11/01/2025
আসসালামু আলাইকুম।
নাম: রাকিবুল ইসলাম রিমন।
জেলা: নরসিংদী।
থানা: মনোহরদী।
ইউনিয়ন : একদুয়ারিয়া।
গ্রাম: কামারআলগী।
মাঠ চাই 🙂
আমার গ্রামটা খুব সুন্দর। প্রকৃতির দিক দিয়ে। ছোটো থেকে দেখে আসতেছি গ্রামের তরুণরা সব সময় এক সাথে মিলে মিশে থাকে। বড়দের কি করে সম্মান ও ছোটদের স্নেহ ভালবাসা দিয়ে আগলে রাখতে হয়। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জন্ম আমার বড় ছোট ভাই, বন্ধু, চাচা,ভাতিজাদের নিয়ে শৈশব টা অনেক খেলা ধুলা মজা করে কেটেছে। তখন কিন্তু আমাদের গ্রামে কোনো মাঠ ছিলো না। শুধু চারাগাছের বাগানটাই ছিলো খেলার জন্য তবুও ভাল ছিলো দিন গুলো।
আগে আমরা যেখানে খেলাধুলা করতাম আসতে আসতে ওইখানে মানুষ বাড়ি ঘর তৈরি করা শুরু করে। ২০১০ সালের পরে স্মার্টফোন আমাদের গ্রামে আসা শুরু করে। তখন থেকে খেলাধূলা কমা শুরু করে।
কারণটা ছিলো, আমাদের গ্রামে তখন থেকে খেলার জন্য একটা মাঠ নাই । খেলাধুলা না করতে পেরে। অনেকেই স্মার্ট ফোনে ও মাদকে আসক্ত হয়ে পরা শুরু করে। আমার মতে এই ২০২৫ সালে ডিজিটাল যুগে পুরোনো অনেক খেলাধুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই আমাদের সবার উচিত। ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর একটি আদর্শ গ্রাম গড়তে। লেখাপড়া ও খেলাধুলা ছাড়া বিকল্প কিছু নাই ।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল।
মাঠের প্রয়োজনীয়তা: ৫ থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চাদের মেধা বিকাশ ও শারিরীক সুস্থতার জন্য খেলাধুলা ১০০% প্রয়োজন।
গ্রামের সবাই চাই ছেলেরা নেশা, জুয়া ও বাজে আড্ডা এই সব থেকে দূরে থাকুক। কিন্তু এই সব থেকে দূরে থাকার জন্য কোন ব্যবস্থা নেই। নেশা,জুয়া এই সব থেকে দূরে রাখার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধলা করা প্রয়োজন।
বর্তমান সমাজের অবস্থা :
ছেলে মেয়েরা খেলাধূলা থেকে দূরে সরে যাচ্ছে। আসক্ত হচ্ছে মাদক ও মোবাইল ফোনে এতে শারীরিক এবং মানুষিক চাপ বাড়তেছে।
আমি আমার গ্রামের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই একতাবদ্ধ হয়ে একটি মাঠ গড়ার কাজে এগিয়ে আসুন।
একটি মাট আমাদের যুবসমাজের সপ্ন।💝💝💝
বিদ্রোহ : ভাল কাজের জন্য ক্ষমতা, রাজনীতিবীত লাগে না। শুধু একটা ভাল মনের প্রয়োজন। আসুন সবাই ধনী, গরিব - ছোট,বড়- দল মত সবকিছু ভুলে ঐক্য বদ্ধ হয়ে এগিয়ে আসি। তাহলেই ভবিষ্যৎত প্রজন্ম ভাল মানুষ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
#মাঠচাই