20/01/2025
✓NID এর ব্যবহারে বৈচিত্র আনা যায় না?
আমাদের প্রায় সকলের ডিজিটাল NID অর্থাৎ জাতীয় পরিচয় পত্র রয়েছে। এটার কাজ কি? এই একটা জিনিস দিয়েই তো অনেক কাজের সমাধান করা সম্ভব। একটা শিশু যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করবে অর্থাৎ স্কুলে যাবার বয়স হবে তখনই তার জন্য NID করা বাধ্যতামূলক করতে হবে। এই NID তে শুরুতেই পিতা-মাতা জন্মস্থান বর্তমান ঠিকানা ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি সংরক্ষিত হয়। কোন শিশুর যদি পাঁচ বছর বয়সে NID কার্ড করে দেয়া হয় তখন সেই কার্ড দিয়ে ১৩ বছর পরে স্বয়ংক্রিয়ভাবে ভোটার হয়ে যায়। এটি তো বললাম একটি কাজ কমিয়ে ফেলতে অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করার ঝামেলা থেকে বাঁচাতে। একটা NID তে আরও data কিভাবে কিভাবে পর্যায়ক্রমে যুক্ত হতে পারে তার কয়েকটা উদাহরণ দিচ্ছি:
১. পাসপোর্ট এর তথ্য NID এর database এ যুক্ত করতে হবে।
২. প্রতিটি মানুষ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর থেকেই সেই তথ্য NID এর database এ যুক্ত হয়ে যাবে।
৩. কখনো কোন মামলার আসামি হয়েছে কিনা এবং কি কারনে মামলার আসামি হয়েছে আর বিচারের শাস্তি হয়েছে কিনা সেই তথ্যও NID এর database এ যুক্ত করতে হবে।
৪. কোন ব্যাংক একাউন্ট করলে সেই একাউন্টের তথ্য NID এর database এ যুক্ত করতে হবে। এই কাজে ব্যাংক উদ্যোগ গ্রহণ করবে। এমনটা হলে একটা মানুষের কতগুলো একাউন্ট রয়েছে সেই তথ্য থেকে যাবে। আমরা এখন অপরাধীদের অ্যাকাউন্ট খুঁজে বের করতে হয় অবৈজ্ঞানিক পন্থায়।
৫. প্রত্যেকের TIN নম্বরও NID এর database এ থাকবে।
৬. পড়ালেখা কোন কোন প্রতিষ্ঠানে করেছে সেটাও NID এর database এ যুক্ত করতে হবে।
৭. বিবাহের রেজিস্ট্রি NID এর database এর যুক্ত করতে হবে। তাহলে কোন মানুষ বিবাহ গোপন করে বহুবিবাহ করতে পারবে না। NID এর database এ তার কতজন সন্তান হয়েছে সেটার হিসেবেও NID এর database এ যুক্ত করতে হবে। বাবা মা স্ত্রী স্বামী ছেলে মেয়ের মৃত্যু হলে সবচেয়ে নিকটবর্তী যৌক্তিক ব্যক্তির NID তে সেই তথ্য বাধ্যতামূলকভাবে আপডেট করিয়ে নিতে হবে। এতে করে আদমশুমারি করবার প্রয়োজন আর কখনোই পড়বে না। শুধু NID এর database এর শরণাপন্ন হলেই চলবে।
আমি স্বল্পবুদ্ধির একজন মানুষ হয়ে মাত্র কয়েকটা উদাহরণ উপস্থাপন করলাম। বিজ্ঞজনেরা কিভাবে এই NID এর জন্য database করা নিয়ে সেটা নিয়ে চিন্তাভাবনা করে দেখতে পারেন। একটিমাত্র NID দিয়ে অনেক অনেক কাজ করার মাধ্যমে বিশাল অংকের খরচ কমিয়ে ফেলা সম্ভব।
পুনশ্চ: NID কার্ডে কোনো ছবি যুক্ত করা যাবে না। কেননা বয়স বাড়ার সাথে সাথে চেহারার পরিবর্তন ঘটতে থাকে। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট থাকে সেহেতু চেহারা চেনার জন্য বাড়তি একটি ছবি যুক্ত করে অহেতুক ঝামেলা বাড়ানোর কোন দরকার পড়ে না।
©আলম - ২০ জানুয়ারি ২০২৫ইং, বেলা ১২টা ১মি.