Books For Students

Books For Students Collect Your Favorite Books From Here.

ফার্স্ট ইম্প্রেশনগোরস্থানের দেয়ালে লেখা ছিল : অহংকারী হয়ো না, অভিমান রেখো না। পৃথিবীতে মানুষ আর কদিন বাঁচে? সংযমী হও, সহ...
18/05/2024

ফার্স্ট ইম্প্রেশন

গোরস্থানের দেয়ালে লেখা ছিল : অহংকারী হয়ো না, অভিমান রেখো না। পৃথিবীতে মানুষ আর কদিন বাঁচে? সংযমী হও, সহজ হও। অপরের প্রতিদানের অপেক্ষায় থেকো না—নিজের কাছে নিজেকে শতভাগ গ্রহণযোগ্য করতে পারলে কবরের মাটি তোমার জন্য সহজ হবে। গোপন পাপ ত্যাগ করো। প্রকাশ্য ইবাদতেও একমাত্র আল্লাহকেই ভয় করো—ফার্স্ট ইম্প্রেশন বলে একটা কথা আছে, জানো তো?

বই: মুঠো মুঠো রোদ্দুর
হসন্ত প্রকাশন

 #বুক_রিভিউ"জবাব।"(ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলিমদের বুদ্ধিবৃত্তিক প্রতিউত্তর।)আমার মতে প্রত্যেক মুসলিমের বইটি পড়া ...
17/05/2024

#বুক_রিভিউ
"জবাব।"
(ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলিমদের বুদ্ধিবৃত্তিক প্রতিউত্তর।)
আমার মতে প্রত্যেক মুসলিমের বইটি পড়া উচিত। বইটি হাতে নিলেই দেখবেন, আরিফ আজাদসহ পুরো ১টা নক্ষত্রপুঞ্জ যেন এতে আলো ছড়িয়েছেন।
এতে যেমন নাস্তিক-মুক্তমনাদের বিভিন্ন জটিল ও কঠিন প্রশ্নের ডোজ দেয়া আছে, তেমনি আছে পুঙ্খানুপুঙ্খুভাবে কোরআন ও সুন্নাহর আলোকে সুস্পষ্ট দলিল। যা পাঠককে মুগ্ধ করতে বাধ্য। সাথে আছে অনবদ্য কিছু উপমা।
বইটি মোট ২৪টি অধ্যায়ে আবদ্ধ। তন্মধ্যে আমায় আবিভূত করেছে ৮টি অধ্যায় (এর মানে এই নয় যে, বাকী অধ্যায়গুলো দূর্বল)। যে বিষয়গুলো আমি অনেকদিন যাবত খুঁজতেছিলাম।
যে ১৫জন লেখকের ২৪টি অধ্যায় রয়েছে বইটিতেঃ
*আরিফ আজাদ।
*রাফান আহমেদ।
*শামসুল আরেফিন শক্তি।
*মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার।
*আরিফুল ইসলাম।
*শিহাব আহমেদ তুহিন।
*জাকারিয়া মাসুদ।
*মুহাম্মাদ আব্দুর রহমান।
*মহিউদ্দিন রুপম।
*মুহাম্মাদ শাকিল হোসাইন।
*নাফিস শাহরিয়ার।
*মুরসালিন নিলয়।
*মুহাম্মাদ সাদাত।
*মুহাম্মাদ আল বান্না।
*আহমেদ আল উবায়দুল্লাহ।
কাগজ-কালির বই হোক কিংবা PDF, পড়বেন। অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ।
আল্লাহ লেখকদের জ্ঞান ও কলমকে আরো ক্ষুরধার করুন।

আপনি যেদিন ভরসা করে আকাশের মালিকের কাছে চোখজল ছেড়ে নিজের হৃদয়ের কথামালা বলতে পারবেন, সেদিন আপনার আর কোনো ব্যথা থাকবে না।...
17/05/2024

আপনি যেদিন ভরসা করে আকাশের মালিকের কাছে চোখজল ছেড়ে নিজের হৃদয়ের কথামালা বলতে পারবেন, সেদিন আপনার আর কোনো ব্যথা থাকবে না। মন ছুঁতে পারবে না জীবনে পাওয়া কোনো কষ্ট। কারণ আপনি জানেন—সবাই ছেড়ে গেলেও আপনার রব' কখনও আপনাকে একা ফেলে যাবেন না। আপনি কেবল তা মন থেকে মেনে নিতে পারেননি। পারলে আপনার জীবনে দুঃখ নামক কোনো শব্দ থাকত না। প্রতিটি ব্যথায় আপনি করতেন সবরের সাথে সুখের অপেক্ষা!

