09/05/2024
ড. মুহাম্মাদ আব্দুল বারী। একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষাবিদ, প্যারেন্টিং প্রশিক্ষক ও লেখক। পদার্থ বিজ্ঞানের একজন গবেষক হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি আচরণবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে শিক্ষকতাও করেছেন। এছাড়া বহু অর্জন ও সুখ্যাতি ঝুলিতে থাকলেও সন্তান প্রতিপালনের মতো বিশাল কর্মযজ্ঞের প্রতি তিনি বিশেষভাবে মনোনিবেশ করেছেন। খামখেয়ালির বশে কিংবা নিছক ইচ্ছা থেকে নয়, বরং প্যারেন্টিংকে সমাজের একটি সিরিয়াস ইস্যু হিসেবে তিনি মূল্যায়ন করেন।
সন্তানের দৈহিক বৃদ্ধির সাথে সাথে মানসিক ও আত্মিক বিকাশও জরুরি এ কথা অনেক বাবা-মাই ভুলে যান। অনেকে মানসিক ও আত্মিক চাহিদাকে গুরুত্ব দিলেও ভুলে যান ধর্মীয় আচরণবিধি বলেও কিছু রয়েছে।
শিশুদের নিয়ে কাজ করলে বোঝা যায়, প্রতিটি শিশুর মাঝেই আলাদা প্রতিভা রয়েছে। শুধু অভিভাবকের বিত্ত বৈভবের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়ায় আমরা বেশি গুণগান করার সুযোগ পাই যারা অধিক পরিচর্যা, ক্রাফট আইটেম, খেলনা, শিক্ষা উপকরণের মাঝে বড় হচ্ছে তাদের নিয়ে। তবে যে শিশুটি পলিথিন দিয়ে প্যারাস্যুট বানাতে পারে, সে রয়েছে অবহেলায়, বঞ্চিতদের দলে।
তার মাঝেই রয়েছে অপার সম্ভাবনা। বিকশিত হওয়ার দ্বার উন্মোচন হতে একটু সাহায্যের দরকার।
দেখুন আপনার সন্তানের দিকে। আজকে আপনি তাকে পরিচর্যার নামে ৫/৭টি সাবজেক্টের জন্য আলাদা টিচার দিচ্ছেন, নাচ-গান-কবিতার জন্য আলাদা প্লাটফর্ম তার আছে, আছে দামি গ্যাজেট, আছে আনলিমিটেড ইন্টারনেট।
দিনশেষে এই পরিচর্যা আপনার কাছে ফেরত আসে, "বাবা/মা, তুমি তো আমার মতো কিছুই পারো না।"
একসময় সন্তান তো বিত্তবৈভবের মালিক বনে যায়। হতে পারে না আদর্শ সন্তান। হতে পারে না মানুষ।।কখনও তার বাবা-মায়ের এই অফুরান কষ্টের দাম চুকাতে পারে না। বাবা-মায়ের শেষ দিন পর্যন্ত হাতের লাঠি হয়ে বেঁচে থাকার অভিলাষ জন্ম নেয় না তাদের মাঝে। টাকা ফিরিয়ে দেয় মুনাফা। সময় ফিরিয়ে দেয় জীবনের হিসাব। তাহলে প্যারেন্টিং গাইডলাইনেরও প্রয়োজন রয়েছে। কী বলেন?
