

* কারখানার নকশা

* উৎপাদন পদ্ধতির বিবরণ

* পণ্যের নমুনা

মনে রাখবেন: লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র বিভিন্ন সময়ে পরিবর্তিত হতে পারে। তাই, সর্বশেষ তথ্যের জন্য আপনাকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করতে হবে।

কোথায় যোগাযোগ করবেন:

* বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA): খাদ্য ব্যবসায়ী লাইসেন্সের জন্য

* বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI): পণ্যের মান সনদ নেওয়ার জন্য

* জেলা প্রশাসন: ট্রেড লাইসেন্স এবং অন্যান্য স্থানীয় অনুমতির জন্য

* পরিবেশ অধিদপ্তর: পরিবেশ লাইসেন্সের জন্য

মনে রাখবেন: খাদ্য দ্রব্য উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে লাইসেন্স নিয়ে এবং সকল আইন-কানুন মেনে চলে আপনার ব্যবসা সফল করতে পারবেন।

Disclaimer: এই তথ্যটি শুধুমাত্র সাধারণ ধারণার জন্য। সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন।

একটি বড় সংস্থার কাছ থেকে তাদের পণ্যগুলির একটি উৎপাদন করার জন্য আমি কীভাবে লাইসেন্স পাব?
খাবার কোম্পানি খুলতে কী কী লাইসেন্স প্রয়োজন হয়?
আমি যদি কোনো কোম্পানি/প্রতিষ্ঠানের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্যের উৎপাদন প্রক্রিয়া ও বাজারজাতকরণ পর্যন্ত সব কিছুই জানতে চাই, তবে কিভাবে জানতে পারবো?
বাংলাদেশ একটি ডিটারজেন্ট কোম্পানি খুলতে চাই। এমন একটি কোম্পানি খুলতে কী কী করতে হবে এবং কেমন টাকা লাগবে সর্বনিম্ন?
গুগলে আমি কিভাবে চাকরি করতে পারি?
খাবার কোম্পানি খুলতে কী কী লাইসেন্স প্রয়োজন হয়?
খাবার কোম্পানি খুলতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি এলাকা এবং দেশের স্থানীয় বিধানগুলি উল্লেখ করে তৈরি হতে পারে। নিম্নলিখিত কিছু প্রধান লাইসেন্স এবং অনুমতিগুলি থাকতে পারে:

1. ট্রেড লাইসেন্স: খাবার ব্যবসায়ের জন্য আপনার স্থানীয় সরকার থেকে ট্রেড লাইসেন্স প্রাপ্ত করতে হবে। এটি ব্যবসায়িক পরিচালনা ও কাস্টমারদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থন করে।

2. খাদ্য নির্বাচন ও নিয়ন্ত্রণ আইনের অনুসারে লাইসেন্স: বিভিন্ন দেশে খাদ্য নির্বাচন ও নিয়ন্ত্রণ কমিশন বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে এই লাইসেন্স প্রদান করা হয় যা খাবার উৎপাদন, প্যাকেজিং, শিপিং, সংরক্ষণ ও বিতরণের জন্য প্রয়োজনীয়। এই লাইসেন্স সাধারণত পরিষেবার ম

খাদ্য উৎপাদনশীল কোম্পানির নামের তালিকা হবে?
এখানে খাদ্য উৎপাদনকারী সংস্থাগুলির কয়েকটি নাম আছে ,,,,

নেসলে

পেপসিকো

কোকা কোলা

জেবিএস

আর্চার ড্যানিয়েলস মিডল্যান্ড

কারগিল

টাইসন

22/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনা।

22/07/2025

মাইলস্টোন কলেজ ও স্কুলের একজন ছাত্রের বক্তব্য শুনুন।
#মাইলস্টোন #উত্তরা #বাংলাদেশ

22/07/2025

মাইলস্টোন স্কুল ও কলেজ কি ঘটছে তা জানুন।
#মাইলস্টোন #উত্তরা #বাংলাদেশ

তৌকির আর নেই…😹🙈আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম সাগরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তার প্রথম সলো ফ্লাইট ট্...
21/07/2025

তৌকির আর নেই…😹🙈

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম সাগরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তার প্রথম সলো ফ্লাইট ট্রেনিং। সলো ফ্লাইট মানেই একজন পাইলটের সবচেয়ে চূড়ান্ত দক্ষতার পরীক্ষা। এই পর্যায়ে তাকে একাই ফাইটার জেট উড়াতে হয়—কোনো কো-পাইলট, নেভিগেটর বা ইন্সট্রাক্টর ছাড়াই। তৌকিরও তেমনই একজন হাইলি কোয়ালিফাইড ও সাহসী পাইলট ছিলেন। আজ তিনি চীনা তৈরি Chengdu F‑7BGI বিমান নিয়ে কুর্মিটোলা এয়ারফোর্স বেস থেকে আকাশে উড়াল দেন।

কিন্তু কিছুক্ষণ পরেই তার বিমানটি কারিগরি সমস্যায় পড়ে। তিনি কন্ট্রোল রুমে জানিয়ে দেন যে, বিমান স্বাভাবিকভাবে ভাসছে না, নিচের দিকে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়। তবে রিপোর্ট অনুযায়ী, বিমানটি যথেষ্ট উচ্চতায় ছিল না, তাই ইজেক্ট করাও সম্ভব হয়নি। এর মধ্যেই তৌকির বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর ঠিক তার ১–২ মিনিট পরই উত্তরা ডায়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে Hyder-Ali বিল্ডিংয়ের উপর বিধ্বস্ত হয় বিমানটি।

এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত জানা গেছে—তৌকিরসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। পাইলট তৌকির প্রথমে জীবিত অবস্থায় উদ্ধার হন এবং হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়, তবে পরে তিনি মৃত্যুবরণ করেন।

এই ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়—একজন সাহসী সৈনিকের আত্মত্যাগ, যার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা ছিল সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর। আজ শুধু বাংলাদেশ বিমানবাহিনী নয়, পুরো জাতি হারাল এক অমূল্য সূর্যসন্তানকে।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share