বই—বিহাইন্ড অব সুইসাইড।
লেখক – আদিব সালেহ।
হসন্ত প্রকাশন

রিভিউকারীর নাম- সানজিদা রহমান তারিখ- ১৫/০৫/২০২৪বইয়ের নাম- মরুর ফুল ( প্রিয় রাসুল সা.)।লেখক- মাসুম মুনতাসির।মুদ্রিত মূল্য...
16/05/2024

রিভিউকারীর নাম- সানজিদা রহমান
তারিখ- ১৫/০৫/২০২৪

বইয়ের নাম- মরুর ফুল ( প্রিয় রাসুল সা.)।
লেখক- মাসুম মুনতাসির।
মুদ্রিত মূল্য- ৮১।
পৃষ্ঠা সংখ্যা-৪৮ ( পেপারব্যাক )।
প্রকাশনী- প্রয়াস প্রকাশন।

🖊শুরুর কথা:-
প্রথমেই বলি বইটা খুবই ছোট। কিন্তু এই ছোট্ট বইটা হৃদয়ের এক কোণে জায়গা করে নিয়েছে। প্রিয় নবি (সা.) এর নাম শুনলেই হৃদয়ে বয়ে যায় প্রশান্তির বাতাস। তাহলে বইটা কেন জায়গা করে নিবে না হৃদয়ে বলুন তো?

🖊️সূচিপত্র:-
১. শুভ্রবরণ কেশ তাঁর ( নবিজির সম্মানিত দাদা আব্দুল মুত্তালিবের জীবনগল্প)।
২. যাবিহুল্লাহ ( নবিজির সম্মানিত পিতা আব্দুল্লাহর জীবনগল্প)।
৩. মায়াবি জোছনা রাত ( নবিজির সম্মানিত দুধ-মা হালিমা সাদিয়া রা. এর জীবনগল্প)।
৪. পাহাড়ের ওপারেই নীলিম আকাশ ( নবিজির মদীনা শুভাগমনের গল্পচিত্র)।
৫. সাগরপাড়ের দুরন্ত বালক ( নবিজির পালক-পুত্র যায়েদ ইবনে হারেসার জীবনগল্প)।
৬. মায়ের হারানো সেই ছেলে ( প্রিয় নবির প্রিয় চাচা আব্বাস ইবনু আব্দিল মুত্তালিব রা. এর জীবনগল্প)।

🖊️ বইয়ের সংক্ষিপ্ত আলোচনা:-
প্রিয় নবি (সা.) এর নাম শুনলেই মুসলিম উম্মাহ'র হৃদয় ভরে ওঠে গভীর ভালোবাসায়। তাঁর সম্পর্কে যতই পড়া
হয় ততই জানার আগ্রহ বাড়ে। আমরা প্রিয় নবি (সা.) এর সম্পর্কে সবাই কমবেশি জানি এবং জানার চেষ্টা করি। কিন্তু আমরা অনেকেই রাসুল (সা.) এর সম্মানিত দাদা, তাঁর পিতা-মাতা, তাঁর দুধ-মা, তাঁর পালিত পুত্র, তাঁর চাচা প্রমুখ ব্যক্তিবর্গ সম্পর্কে কম জানি। ৪৮ পৃষ্ঠার এই ছোট্ট বইটি "মরুর ফুল" আমাদেরকে রাসূল ( সা.) এর সেই দাদা, তাঁর পিতা, তাঁর চাচা, তাঁর পালিত পুত্র প্রভৃতি ব্যক্তিবর্গ সম্পর্কে গল্প শোনাবে।

"মরুর ফুল" বইটিকে এক টুকরা সিরাত গ্রন্থ বলা যায়। বইটিতে ৬ টি গল্প রয়েছে। বইটিতে রয়েছে নবিজির পিতামহ শায়বা থেকে আব্দুল মুত্তালিব হয়ে ওঠার গল্প, রয়েছে নবিজির পিতা আব্দুল্লাহর রহস্যঘেরা জীবন, নবিজির শৈশব ও দুধ- মা হালিমার গল্প। এছাড়াও রাসুল (সা.) এর পালিত পুত্র যায়েদ, তাঁর মদিনায় হিজরত, তার প্রিয় চাচা আব্বাস রা. এর জীবনগল্প আমাকে মুগ্ধ করেছে। এই ছোট ছোট গল্পগুলো বিস্তারিত ভাবে জানতে "মরুর ফুল" বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে।

🖊️প্রচ্ছদ ও অন্যান্য দিক:-
"মরুর ফুল" বইটির প্রচ্ছদ আমার কাছে নজরকাড়া লেগেছে। আমি মনে করি প্রচ্ছদ একটা বই এর সৌন্দর্যের অন্যতম দিক। প্রচ্ছদ ছাড়া বই এর বাইন্ডিং, পেজ কোয়ালিটি সব কিছুই আমার কাছে সেরা লেগেছে। প্রয়াস প্রকাশনীকে ধন্যবাদ এত সুন্দর ভাবে বইটি পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

🖊️পাঠকদের উদ্দেশ্যে:-
আমার প্রিয় ভাই-বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই বইটি পড়ে দেখবেন। বইটির দাম ও কিন্তু খুবই অল্প। যারা ইসলামিক বই বেশি পড়েন তারা অবশ্যই বইটি একবার পড়ে দেখবেন। আশা করি বইটি আপনাদের ভালো লাগবে।

