
06/09/2025
অপরাধ দুর্নীতি || রাজধানীর বারিধারা থেকে ক্যাসিনো কান্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেফতার -৯ জন।
অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনো কাণ্ডে সেলিনা প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার ( ৬ সেপ্টেম্বর)
ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সেলিনা প্রধান, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন,
তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুল রহমান তাজবীর, মেহেদী হাসান, সিইমুম ইসলাম। সূত্রে জানা যায়, এ অভিযানে ৭ টি সীসা স্ট্যান্ড, ৫টি সীসার পাইপ, ৫টি সীসার প্যাকেট, ৫টি সীসার প্লাস্টিকের কৌটাসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। এরইমধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
#বিডি #অপরাধ