28/07/2025
মাটির তৈরি মানুষ কাগজের তৈরি টাকা তবুও আমাদের এত অহংকার একবারও ভাবি না একদিন মিশে যেতে হবে ওই মাটির সাথে আমাদের আর রইল বাকি টাকার মূল্য টাকাটার মূল্য ততদিন থাকে যতদিন সেল থাকে অথবা টাকাটা যত দিনে ছেড়ে না যায় তাই টাকা বা নিজের সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করতে নেই