🖊️রেটিং:-
৫/৫

"তুমি তাহলে সত্যিই অপরাজিতা। এ রিয়েল ফাইটার এন্ড উইনার।"— অপরাজিতা-আফিফা পারভীন এই বাক্যটা এতো সুন্দর কেন? আসলেই অপরাজিত...
15/05/2024

"তুমি তাহলে সত্যিই অপরাজিতা। এ রিয়েল ফাইটার এন্ড উইনার।"

— অপরাজিতা
-আফিফা পারভীন

এই বাক্যটা এতো সুন্দর কেন? আসলেই অপরাজিতা রিয়েল ফাইটার। এই গোটা বইটাই অপরাজিতা। অপরাজিতার জীবনের প্রতিটি মোড়, প্রতিটি পাওয়া না পাওয়া, হাহাকার, আত্মচিৎকার সবকিছুকে ছাপিয়ে গেছে তার ধৈর্য, হেরে না যাওয়ার মনোবল, নিজেকে বারবার ভেঙে পুনরায় তৈরী করা, তার লড়ে যাওয়া, তার প্রচেষ্টা, আপনজনদের ভালো থাকা নিশ্চিত করা, তার প্রতিটি সিদ্ধান্ত এন্ড এট লাস্ট সে উইনার। এ রিয়েল ফাইটার এন্ড উইনার।

ব্রাভো অপরাজিতা! তুমি একাই অপরাজিতা না, তোমার সাথে চলতে গিয়ে তোমাতে একাগ্র ভাবে মিশে যাওয়া প্রতিটি পাঠককেও তুমি অপরাজিতা বানিয়ে দিলে! তুমি তোমার জীবনের প্রতিটি বাকে বাকে শিখিয়ে গেলে সবাইকে কিভাবে হার না মেনে প্রতিকূল পরিস্থিতিতে সংগ্রাম করে টিকে নিজের দুরাবস্থাকে দূর করতে হয়। হ্যাটস অফ ইউ, অপরাজিতা! প্রতিটি নারীর অন্তরালেই একজন অপরাজিতা আছে , শুধু সময় সুযোগে সেই অপরাজিতাকে বের করে আনতে হবে, আর তুমি তা দেখিয়েছ, কিভাবে সেই অপরাজিতাকে বের করে আনতে হয়, এবং নিজেকে সব পরিস্থিতিতে তৈরী করতে হয়। তুমি যে অনেক নারীর অনুপ্রেরণাও.......তোমার সাথে জড়িত প্রতিটি চরিত্রও যে তাদের স্ব স্ব জীবনে অপরাজিতা। তাইতো তুমি অপরাজিতাকে পড়তে গিয়ে আরো কয়েকজন অপরাজিতাকেও পেয়ে গেলাম। তুমি ভালোবাসা তৈরী করেছ আমাদের মনে, তেমনি ভালোবাসায় থাকবেও। কেননা প্রতিটি পাঠক মনের ভালোবাসাটা তুমি অর্জন করেছ।💜💜

তোমার মতো এভাবেই যেন প্রতিটি নারী তাদের জীবনে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশায় করি...

বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-স...
14/05/2024

বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে।

একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন। প্রত্যেকের জীবনেই একঘেয়েমি, দুঃখ-কষ্ট, অস্থিরতা, মানসিক সমস্যাসহ নানা সমস্যা থাকে। কিন্তু বই পড়লে সেসব চিন্তা মাথায় থাকে না। অবসর সময়গুলো বিনোদনের মাধ্যমে কাটানোর জন্য কত কিছুই না আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, কিন্তু বই পড়ার মতো নির্মল আনন্দের সমতুল্য হতে পারেনি কিছুই।

উন্নত জাতি ও রাষ্ট্র গড়তে হলে মানুষের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। হতে হবে আলোকিত মানুষ। এজন্য প্রয়োজন বই পাঠ করা। নতুন প্রজন্মকে যত বেশি বই পাঠে উৎসাহিত করা যাবে, ততই তারা জ্ঞানসমৃদ্ধ হবে।

💚স্বপ্ন ছড়াই বই নিয়ে

•গোসলের সুন্নত১. নিয়ত করা।২. বিসমিল্লাহ পড়া।৩. প্রথমে উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা। যদি হাতে নাপাকি লেগে থাকে, তবে প...
14/05/2024

•গোসলের সুন্নত

১. নিয়ত করা।
২. বিসমিল্লাহ পড়া।
৩. প্রথমে উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা। যদি হাতে নাপাকি লেগে থাকে, তবে প্রথমে হাত ধৌত করা অতঃপর কব্জি পর্যন্ত ধৌত করা।
৪. গোসলের পূর্বে শরীরে লেগে থাকা নাপাকি পরিষ্কার করে নেওয়া।
৫. লজ্জাস্থান ধৌত করা।
৬. এরপর অজু করা। নামাজের জন্য যে অজু করা হয়।
৭. প্রত্যেক অঙ্গ তিন বার করে ধৌত করা।
৮. গোটা শরীর ভালোভাবে ঘষেমেজে পানি পৌঁছানো।
১. লাগাতার অঙ্গসমূহ ধৌত করা।
১০. গোটা দেহে তিন বার পানি ঢালা।
১১. যদি গোসল এমন স্থানে করা হয়, যেখানে পানি জমে থাকে, তাহলে পরবর্তী সময় পুনরায় পা ধৌত করা সুন্নত। যদি গোসলের পানি জমে না থাকে পরে পা ধৌত করার প্রয়োজন নেই।

বই: ২৪ ঘন্টার আমল
শাহ হাকিম মুহাম্মাদ আখতার রাহ.

কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। কথাটি অনস্বীকার্য এবং বাস্তব। একজন মানুষের শেষ কাজের উপর অনেক কিছু নির্ভর করে। একজন ম...
11/05/2024

কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। কথাটি অনস্বীকার্য এবং বাস্তব। একজন মানুষের শেষ কাজের উপর অনেক কিছু নির্ভর করে। একজন মুমিন সারাজীবন ভালো-মন্দ যাই করুক সে চায় তার জীবনের শেষ টা যেন ভালো হয়। একজন অল্প বয়সী মানুষ তার জীবনের অন্তিম মুহুর্ত নিয়ে যেমন চিন্তিত থাকে, একজন মুমিনের কাছে পার্থিব এই জীবনের প্রথম ও প্রধান চাওয়া হলো তার জীবনের শেষটা যেন শুভ, সুন্দর ও মসৃণ হয়। কারণ সে জানে, এই শুদ্ধতা ও সৌন্দর্যের উপরই নির্ভর করে তার অনন্তকালের জীবনের সফলতা।

'শেষ ভালো যার' আলোকধারা প্রকাশনের চমৎকার একটি বই যার মূল বিষয়বস্তু হলো জীবনের শেষ ভালো নিয়ে আলোকপাত। অর্থাৎ মানুষের শুভপরিণনাম, সেটা অর্জনের মাধ্যম সমুহ ও তা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবন্ধকতা সমুহ নিয়েই মূলত এই বইয় আলোচনা করা হয়েছে।

একজন সচেতন মুসলিম উম্মাহ হিসেবে প্রত্যেক মুসলিমের এই বইটি পড়া উচিত বলে মনে হয়। একজন পাঠক যখন বইটির সূচিপত্রে চোখ বুলাবে তখনই সেটা বুঝতে পারবে। বইটিতে ঈমানের উপর সুন্দর আলোচনা, কিছু শিক্ষণীয় ঘটনা, বিশিষ্ট সাহাবিদের আল্লাহর প্রতি ভয় ও শিক্ষণীয় কাজ, মৃত্যুকালে একজন মানুষের অসহায়ত্ব, দ্বীনের উপর অবিচল থাকা ও শুভপরিণাম লাভের উপায়, শুভ পরিণামের সুসংবাদ দেওয়া হয়েছে এমন কতিপয় আমল এবং শেষ অধ্যায়ে রয়েছে সাহাবিদের শুভ পরিণামের কয়েকটি বিশেষ ঘটনা। ২০৮ পৃষ্ঠার বইটি'তে একজন পাঠক যা শিখবে ও জানবে তা তার ইহকাল ও পরকালের পাথেয় হবে ইন শা আল্লাহ।

বই : শেষ ভালো যার
লেখক : হযরত মাওলানা মুফতি শুয়াইবুল্লাহ খান মিফতাহী
প্রকাশনী : আলোকধারা
বিষয় : ইসলামি বিবিধ বই, আদব, আখলাক
প্রচ্ছদ মূল্য : ৩৬০/-
পৃষ্ঠা সংখ্যা : ২০৮

আর্লি টু বেড আর্লি টু রাইজবর্তমানে যে ধারায় জীবনযাপন করি আমরা, তা কয়েক শত বছরের তুলনায় অনেক বেশি পরিবর্তিত ও কল্যাণব'ঞ্চ...
11/05/2024

আর্লি টু বেড
আর্লি টু রাইজ
বর্তমানে যে ধারায় জীবনযাপন করি আমরা, তা কয়েক শত বছরের তুলনায় অনেক বেশি পরিবর্তিত ও কল্যাণব'ঞ্চিত। নানা দিক দিয়েই আর পূর্বপুরুষদের জীবনধারার কাছ দিয়েও যায় না। অনলাইন-অফলাইন দুটি আলাদা জগতের ধারণা এনেছি আমরা। এখন অফলাইন তথা বাস্তব জীবনেই ভাসমান হয়ে পড়েছে আর অনলাইন তথা অস্পর্শনীয় জীবনই যেন মৌলিকতায় ভরা৷ সাধারণ জীবন যাপনের রীতি ও নীতি দূরে ছুড়ে দিয়ে আমাদের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে পর করে পথ চলেছি। প্যাঁচার মতো রাত জেগে থাকি অনলাইনে ও নানা কাজে, আর ঘুমিয়ে কাটায় প্রাণবন্ত ভোর৷ বঞ্চিত হই দেহ-মন বিবশ করে দেওয়া ভোরের নিস্তব্ধতার ঠান্ডা বাতাস, কিচিরমিচির পাখির শব্দের আনন্দমুখর প্রকৃতি, এবং সকালের মিস্টি সূর্য তাপ থেকে। ক্লান্তি-শ্রান্তি দিয়ে শুরু করি প্রতিটি দিন। নষ্ট করে ফেলি স্বাস্থ্য, সমাজ, অর্থনীিতি, দ্বীন ধর্ম।
কোনোকিছুর প্রতি কুছ পরোয়া নেহি। কিন্তু সুন্দর জীবন ও সুন্দর পৃথিবী গড়তে নিজেকে আগে বদলে যেতে হবেই!!!!

