Box Office News BD

Box Office News BD This is an entertainment page.No1 Box Office page In Bollywood,Hollywood,Dhalywood.Get UpClose and P

100 cr net Club Movies in Bollywood :▪️ Salman Khan - 17 ▪️Akshay Kumar - 15 ▪️Shah Rukh Khan - 10▪️Ranbir Kapoor - 7▪️R...
22/08/2024

100 cr net Club Movies in Bollywood :

▪️ Salman Khan - 17
▪️Akshay Kumar - 15
▪️Shah Rukh Khan - 10
▪️Ranbir Kapoor - 7
▪️Ranveer Singh - 7
▪️Hrithik Roshan - 7
▪️Prabhas - 6 ( Hindi Dubbed )
▪ Aamir Khan - 6

Still at the top of the list! Waiting for his historic comeback at the box office!

Exclusive Big Update Salman Khan এবং Shah Rukh Khan কে নিয়ে Multistar সিনেমা বানাবে YRF এর স্টোরি Aditya Chopra নিজে লেখ...
04/07/2022

Exclusive Big Update

Salman Khan এবং Shah Rukh Khan কে নিয়ে Multistar সিনেমা বানাবে YRF

এর স্টোরি Aditya Chopra নিজে লেখছেন সিনেমা ২০২৩ এর শেষভাগ বা ২০২৪ এর শুরুর হাফে শুরু হতে পারে। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি। এই সিনেমায় Hrithik Roshan ক্যামিও দেবে কিনা নিশ্চিত না।

তবে Hrithik Roshan আগামীতে War 2 করছে এটা অনেকটাই নিশ্চিত। তার হাতের কাজ শেষ হলে এটা ফ্লোরে আসবে।

আর অভিয়াসলি এটা Tiger 3 × Pathaanকম্বো হবে। Karan Arjun এর পর এটাই প্রথম প্রপার মাল্টিস্টারার হতে যাচ্ছে এই দুই মেগাস্টারের।

সালমান খানের আপকামিং মুভি "কাভি ঈদ কাভি দিওয়ালি" মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন সাউথের "রবি বাশুরি", ইনি এর আগে কেজিএফ...
29/06/2022

সালমান খানের আপকামিং মুভি "কাভি ঈদ কাভি দিওয়ালি" মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন সাউথের "রবি বাশুরি", ইনি এর আগে কেজিএফে মিউজিক দিয়েছিলেন।

পাশাপাশি একটি গানেও মিউজিক দিবেন রবি বাশুরি,এটাতে সালমান সাউথের ঐতিহ্যবাহী পোষাকে নাচবেন।

বলিউডের চেয়ে সাউথের কলাকৌশলীরাই বেশি থাকছে এই মুভিতে।

দিন দিন এই মুভি নিয়ে এক্সপেকটেশন বেড়েই চলেছে ফ্যানদের মধ্যে

এ বছর ডিসেম্বরে রিলিজ হবে মুভি।

2022 এর মাঝামাঝি এসে এশিয়ানদের ভিতর সবচেয়ে বেশি Searched ব্যক্তির লিস্ট। বলিউড থেকে পুরুষদের ভিতর Salman Khan এবং Sharuk...
27/06/2022

2022 এর মাঝামাঝি এসে এশিয়ানদের ভিতর সবচেয়ে বেশি Searched ব্যক্তির লিস্ট।

বলিউড থেকে পুরুষদের ভিতর Salman Khan এবং Sharukh Khan এগিয়ে আছেন এবং নারীদের ভিতর Katrina Kaif এক্টিভ সেলেব্রেটিদের ভিতরে।

সাউথ হিরো ও তেলুগু পুরুষ তারকাদের ভিতরে এগিয়ে আছেন বরাবরের মতই Allu Arjun হিরোইনদের ভিতর Kajal Aggarwal এগিয়ে আছে অন্যদিকে

