
11/05/2025
সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে!
আজকাল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার নামে কিছু মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনকে নগ্নভাবে উপস্থাপন করছে, যা আমাদের সমাজে মূল্যবোধ ও নৈতিকতার চরম অবনতি ঘটাচ্ছে।
লায়লা ও মামুনের সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের তরুণ প্রজন্মকে ভুল বার্তা দিচ্ছে। ‘সুগার মাম্মী’ কালচার কিংবা নিজেদের মধ্যে কলহকে পাবলিক প্ল্যাটফর্মে উপস্থাপন—এসব কোনোভাবেই বিনোদন নয়, বরং এটি সামাজিক দায়িত্বহীনতার পরিচয়।
আমরা কি এই নোংরামোকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবো?
না, এখনই সময় প্রতিবাদ করার। সোশ্যাল মিডিয়াতে এমন কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন, সচেতনতা ছড়ান, এবং যারা সঠিক বার্তা ছড়াচ্ছেন তাদের পাশে থাকুন।
#শালীনতা_রক্ষা_করুন #সামাজিক_দায়িত্ব #ভালোবাসা_হোক_মানবিকতায়