লেখক : তালাআত আফিফি
প্রকাশনী- হসন্ত

বই: শাশুড়িনামালেখক: শার‌মিন আক্তার সাথীবিক্রয়মূল্য মূল্য: ৩০০ টাকাফ্ল্যাপ:'নি‌জের প্রাক্তন স্ত্রীর সা‌থে ঘু‌রে‌ছেন শুন‌...
10/05/2024

বই: শাশুড়িনামা
লেখক: শার‌মিন আক্তার সাথী
বিক্রয়মূল্য মূল্য: ৩০০ টাকা

ফ্ল্যাপ:
'নি‌জের প্রাক্তন স্ত্রীর সা‌থে ঘু‌রে‌ছেন শুন‌লে আপনার বর্তমান স্ত্রী রাগ কর‌বে না?'
'‌সে তো দে‌শে আসে‌নি?'
'আপ‌নি বল‌বেন না?'
'না, সব কথা বলা কী জরুরি?'
খু‌শি ‌ঠে‌াঁট হালকা বাঁ‌কি‌য়ে হে‌সে বলল,
'জীবন ভাইয়া, আপ‌নি যে সম্প‌র্কেই থা‌কেন না কেন অন্ততপ‌ক্ষে সে সম্প‌র্কে একটু লয়্যাল থাকার চেষ্টা কর‌বেন। তাহ‌লে আর বারবার সংসার পাল্টা‌তে হবে না।'
জীবন অন্য দি‌কে তা‌কি‌য়ে বলল, 'সব মে‌য়েরা তোর ম‌তো ম্যা‌চিওর নয়। হ‌লে হয়‌তো ছে‌লে‌রা এত বিপ‌দে পড়ত না।'
খু‌শি তা‌চ্ছিল্য হেসে বলল, 'এতো ম্যা‌চিওর হ‌য়েওবা কী লাভ হ‌য়ে‌ছিল? সেই তো দিন শে‌ষে ডি‌ভো‌র্সি তকমা লা‌গি‌য়ে ঘু‌রছি।'
'সেখা‌নে তোর কো‌নো দোষ ছিল না। আমা‌দের দুজনার সংসার আমার মা মা‌নে তোর শাশুড়ি ভে‌ঙে‌ছিল।'
**আমা‌দের দে‌শের মে‌য়ে‌দের ম‌ধ্যে বি‌য়ের আগে এবং প‌রে চরম একটা ভী‌তি কাজ ক‌রে, শাশুড়ি ভী‌তি। বহু যুগ ধ‌রে শাশু‌ড়িরা নি‌জের একটা অদ্ভুত নে‌তিবাচক প্র‌তিচ্ছ‌বি ‌তৈ‌রি ক‌রে‌ছেন। আস‌লেই কী শাশু‌ড়িরা নে‌তিবাচক না‌কি শাশু‌ড়িরা তা‌দের পুত্রবধূর জীব‌নে আর্শিবাদ স্বরূপ! মে‌য়ের এই শাশু‌ড়িভী‌তির ভি‌ত্তি‌তেই লেখা হ‌য়ে‌ছে "শাশু‌ড়িনামা" উপন্যাস। এখা‌নে সব রক‌মের শাশু‌ড়ি পা‌বেন। কেউ পুত্রবধূর জীবন‌কে স্বর্গ সু‌খে ভরি‌য়ে দি‌য়ে‌ছে তো কেউ নরক ক‌রে‌ দি‌য়েছে তা‌দের জীবন। তেমন আজ‌কের পুত্রবধূ-ই আগামীর শাশুড়ি। দুজনার সম্পর্ক এ‌কে অপ‌রের অতীত, বর্তমান ও ভ‌বিষ‌্যৎ এর সা‌থে ও‌তপ্রো‌তভা‌বে জ‌ড়িত। আশাক‌রি বই‌টি আপনাদের ভা‌লো লাগ‌বে।

ঘুম থেকে জাগরণ দিনের পুরো চব্বিশ ঘন্টাই মুমিনের সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। হাদিসে বর্ণিত আছে, মুমিন কিছুতেই কল্যাণার্জনে...
09/05/2024