অন্যদিকে তামিল ইন্ডাস্ট্রি থেকে পুরুষ তারকাদের ভিতর এগিয়ে আছেন Vijay

আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া চালাই তবে থিয়েটারে যাওয়া অনেক অডিয়েন্সই সিনেমার অগ্রিম নিউজ এর আগা মাথা খোজ রাখেনা। আমাদের মত...
20/06/2022

আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া চালাই তবে থিয়েটারে যাওয়া অনেক অডিয়েন্সই সিনেমার অগ্রিম নিউজ এর আগা মাথা খোজ রাখেনা। আমাদের মতন এত অগ্রীম জানা শোনা অনেক গ্রাউন্ড লেভেলের অডিয়েন্সের থাকেনা। এটাই সত্যি।

ধরুন আমাদের কমিউনিটিতে প্রায় সবাই জানে Salman Khan এসে Pathaan এ আর Shah Rukh Khan যেয়ে Tiger 3 তে ক্যামিও দেবে। অথবা Brahmāstra তে SRK ক্যামিও দেবে। গ্রাউন্ড লেভেলের অনেক অডিয়েন্সই সেটা জানেনা।

Sooryavanshi সিনেমা আক্কির ক্যারিয়ারের সবচেয়ে বিগ হাইপড সিনেমা হবার অন্যতম কারণ ছিলো সিম্বার মত ব্লকবাস্টার সিনেমায় ক্লিপহ্যাংগার এন্ডিং এই সিনেমার এনাউন্সমেন্ট হিসাবেই। মানে আনুমানিক ১.৯ কোটি লোক থিয়েটারে এই সিনেমা আসছে তার ইংগিত পেয়েছে। একদম টিজার ট্রেইলার আর বিগ এমাউন্ট ঢালা ছাড়াই গ্রাউন্ড লেভেল পাব্লিসিটি।

তাই Pathaan এ Salman Khan এর সংযুক্তির থেকে Tiger 3 তে Shah Rukh Khan এর সংযুক্তি বেশি লাভজনক। কারণ পাঠানে লোকে সালমান শাহরুখকে একসাথে দেখে যখন চোখের শান্তি পাবে তার পর সিনেমার শেষের ক্লিফ হ্যাংগার পোস্ট ক্রেডিট সিনেমার মাধ্যমে টাইগার ৩ এর এনাউন্সমেন্ট হয়ে যাবে। গ্রাউন্ড লেভেলের একটা প্রমোশনাল বুস্ট, ২ খানের আবারো আসার ইংগিত আর ফ্রাঞ্চাইজি সিনেমা সব মিলিয়ে আগুন হাইপ থাকবে টাইগার ৩ এর। তার উপরে আবার ঈদ রিলিজ।

তাই এই ক্যামিও গেমে সবচেয়ে লাভ টাইগার ৩ এর। ও আরেকটা সম্ভাবনার কথা বলে যাই Tiger 3 তে হয়ত সালমান শাহরুখের মাল্টিস্টারার স্পাই ইউনিভারস সিনেমার একটা ক্লিপহ্যাংগার এনাউন্সমেন্ট / পোস্ট ক্রেডিট সিন দিয়ে শেষ হতে পারে। যেহেতু War আলাদা থাকছে।

THE BIGGEST MULTISTAR FILM MAY BE LOADING

Brahmāstra ফিল্মের ট্রেইলারের তেলুগু ভার্সনে ভয়েস ন্যারেট করবেন মেগাস্টার চিরঞ্জীবি15 JUNE আসছে ট্রেইলার
13/06/2022

Brahmāstra ফিল্মের ট্রেইলারের তেলুগু ভার্সনে ভয়েস ন্যারেট করবেন মেগাস্টার চিরঞ্জীবি

15 JUNE আসছে ট্রেইলার

গতকাল কামাল হাসানের ভিক্রাম মুভি সাক্সেস পার্টিতে ৩ ইন্ডাস্ট্রির ৩ মেগাস্টার 💥।
13/06/2022

গতকাল কামাল হাসানের ভিক্রাম মুভি সাক্সেস পার্টিতে ৩ ইন্ডাস্ট্রির ৩ মেগাস্টার 💥।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Box Office News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share