Somoysongbadbd/ সময় সংবাদ BD

Somoysongbadbd/ সময় সংবাদ BD তরুণ প্রজন্মের অনলাইন দৈনিক

সময় সংবাদ B D ঢাকা || সিলেটে নৌকা ডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্য মাসুম বিল্লাহর মরদে...
10/08/2025

সময় সংবাদ B D ঢাকা || সিলেটে নৌকা ডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নৌকা ডুবিতে ২৪ ঘন্টা পর পিয়াইন নদীতে নিখোঁজ বিজিপি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার ( ১০ আগস্ট) বিকেল ৫ টার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে গোয়াইনঘাটের পশ্চিম
জাফলংয়ের পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। #নিউজআপডেট #নিউজ

Breaking news..বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখা,নওগাঁ-রাজশাহী এর উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানব বন...
10/08/2025

Breaking news..বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখা,নওগাঁ-রাজশাহী এর উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানব বন্ধন। #নিউজআপডেট

লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই মিলবে পুরুস্কার-সময় সংবাদ B D ঢাকা। জুলাই -আগস্টের অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস...
10/08/2025

লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই মিলবে পুরুস্কার-
সময় সংবাদ B D ঢাকা। জুলাই -আগস্টের অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে সরকারের পক্ষ থেকে পুরুস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার ১০ আগস্ট সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। #নিউজআপডেট

সময় সংবাদ B D ঢাকা ||  #নির্বাচন- হালনাগাদ কার্যক্রমে যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তার মধ্যে পুরুষের চেয়ে নারীর স...
10/08/2025

সময় সংবাদ B D ঢাকা || #নির্বাচন- হালনাগাদ কার্যক্রমে যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এবার ২৭ লাখ ৭৬২ জন নারী ভোটারের নাম খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন ১৮ লাখ ৭০ হাজার ২০০ জন। হিজড়া পরিচয়ে অন্তর্ভুক্ত হচ্ছেন ২৫১ জন। নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে,
চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত
সময়ের মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তাঁরাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামী ৩১ অক্টোবর বা তারপরে তরুণ ভোটারদের সম্পূরক তালিকা প্রকাশ করা হবে। সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে ভোটারের সংখ্যা আরও বাড়বে।
#নিবার্চন #নিউজআপডেট

নির্বাচন || নতুন ভোটার ৪৫ লাখ ৭১ হাজার, মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি। সময় সংবাদ B D ঢাকা। হালনাগাদ কার্যক্রম শেষে ২০...
10/08/2025

নির্বাচন || নতুন ভোটার ৪৫ লাখ ৭১ হাজার, মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি। সময় সংবাদ B D ঢাকা। হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের ভোটার তালিকা খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন ( ইসি)

হালনাগাদ কার্যক্রমে মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার ( ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের জন্ম। পাশাপাশি তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৯০ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী, এখন ( ৩০ জুন পর্যন্ত) দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি )সচিবালয়ে সচিব আখতার আহমেদ খসড়া ভোটার তালিকার এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। হালনাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট সব উপজেলা/ থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে।

খসড়া তালিকা নিয়ে কারও কোনো দাবি বা আপত্তি
থাকলে তা আগামী ১২ দিনের মধ্যে জানাতে হবে।
দাবি -আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। #নিউজআপডেট #নিবার্চন

‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছর পর্যন্ত জেল: এনবিআর -সময় সংবাদ B D ঢাকা । করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপ...
10/08/2025

‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছর পর্যন্ত জেল: এনবিআর -সময় সংবাদ B D ঢাকা । করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এ জন্য করদাতার ৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান আছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। সেখানে সারা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সব কটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায়–সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল–বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট এনবিআরের নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এসব পোস্টে রিটার্ন ফরমের সব কটি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাঁদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন, এমন জানা যায়।

এনবিআর আরও বলেছে, আয়কর আইন অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।

এনবিআরের মতে, একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায়সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার নাগরিক ও আইনি দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাঁকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।

এনবিআর বলেছে, সব করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জির রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড থেকে সুরক্ষিত রাখবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছরের ১৭ লাখের মতো করদাতা অনলাইনে রিটার্ন দেন। তাঁদের মধ্যে ৭০ শতাংশ করদাতা কোনো কর দেননি। তবে রিটার্ন দিয়েছেন।

বর্তমানে ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে বছরে ৪০ লাখের মতো করদাতা রিটার্ন দেন। চলতি অর্থবছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।

গাজীপুরে সাংবাদিক তুহিন কে পুলিশের সামনে গলাকেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ---- ১০ আগষ্ট রোজ রবিবার সকাল ১১ ট...
10/08/2025

গাজীপুরে সাংবাদিক তুহিন কে পুলিশের সামনে গলাকেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ---- ১০ আগষ্ট রোজ রবিবার সকাল ১১ টা স্হান----মিশন মোড় চত্বর।
আয়োজনে: বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা। #নিউজআপডেট

09/08/2025

জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ প্রায় চুড়ান্ত। Somoysongbadbd/ সময় সংবাদ BD

অপরাধ দুর্নীতি || সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে মোট গ্রেফতার ৭ জন। সময় সংবাদ B D ঢাকা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহি...
09/08/2025

অপরাধ দুর্নীতি || সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে মোট গ্রেফতার ৭ জন। সময় সংবাদ B D ঢাকা। গাজীপুরে
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ( ৮ আগস্ট) রাতে তাদের গ্রেফতার তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ( জিএমপি) #নিউজআপডেট

Breaking news..গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের  দাবীতে রাজবাড়ীতে প্রেসক্লা...
09/08/2025

Breaking news..গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবীতে রাজবাড়ীতে প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন। #নিউজআপডেট Somoysongbadbd/ সময় সংবাদ BD

দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে পেইজে লাইক ফোলা দিয়ে সাথেই থাকুন | তরুণ প্রজন্মের অনলাইন সময় সংবাদ বিডি Somoysongbadbd/ ...
09/08/2025

দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে পেইজে লাইক ফোলা দিয়ে সাথেই থাকুন | তরুণ প্রজন্মের অনলাইন সময় সংবাদ বিডি Somoysongbadbd/ সময় সংবাদ BD

অপরাধ দুর্নীতি || সময় সংবাদ B D ঢাকা || গাজীপুরের টঙ্গীতে তিনটি ব্যাগ থেকে উদ্ধার খণ্ডিত মরদেহটি নরসিংদীর অলীর। আঙ্গুলে...
08/08/2025

অপরাধ দুর্নীতি || সময় সংবাদ B D ঢাকা || গাজীপুরের টঙ্গীতে তিনটি ব্যাগ থেকে উদ্ধার খণ্ডিত মরদেহটি নরসিংদীর অলীর। আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত মোহাম্মদ অলী আজমেরী পরিবহনের একটি বাসের হেলপার। তবে, হত্যার মোটিভ এখনও জানা যায়নি। এদিকে, সিসিক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, অজ্ঞাত দুই যুবকের বস্তাগুলো রেখে যাওয়ার দৃশ্য।। #অপরাধী #নিউজআপডেট

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Somoysongbadbd/ সময় সংবাদ BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somoysongbadbd/ সময় সংবাদ BD:

Share