ঘুম থেকে জাগরণ দিনের পুরো চব্বিশ ঘন্টাই মুমিনের সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। হাদিসে বর্ণিত আছে, মুমিন কিছুতেই কল্যাণার্জনে পরিতৃপ্ত হতে পারে না, যতক্ষণ না তার শেষটা হয় জান্নাত (সহীহ ইবনে হিব্বান, ৯০৩)। মুমিন তার প্রতিটি কাজের মাধ্যমে সওয়াব পেতে পারে যদি তা করা হয় কুরআন ও হাদিস অনুযায়ী। নবী মুহাম্মদ ﷺ আমাদের জন্য রেখে গিয়েছেন উত্তম জীবনবিধান। দিনের প্রতিটি সেকেন্ড প্রতিটি কাজ আমাদের কেমন হবে তা আমরা নবীজীবন থেকে জানতে পারি। ছোট ছোট কিছু কাজের মাধ্যমে আমরা অনেক অনেক সওয়াব অর্জন করতে পারি। আর দশটা মানুষের মতো মুসলিমের জীবন নয়। আমাদের জন্মই হয়েছে আল্লাহর ইবাদাত করার জন্য। তাই মুসলিম বা মুমিন মাত্রই জীবনের পরতে পরতে ইবাদাত করার, সওয়াব অর্জন করার সুযোগ খুঁজতে থাকে। এবং আল্লাহর অপার করুণা তিনি আমাদের জন্য সে সুযোগও রেখেছেন। আলহামদুলিল্লাহ!

একটা বই পড়েছিলাম— আমার ঘুম আমার ইবাদাত। বইটিতে দেখানো হয়েছিল ঘুম কীভাবে একজন মুমিনের জন্য ইবাদাতে পরিণত হয়।


আজকের আলোচ্য বইটিও দারুণ একটি টপিকে। মুমিনের পথচলা— চলাচলে ইসলামি আদব ও রীতিনীতি।

অনেকের মনে হতে পারে এ টপিকে বইয়ের কী দরকার! বইটি পড়ে অবাক হয়েছি কত কিছু যে জানার বাকি রয়ে গেছে আমাদের, দুনিয়াবি কাজ বা দাওয়াতী কাজ— যেকোনো কাজের জন্য ঘর থেকে বের হওয়াটাই আমাদের জন্য ইবাদাত হতে পারে। সওয়াব অর্জনের মাধ্যম হতে পারে।

১৬০ পৃষ্ঠার বইটিতে ছয়টি অধ্যায় রয়েছে। ১. মুসলিম ব্যক্তিকে যেসব কাজে বের হতে হয় ২. পদচারী ব্যক্তির আদবসমূহ ৩. যানবাহনে চলাচলকারীর আদবসমূহ ৪. গাড়িচালকের করণীয় ৫. সাক্ষাত ও সালামের আদবসমূহ ৬. মুসাফিরের আদব ও মাসায়িল।

একজন মুসলিম ব্যক্তি কী কী কারণে ঘর থেকে বের হবে, পথ চলতে গিয়ে তার কী কী আদব মেনে চলা উচিত— মূলত এই বিষয়গুলোই বইটিতে আলোচনা করা হয়েছে।

প্রথমে বইয়ের টপিকই বুঝিনি। পড়তে গিয়ে দেখলাম পুরো বইটি রাস্তায় চলাচলের আদবকেতা নিয়ে। অনেক নতুন নতুন আদবের ব্যাপারে জানলাম। অনেক বুর্যুগ ব্যক্তিদের পথচলার আদব উদাহরণ হিসেবে দেওয়া ছিল, এগুলো বেশ ভালো লেগেছে।

গাড়ি কোথায় পার্ক করবে, সহযাত্রীর সাথে আচরণ কেমন হবে, গাড়ির চালকের সাথে আচরণ কেমন হবে, রাস্তাঘাটে নারী-পুরুষের পর্দা কেমন হবে, রাস্তাঘাটে কী করে নজর হেফাজতে রাখবে, চলাচলের পথে কে কাকে সালাম দিবে, সালামের ফজীলত, মুসাফির অবস্থায় সালাত, সাওম, কুরবানির বিধান, সফরে কোথাও বিশ্রাম নিলে কোথায় বসে বিশ্রাম নিবে— ইত্যাদি আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় বইটিতে স্থান পেয়েছে। বইটিতে ঘর থেকে বের হওয়ার দু'আ, যানবাহনে চড়ার দু'আ, বিদায়কালে পড়ার দু'আসহ বিভিন্ন দু'আ উল্লেখ করা হয়েছে। রাস্তাঘাটে চলাচলের পথে অনেক ছোট ছোট কাজের মাধ্যমে কী করে অধিক সওয়াব অর্জন করা যায় সে-সবও বাতলে দেওয়া হয়েছে।


বইয়ে কুরআনের আয়াত, হাদীসের রেফারেন্স যুক্ত করা আছে। দু'আ আরবি ও অর্থসহ দেওয়া হয়েছে।

বইয়ের প্রচ্ছদটাও সুন্দর। বাইন্ডিং, শব্দের ফন্টও ভালো লেগেছে। দুয়েকটা বানান বিভ্রাট ছাড়া তেমন কিছু চোখে পড়ে নি।

খুবই কমন, গোনায় না ধরার মতো একটা টপিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আমার মনে হয়েছে যারা প্রতি পদে পদে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাদের জন্য বইটি উপযুক্ত পছন্দ। এছাড়াও সবাই বইটি পড়তে পারেন, রাস্তাঘাটে চলাচলের সময় অন্যের বিরক্তি কিংবা কষ্টের কারণ না হওয়ার অনেক অনেক উপায় বইটিতে বাতলে দেওয়া আছে।

