Opshori Tanha

Opshori Tanha M¥ Life❤️ M¥ Rules📜
M¥ Style🦹‍♀️ M¥ Attitude🧐
You Love M£🥰
OR You Hate M£😡
I Don't Care🤓
(4)

রাতের আঁধারে নি'ষিদ্ধ ছাত্র লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
05/01/2025

রাতের আঁধারে নি'ষিদ্ধ ছাত্র লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

বিয়ের ছবি শেয়ার করে তাহসান লিখলেন,কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতেআমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?যার ছন্দের ম...
04/01/2025

বিয়ের ছবি শেয়ার করে তাহসান লিখলেন,
কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

❤️

দীপিকার মেয়েকে নিয়ে দীপিকা!
03/01/2025

দীপিকার মেয়েকে নিয়ে দীপিকা!

ইধিকা পাল ও রাণী মুখার্জীর মাঝে কি কি মিল আছে বলে, আপনার মনে হয়? #ইধিকা_পাল #রাণী_মুখার্জি
03/01/2025

ইধিকা পাল ও রাণী মুখার্জীর মাঝে কি কি মিল আছে বলে, আপনার মনে হয়?

#ইধিকা_পাল
#রাণী_মুখার্জি

সবাই কে একসাথে খুবই সুন্দর লাগছে,,,,,,!
18/12/2024

সবাই কে একসাথে খুবই সুন্দর লাগছে,,,,,,!

ছাত্রশিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে পূজা চেরির পোস্টতালিকাটি প্রসঙ্গে পূজা চেরী তাঁর ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকা...
11/12/2024

ছাত্রশিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে পূজা চেরির পোস্ট

তালিকাটি প্রসঙ্গে পূজা চেরী তাঁর ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি...
সবশেষে এই নায়িকা উল্লেখ করে বলেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।’

゚ ゚viral

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচা...
27/11/2024

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় একজন আইনজীবী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। আইনজীবী হত্যার প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা।

এদিকে আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তাঁর অনুসারীরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। আদালতের আদেশের আড়াই ঘণ্টা পর বেলা তিনটার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে তিনি। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।।

*চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।*

*সংঘর্ষের সূত্রপাত*

সরেজমিনে দেখা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে কড়া পুলিশি পাহারায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। কিন্তু এর আগেই তাঁর ভক্তরা প্রিজন ভ্যানের আশপাশে অবস্থান নেন। অনেকে মাটিতে শুয়ে পড়েন। পুলিশ বারবার সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও অবস্থানকারীরা তা শোনেননি। তাঁরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। তখন পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী চেষ্টা করেও প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করে কারাগারে নিতে পারেনি। পরে বেলা পৌনে তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরে চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে তাঁর অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ওই সময় মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি ও আইনজীবীর কক্ষের আয়না ভাঙচুর করা হয়।

*প্রতিবাদ বিক্ষোভ*

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে গতকাল বিকেল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করতে থাকেন আইনজীবীরা। তাঁরা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে, মূল ফটক জহুর হকার্স মার্কেট, বাংলাদেশ ব্যাংক ও জেলা পরিষদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। সড়কে আগুন জ্বালিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তাঁরা। জেলা পরিষদের সামনে সাঁজোয়া যানসহ বিজিবির সদস্যদের সতর্ক পাহারায় দেখা গেছে। রাত আটটার দিকে আইনজীবীদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অপর দিকে আইনজীবী হত্যার প্রতিবাদে নগরের নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তাঁরা চট্টগ্রাম নিউমার্কেট চত্বরে অবস্থান নেন। আধা ঘণ্টা পর তাঁরা সরে যান।

ঢাকার আদালত প্রাঙ্গণেও আইনজীবীরা প্রতিবাদ বিক্ষোভ করেন। রাজধানীর বিজয়নগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ হয়।

সংগৃহীত ©

゚viral ゚

রিসেন্ট ক্লিকে শুভশ্রী গাঙ্গুলী,,,,,,!❤️😘
19/11/2024

রিসেন্ট ক্লিকে শুভশ্রী গাঙ্গুলী,,,,,,!❤️😘

আবারও প্রেমে পড়েছেন নায়িকা পরীমণি💃💃💃আবারও প্রেমে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযো...
18/11/2024