লেখক সারা দুনিয়া ঘুরে ঘুরে মুসলিম উম্মাহকে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে মনোযোগী করার চেষ্টা করছেন অব্যাহতভাবে। ইংল্যান্ডের কিউব পাবলিকেশন্স থেকে প্যারেন্টিং নিয়ে 'A Guide to Parenting in Islam' নামে তার দুটো সিক্যুয়াল 'Cherising Childhood, Addressing Adolescence' প্রকাশিত হয়েছে। এই দুটি গ্রন্থকে বাংলায় একসাথে গার্ডিয়ান পাবলিকেশনের হাত ধরে বক্ষ্যমান বইটি প্রকাশিত হয়েছে। তাই আলাদা করে সিক্যুয়ালের অপেক্ষা করা লাগবে না। এক মলাটেই পেয়ে যাবেন সবকিছু।
সদকায়ে জারিয়া, উত্তম জ্ঞান ও উত্তম সন্তান - এই তিন আমল ব্যতীত মৃ/ত্যুর পর বান্দার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। তাই সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ মানব প্রজন্মকে লালন ও পরিচর্যা করার ভূমিকা অনস্বীকার্য।
লেখক বলেন,
"কিশোরদের লালন-পালন প্রক্রিয়া একটি কঠিন চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু এর ফলাফল সুমিষ্ট। "
অন্যান্য সকল ধর্মেই আদর্শিক মূল্যবোধ ও আচরণবিধির উপর জোরারোপ করলেও মুসলিম অভিভাবক ও পিতামাতার দায়িত্ব এক ধাপ বেশি। কোনো কোনো ক্ষেত্রে শাসন ও বারণের ক্ষেত্রে কড়া অনুশাসনের নীতিও রয়েছে। সন্তানের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পাশাপাশি বিশ্বাস ও মূল্যবোধের দিকে সমানভাবে নজর দেওয়ারও কিছু দিকনির্দেশনা রয়েছে।
কুরআনুল কারীমে সুরা লুকমানে, সন্তানকে উত্তম রুপে লালন পালনের পাশাপাশি উত্তম নসিহাহর যে মানদন্ড আমরা দেখতে পাই, তারপর আর কিছুই বলার থাকে না। কিন্তু বর্তমান সময়ের পিতামাতারাও কেমন ছন্নছাড়া, একটুতেই ভেঙে পড়েন, বিমর্ষ ও হতাশ হয়ে পড়েন, সন্তান লালন-পালনে ধৈর্যচুত্যিও দেখা যায়। এই সকল পিতা-মাতাকে উদ্দেশ্য করে বইটিকে দুটি পর্বে ভাগ করা হয়েছে।
প্রথম পর্বে সন্তানের শৈশবের লালন পালনের গুরুত্বের ওজন বুঝাতে আল্লাহর পক্ষ হতে আমানত এই শিরোনাম দিয়ে সূচিত হয়েছে। যেখানে ইতিবাচক ও দূর্বল প্যারেন্টিং নিয়েও আলোকপাত করা হয়েছে। উত্তম অভিভাবকত্বের জন্য চাই প্রস্তুতি। সেই প্রস্তুতি পর্বের ইতি টেনে স্কুলপূর্ববর্তী ও পরবর্তী করণীয়, পারিবারিক পরিবেশ, মুসলিম চরিত্র গঠনের মতো সামগ্রিক পদক্ষেপ নিয়ে আলোচনায় প্রথম পর্ব এখানেই শেষ হয়েছে।
যেহেতু সিক্যুয়েলের বাকি অংশও এই গ্রন্থে পাবেন তাই দ্বিতীয় পর্বে কিশোর বয়সের চ্যালেঞ্জ, সামাজিক অসুস্থতার প্রবল আক্রমণ, শ্রেষ্ঠত্ব অর্জনের প্রবল প্রেরণা, মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ,দায়িত্ববোধ- এই মৌলিক বিষয়গুলো উঠে এসেছে। এই পর্বটি বেশি আকর্ষণীয়। কারণ, এখানে অনেক টপিক অজানা। আর অনেক টপিক বেশ সময় নিয়ে গুছিয়ে পড়ার মতো।
গার্ডিয়ানের অন্য সকল বইয়ের তুলনায় এই বইটির সাজসজ্জা ও বাইন্ডিং বেশ সুন্দর। মূল কথা হলো, গুরুত্ব ও তাৎপর্য। বইয়ের জগতে প্যারেন্টিং এর উপর বেশ কয়েকটা ভালো বই আমি পড়েছি। এই বইটির বিশেষত্ব বলতেই দ্বিতীয় পর্বটি অনেক জরুরি বিষয় নিয়ে লেখা। আপনার কাছে মনে হবে আপনি একজন গবেষক ও বিশেষজ্ঞের পরামর্শ, কোর্স বা লেকচারের রুমে আছেন। যারা সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের জন্য উত্তম টিপ্স আছে। কিন্তু যারা জ্ঞান নিতে চান না, তাদের জন্য বোরিং। আমার কাছে এ ধরনের বই হলো প্রজন্মের আলোকবর্তিকা। যা তাদের পিতামাতাকে গ্রহণ করতেই হবে।
শিক্ষাকেন্দ্র কিংবা দরস অথবা মিটিং -এ যেকোনো অভিভাবককে উপহার দেওয়ার তালিকায় রাখতে পারেন।
এক নজরে বই
বইয়ের নামঃমুসলিম প্যারেন্টিং(সন্তান প্রতিপালন গাইড)
লেখকঃড.মুহাম্মাদ আব্দুল বারী
পৃষ্ঠাঃ১৯৯
মুল্যঃ২২০ টাকা(নির্ধারিত)
প্রথম প্রকাশঃ১৫ অক্টোবর,২০২১
প্রচ্ছদঃরিফাত মাহমুদ
প্রকাশনীঃগার্ডিয়ান পাবলিকেশন্স