সহজবোধ্য ভাষায় বইটি পড়তে আমার বেশ ভালো লেগেছে। বইয়ের সম্মানিত লেখককে, বই সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে পথের আদব মেনে চলার তাওফিক দান করুক। আমিন।

বই: মুমিনের পথচলা
লেখক: মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
প্রকাশনায়: আলোকধারা প্রকাশন
পৃষ্ঠা: ১৬০
মূল্য: ৩০০৳

ড. মুহাম্মাদ আব্দুল বারী। একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষাবিদ, প্যারেন্টিং প্রশিক্ষক ও লেখক। পদার্থ বিজ্ঞানের একজ...
09/05/2024

ড. মুহাম্মাদ আব্দুল বারী। একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষাবিদ, প্যারেন্টিং প্রশিক্ষক ও লেখক। পদার্থ বিজ্ঞানের একজন গবেষক হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি আচরণবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে শিক্ষকতাও করেছেন। এছাড়া বহু অর্জন ও সুখ্যাতি ঝুলিতে থাকলেও সন্তান প্রতিপালনের মতো বিশাল কর্মযজ্ঞের প্রতি তিনি বিশেষভাবে মনোনিবেশ করেছেন। খামখেয়ালির বশে কিংবা নিছক ইচ্ছা থেকে নয়, বরং প্যারেন্টিংকে সমাজের একটি সিরিয়াস ইস্যু হিসেবে তিনি মূল্যায়ন করেন।

সন্তানের দৈহিক বৃদ্ধির সাথে সাথে মানসিক ও আত্মিক বিকাশও জরুরি এ কথা অনেক বাবা-মাই ভুলে যান। অনেকে মানসিক ও আত্মিক চাহিদাকে গুরুত্ব দিলেও ভুলে যান ধর্মীয় আচরণবিধি বলেও কিছু রয়েছে।

শিশুদের নিয়ে কাজ করলে বোঝা যায়, প্রতিটি শিশুর মাঝেই আলাদা প্রতিভা রয়েছে। শুধু অভিভাবকের বিত্ত বৈভবের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়ায় আমরা বেশি গুণগান করার সুযোগ পাই যারা অধিক পরিচর্যা, ক্রাফট আইটেম, খেলনা, শিক্ষা উপকরণের মাঝে বড় হচ্ছে তাদের নিয়ে। তবে যে শিশুটি পলিথিন দিয়ে প্যারাস্যুট বানাতে পারে, সে রয়েছে অবহেলায়, বঞ্চিতদের দলে।

তার মাঝেই রয়েছে অপার সম্ভাবনা। বিকশিত হওয়ার দ্বার উন্মোচন হতে একটু সাহায্যের দরকার।

দেখুন আপনার সন্তানের দিকে। আজকে আপনি তাকে পরিচর্যার নামে ৫/৭টি সাবজেক্টের জন্য আলাদা টিচার দিচ্ছেন, নাচ-গান-কবিতার জন্য আলাদা প্লাটফর্ম তার আছে, আছে দামি গ্যাজেট, আছে আনলিমিটেড ইন্টারনেট।

দিনশেষে এই পরিচর্যা আপনার কাছে ফেরত আসে, "বাবা/মা, তুমি তো আমার মতো কিছুই পারো না।"

একসময় সন্তান তো বিত্তবৈভবের মালিক বনে যায়। হতে পারে না আদর্শ সন্তান। হতে পারে না মানুষ।।কখনও তার বাবা-মায়ের এই অফুরান কষ্টের দাম চুকাতে পারে না। বাবা-মায়ের শেষ দিন পর্যন্ত হাতের লাঠি হয়ে বেঁচে থাকার অভিলাষ জন্ম নেয় না তাদের মাঝে। টাকা ফিরিয়ে দেয় মুনাফা। সময় ফিরিয়ে দেয় জীবনের হিসাব। তাহলে প্যারেন্টিং গাইডলাইনেরও প্রয়োজন রয়েছে। কী বলেন?

লেখক সারা দুনিয়া ঘুরে ঘুরে মুসলিম উম্মাহকে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে মনোযোগী করার চেষ্টা করছেন অব্যাহতভাবে। ইংল্যান্ডের কিউব পাবলিকেশন্স থেকে প্যারেন্টিং নিয়ে 'A Guide to Parenting in Islam' নামে তার দুটো সিক্যুয়াল 'Cherising Childhood, Addressing Adolescence' প্রকাশিত হয়েছে। এই দুটি গ্রন্থকে বাংলায় একসাথে গার্ডিয়ান পাবলিকেশনের হাত ধরে বক্ষ্যমান বইটি প্রকাশিত হয়েছে। তাই আলাদা করে সিক্যুয়ালের অপেক্ষা করা লাগবে না। এক মলাটেই পেয়ে যাবেন সবকিছু।