আবারও প্রেমে পড়েছেন নায়িকা পরীমণি💃💃💃

আবারও প্রেমে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি।

যেখানে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।

যদিও চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন, তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই।

সেই ঘোষণার পর আবারও নতুন করে প্রেমে পড়ার কথা জানান দিলেন অভিনেত্রী। তার সেই ভিডিওতে শুভাকাঙ্খী-সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

কেউ লিখেছেন, ‘পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে।’ কারো মন্তব্য, ‘এইবার আর ভুল করো না। আশা করছি সঠিক মানুষকে বেছে নিয়েছেন।’

যদিও সেই মন্তব্যের জবাবে পরীমণিকে এখনও কিছুই বলতে দেখা যায়নি। তিনি আপাতত সন্তান ও নতুন সম্পর্ক নিয়েই বেশ সুখে আছেন।

প্রসঙ্গত, ভালোবেসে বছরখানেক আগে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। তবে বছর গড়াতেই ভেঙে যায় দু’জনের সংসার। এরপরে দুই সন্তান নিয়ে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই বাস করছেন অভিনেত্রী।

সংগৃহীত ©

゚ ゚viral fans

মা হারা সন্তানদের অনেক কষ্টে লালন পালন করে বড় করেছেন বাবা। বৃদ্ধ হয়ার পর সেই সন্তানেরাই বাবার খোঁজ নেন না কেউই। বৃদ্ধ বা...
17/11/2024

মা হারা সন্তানদের অনেক কষ্টে লালন পালন করে বড় করেছেন বাবা। বৃদ্ধ হয়ার পর সেই সন্তানেরাই বাবার খোঁজ নেন না কেউই। বৃদ্ধ বাবা নিজে রোজগার করে নিজেই রান্না করে খান।
ভবিষ্যৎ এ অসুস্থ হলে কে রান্না করে খাওয়াবে কে দেখাশোনা করবে? এই চিন্তা করে হাত পা থাকতেই পৃথিবীর মায়া ত্যা**গ করেন এই বৃদ্ধ 😭😭

আহ সন্তান বাবার মূল্য বুঝলো না!😡😡

মুখ ও মাথা ভর্তি সাদা, কালো চুল ও দাঁড়ি ছবি শেয়ার করে মিশা সওদাগর ক্যাপশনে লিখলেন,বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু বড় হচ্ছি ক...
16/11/2024

মুখ ও মাথা ভর্তি সাদা, কালো চুল ও দাঁড়ি
ছবি শেয়ার করে মিশা সওদাগর ক্যাপশনে লিখলেন,
বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু বড় হচ্ছি কি!

আর যাই হোক তাই বলে নিজের মা কে কেউ হ #ত্যা করতে পারে?এটা কোন ভাবেই আমি বিশ্বাস করতে পারছিলাম না।সাদ নয়, তার মাকে হত্যা ক...
15/11/2024

আর যাই হোক তাই বলে নিজের মা কে কেউ হ #ত্যা করতে পারে?
এটা কোন ভাবেই আমি বিশ্বাস করতে পারছিলাম না।

সাদ নয়, তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিলেন ভাড়াটিয়া
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। পুলিশ বলছে, নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে দুপচাঁচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, চার মাস আগে উম্মে সালমার (৫০) বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন উম্মে সালমা। ভাড়ার পাওনা টাকাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে দুই সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা।

এর আগে, রোববার (১০ নভেম্বর) দুপচাঁচিয়ায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ‘আজিজয়া মঞ্জিল’ বাড়িতে খুন হন উম্মে সালমা। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেফতার করা হয়। সেসময় র‌্যাব জানিয়েছিল, হাতখরচের টাকার জন্য মাকে হত্যা করেছিলেন সাদ। পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেন।

#দুপচাচিয়া ゚ ゚viral #বগুড়া

15/11/2024

বগুড়ায় দুপচাঁচিয়া 'মা' হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনায় নতুন মোড়....।

