প্রিয় নরসিংদী বাসী।

প্রিয় নরসিংদী বাসী। ࿐আসসালামু আলাইকুম নরসিংদী বাসী࿐
࿐আপনাদের সবাইকে পেইজে স্বাগতম࿐
࿐লাইক,ফলো দিয়ে পাশে থাকবেন࿐
࿐আপনাদের সবার࿐
࿐ভালবাসা নিয়ে এগিয়ে যাবো࿐
࿐ ইনশাআল্লাহ ࿐

11/01/2025

আসসালামু আলাইকুম।
নাম: রাকিবুল ইসলাম রিমন।
জেলা: নরসিংদী।
থানা: মনোহরদী।
ইউনিয়ন : একদুয়ারিয়া।
গ্রাম: কামারআলগী।
মাঠ চাই 🙂
আমার গ্রামটা খুব সুন্দর। প্রকৃতির দিক দিয়ে। ছোটো থেকে দেখে আসতেছি গ্রামের তরুণরা সব সময় এক সাথে মিলে মিশে থাকে। বড়দের কি করে সম্মান ও ছোটদের স্নেহ ভালবাসা দিয়ে আগলে রাখতে হয়। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জন্ম আমার বড় ছোট ভাই, বন্ধু, চাচা,ভাতিজাদের নিয়ে শৈশব টা অনেক খেলা ধুলা মজা করে কেটেছে। তখন কিন্তু আমাদের গ্রামে কোনো মাঠ ছিলো না। শুধু চারাগাছের বাগানটাই ছিলো খেলার জন্য তবুও ভাল ছিলো দিন গুলো।

আগে আমরা যেখানে খেলাধুলা করতাম আসতে আসতে ওইখানে মানুষ বাড়ি ঘর তৈরি করা শুরু করে। ২০১০ সালের পরে স্মার্টফোন আমাদের গ্রামে আসা শুরু করে। তখন থেকে খেলাধূলা কমা শুরু করে।

কারণটা ছিলো, আমাদের গ্রামে তখন থেকে খেলার জন্য একটা মাঠ নাই । খেলাধুলা না করতে পেরে। অনেকেই স্মার্ট ফোনে ও মাদকে আসক্ত হয়ে পরা শুরু করে। আমার মতে এই ২০২৫ সালে ডিজিটাল যুগে পুরোনো অনেক খেলাধুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই আমাদের সবার উচিত। ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর একটি আদর্শ গ্রাম গড়তে। লেখাপড়া ও খেলাধুলা ছাড়া বিকল্প কিছু নাই ।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল।
মাঠের প্রয়োজনীয়তা: ৫ থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চাদের মেধা বিকাশ ও শারিরীক সুস্থতার জন্য খেলাধুলা ১০০% প্রয়োজন।
গ্রামের সবাই চাই ছেলেরা নেশা, জুয়া ও বাজে আড্ডা এই সব থেকে দূরে থাকুক। কিন্তু এই সব থেকে দূরে থাকার জন্য কোন ব্যবস্থা নেই। নেশা,জুয়া এই সব থেকে দূরে রাখার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধলা করা প্রয়োজন।

বর্তমান সমাজের অবস্থা :
ছেলে মেয়েরা খেলাধূলা থেকে দূরে সরে যাচ্ছে। আসক্ত হচ্ছে মাদক ও মোবাইল ফোনে এতে শারীরিক এবং মানুষিক চাপ বাড়তেছে।
আমি আমার গ্রামের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই একতাবদ্ধ হয়ে একটি মাঠ গড়ার কাজে এগিয়ে আসুন।
একটি মাট আমাদের যুবসমাজের সপ্ন।💝💝💝

বিদ্রোহ : ভাল কাজের জন্য ক্ষমতা, রাজনীতিবীত লাগে না। শুধু একটা ভাল মনের প্রয়োজন। আসুন সবাই ধনী, গরিব - ছোট,বড়- দল মত সবকিছু ভুলে ঐক্য বদ্ধ হয়ে এগিয়ে আসি। তাহলেই ভবিষ্যৎত প্রজন্ম ভাল মানুষ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
#মাঠচাই

08/01/2025

____🌻💚🌸🌺 ____😌
🌼💙🐰(-!!❝যেখানে নিজের কোন মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটা উত্তম।❞!!-)

______🌿🐰🌼-𝙄𝙩 𝙞𝙨 𝙗𝙚𝙩𝙩𝙚𝙧 𝙩𝙤 𝙧𝙚𝙢𝙤𝙫𝙚 𝙮𝙤𝙪𝙧𝙨𝙚𝙡𝙛 𝙛𝙧𝙤𝙢 𝙖 𝙥𝙡𝙖𝙘𝙚 𝙬𝙝𝙚𝙧𝙚 𝙮𝙤𝙪 𝙝𝙖𝙫𝙚 𝙣𝙤 𝙫𝙖𝙡𝙪𝙚, 𝙚𝙫𝙚𝙣 𝙞𝙛 𝙞𝙩 𝙝𝙪𝙧𝙩𝙨.🧸🙂🧡✨

23/12/2024
23/12/2024
30/11/2024

__𝐓𝐮𝐦𝐢 𝐤𝐢 𝐀𝐦𝐫 𝐇𝐚𝐒𝐢 𝐌𝐮𝐤𝐇𝐞𝐑🐰🌻
__𝐤𝐚𝐫𝐨𝐍 𝐇𝐨𝐁𝐞

27/09/2024
29/08/2024

২৫ হাজার টাকা প্রত্যেকরাতের ইনকাম হলে!
মাসিক ইনকাম কত?
খুব কঠিন অঙ্ক কিন্তু 😑

28/08/2024

ব্রেকিং নিউজ
খু'নি হা'সিনার সেঞ্চুরি হতে আর মাত্র ১ মাম'লা বাকি! 😬

সোর্স: Channel 24

আহা মৃত্যু! 😅
28/08/2024

আহা মৃত্যু! 😅

Address

Dhaka

Telephone

+8801882181471

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় নরসিংদী বাসী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় নরসিংদী বাসী।:

Share