16/08/2025
উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় অনলাইন প্লাটফর্ম উদ্যান টেলিভিশনের ২২৯তম পর্বে সবাইকে স্বাগতম
ক্যারোলিন স্ট্রান্সকি একজন দক্ষ কবি এবং লেখিকা, যার প্রথম বই, মি অ্যান্ড ব্লু (২০২২), এল.এ. টাইমস এবং ইউএসএ টুডে থেকে "বেস্ট রিড" স্বীকৃতি পেয়েছে। তিনি ফেসবুক রাইটিং কমিউনিটি ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য হার্ট পোয়েট্রির পিছনে স্বপ্নদ্রষ্টা, এবং এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সদস্য সংখ্যা ৬,০০০ এরও বেশি। একজন শিক্ষিকা হিসেবে দীর্ঘ এবং পরিপূর্ণ ৩০ বছরের কর্মজীবনের পর, তিনি ২০২৪ সালে নিজের থ্রিফ্ট স্টোর খোলেন। এই পরিবর্তন তাকে তার আসল আবেগ: লেখালেখিতে মনোনিবেশ করার সুযোগ করে দিয়েছে। তিনি বর্তমানে তার দ্বিতীয় কাব্য সংকলন, মি অ্যান্ড রেড প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন এবং তার প্রথম উপন্যাস, আ মার্ডার মিস্ট্রি নিয়ে কঠোর পরিশ্রম করছেন।
তাঁর লেখক জীবনের গল্প আমরা শুনবো ১৭ আগস্ট, রোববার, বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা এবং আমেরিকার সময় সকাল সাড়ে নয়টা।
বন্ধুরা চোখ রাখুন জমজমাট এই লেখক আড্ডায়।
Welcome to the 229th episode of Uddan Television, an online platform planned by Uddan Little Magazine
Carolyn Stransky is an accomplished poet and writer, whose first book, Me and Blue (2022), received "Best Read" recognition from the L.A. Times and USA Today. She is the visionary behind the Facebook writing community Language from the Heart Poetry, and the international platform has over 6,000 members. After a long and fulfilling 30-year career as a teacher, she opened her own thrift store in 2024. This change has allowed her to focus on her true passion: writing. She is currently preparing to publish her second Poetry collection, Me and Red, and is hard at work on her first novel, A Murder Mystery.
We will hear the story of her writing life on Sunday, August 17, at 9:30 PM Bangladesh time and 9:30 AM USA time.
Friends, keep your eyes peeled for this lively writer's chat.