゚viral ゚ #দুপচাচিয়া

তৌহিদ আফ্রিদির বিয়ের একাধিক ছবি-ভিডিও প্রকাশ্যেগোপনে বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।...
14/11/2024

তৌহিদ আফ্রিদির বিয়ের একাধিক ছবি-ভিডিও প্রকাশ্যে

গোপনে বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি।

তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি। দু’জনের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল।

চুপিসারে বিয়ে করলেও মঙ্গলবার (১২ নভেম্বর) রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি।

বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকেই তৌহিদ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ফোনকল বা মেসেজের রিপ্লাই দেননি তিনি।

এ বিষয়ে ঢাকা পোস্টকে আফ্রিদির ঘনিষ্ঠমহলের কয়েকজন জানিয়েছেন, আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে, এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি। যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে। যেখানে আত্মীয়স্বজন বাদে কাউকে রাখা হয়নি।

এদিকে ঢাকা পোস্টের কাছেও আফ্রিদির বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও এসেছে। যেখানে একটি ভিডিওতে দেখা গেছে, হাতে মেহেদি দিয়ে আফ্রিদির নাম লিখেছেন তার স্ত্রী রাইসা। অপর একটি ভিডিওতে দেখা গেছে, কবুল বলার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি।

এছাড়াও পারিবারিক আয়োজনে বিয়েতে আফ্রিদি-রাইসাকে একাধিক ফ্রেমে দেখা মিলেছে। যেখানে শুধু দুজনের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তৌহিদ আফ্রিদি। এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ী থানায়।

যেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি নাসির উদ্দিন সাথী।

এই ঘটনার পর থেকেই একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি। গত দুই মাসেও কোনো সাড়া শব্দ শোনা যায়নি তার। এরই মধ্যে মঙ্গলবার রাতে প্রকাশ্যে এলো তার বিয়ের খবর।

সংগৃহীত ©

゚ ゚viral fans

আজ পারসা ইভানা ও তাঁর জমজ ভাই তানভীর ইভোর জন্মদিন। এই জমজ ভাইবোনদের উইশ করতে ভুলবেন না।
13/11/2024

আজ পারসা ইভানা ও তাঁর জমজ ভাই তানভীর ইভোর জন্মদিন। এই জমজ ভাইবোনদের উইশ করতে ভুলবেন না।

১ প্লেট ভাত = তোফাজ্জলের জীবন২৫০ টাকা = মুনতাহার জীবন ৫০০ টাকা = মায়ের জীবন আহহ  বাংলাদেশ 😔😭       ゚viral  ゚      fans
13/11/2024

১ প্লেট ভাত = তোফাজ্জলের জীবন
২৫০ টাকা = মুনতাহার জীবন
৫০০ টাকা = মায়ের জীবন

আহহ বাংলাদেশ 😔😭

゚viral ゚ fans

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানের মডেল হচ্ছেন ভাইরাল কন্যা ফারজানা সিঁথি‘ইচ্ছেরা’ শিরোনামে টিন এইজ প্রেমের মেলডি গানট...
13/11/2024

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানের মডেল হচ্ছেন ভাইরাল কন্যা ফারজানা সিঁথি

‘ইচ্ছেরা’ শিরোনামে টিন এইজ প্রেমের মেলডি গানটির রেকর্ডিং আরও পাঁচ মাস আগে হয়েছে জানিয়ে আসিফ আকবর আজ এক ফেসবুক পোস্টে বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি এবং তরুন সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে।’

সংগৃহীত ©

゚ ゚viral fans

12/11/2024

বগুড়ায় দুপচাঁচিয়া নিজের মাকে হ*ত্যা করে ডিপফ্রিজে রাখছিলো 🛑 তারই ছেলে সাদ ইবনে আজিজুর।

゚viral ゚ ゚viralfbreelsfypシ゚viral #দুপচাচিয়া

Address

Jashore Khulna
Dhaka

Telephone

+8801829699569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opshori Tanha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Opshori Tanha:

Videos

Share