সদকায়ে জারিয়া, উত্তম জ্ঞান ও উত্তম সন্তান - এই তিন আমল ব্যতীত মৃ/ত্যুর পর বান্দার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। তাই সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ মানব প্রজন্মকে লালন ও পরিচর্যা করার ভূমিকা অনস্বীকার্য।

লেখক বলেন,
"কিশোরদের লালন-পালন প্রক্রিয়া একটি কঠিন চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু এর ফলাফল সুমিষ্ট। "

অন্যান্য সকল ধর্মেই আদর্শিক মূল্যবোধ ও আচরণবিধির উপর জোরারোপ করলেও মুসলিম অভিভাবক ও পিতামাতার দায়িত্ব এক ধাপ বেশি। কোনো কোনো ক্ষেত্রে শাসন ও বারণের ক্ষেত্রে কড়া অনুশাসনের নীতিও রয়েছে। সন্তানের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পাশাপাশি বিশ্বাস ও মূল্যবোধের দিকে সমানভাবে নজর দেওয়ারও কিছু দিকনির্দেশনা রয়েছে।

কুরআনুল কারীমে সুরা লুকমানে, সন্তানকে উত্তম রুপে লালন পালনের পাশাপাশি উত্তম নসিহাহর যে মানদন্ড আমরা দেখতে পাই, তারপর আর কিছুই বলার থাকে না। কিন্তু বর্তমান সময়ের পিতামাতারাও কেমন ছন্নছাড়া, একটুতেই ভেঙে পড়েন, বিমর্ষ ও হতাশ হয়ে পড়েন, সন্তান লালন-পালনে ধৈর্যচুত্যিও দেখা যায়। এই সকল পিতা-মাতাকে উদ্দেশ্য করে বইটিকে দুটি পর্বে ভাগ করা হয়েছে।

প্রথম পর্বে সন্তানের শৈশবের লালন পালনের গুরুত্বের ওজন বুঝাতে আল্লাহর পক্ষ হতে আমানত এই শিরোনাম দিয়ে সূচিত হয়েছে। যেখানে ইতিবাচক ও দূর্বল প্যারেন্টিং নিয়েও আলোকপাত করা হয়েছে। উত্তম অভিভাবকত্বের জন্য চাই প্রস্তুতি। সেই প্রস্তুতি পর্বের ইতি টেনে স্কুলপূর্ববর্তী ও পরবর্তী করণীয়, পারিবারিক পরিবেশ, মুসলিম চরিত্র গঠনের মতো সামগ্রিক পদক্ষেপ নিয়ে আলোচনায় প্রথম পর্ব এখানেই শেষ হয়েছে।

যেহেতু সিক্যুয়েলের বাকি অংশও এই গ্রন্থে পাবেন তাই দ্বিতীয় পর্বে কিশোর বয়সের চ্যালেঞ্জ, সামাজিক অসুস্থতার প্রবল আক্রমণ, শ্রেষ্ঠত্ব অর্জনের প্রবল প্রেরণা, মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ,দায়িত্ববোধ- এই মৌলিক বিষয়গুলো উঠে এসেছে। এই পর্বটি বেশি আকর্ষণীয়। কারণ, এখানে অনেক টপিক অজানা। আর অনেক টপিক বেশ সময় নিয়ে গুছিয়ে পড়ার মতো।

গার্ডিয়ানের অন্য সকল বইয়ের তুলনায় এই বইটির সাজসজ্জা ও বাইন্ডিং বেশ সুন্দর। মূল কথা হলো, গুরুত্ব ও তাৎপর্য। বইয়ের জগতে প্যারেন্টিং এর উপর বেশ কয়েকটা ভালো বই আমি পড়েছি। এই বইটির বিশেষত্ব বলতেই দ্বিতীয় পর্বটি অনেক জরুরি বিষয় নিয়ে লেখা। আপনার কাছে মনে হবে আপনি একজন গবেষক ও বিশেষজ্ঞের পরামর্শ, কোর্স বা লেকচারের রুমে আছেন। যারা সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের জন্য উত্তম টিপ্স আছে। কিন্তু যারা জ্ঞান নিতে চান না, তাদের জন্য বোরিং। আমার কাছে এ ধরনের বই হলো প্রজন্মের আলোকবর্তিকা। যা তাদের পিতামাতাকে গ্রহণ করতেই হবে।

শিক্ষাকেন্দ্র কিংবা দরস অথবা মিটিং -এ যেকোনো অভিভাবককে উপহার দেওয়ার তালিকায় রাখতে পারেন।

এক নজরে বই
বইয়ের নামঃমুসলিম প্যারেন্টিং(সন্তান প্রতিপালন গাইড)
লেখকঃড.মুহাম্মাদ আব্দুল বারী
পৃষ্ঠাঃ১৯৯
মুল্যঃ২২০ টাকা(নির্ধারিত)
প্রথম প্রকাশঃ১৫ অক্টোবর,২০২১
প্রচ্ছদঃরিফাত মাহমুদ
প্রকাশনীঃগার্ডিয়ান পাবলিকেশন্স

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Books For Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share