Anwar tv

Anwar tv ইগোটাকে বক্সবন্দী করে আসুন বিপদে মানুষকে সহয়তা করুন। Loveing group

26/12/2025

Hadi bhai female version

26/12/2025

লিডার আসছে তাই আলহামদুলিল্লাহ তিনঘণ্টা মানিকগঞ্জ থেকে ঢাকার রাস্তায় বসে আছি জ্যামে। কারণ লিডার ভি, আইপি প্রটোকল নিয়ে আসছে আমরা সাধারণ পাবলিক খেতের মুলা তাই আমাদের কোনো মুল্য নাই।

হাদীর বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় যেতে হয়েছে,  এটা লজ্জার!! লজ্জার!! ভীষণ লজ্জার!!অথচ কথা ছিলো নতুন বাংলাদেশ। নতুন ...
26/12/2025

হাদীর বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় যেতে হয়েছে, এটা লজ্জার!! লজ্জার!! ভীষণ লজ্জার!!
অথচ কথা ছিলো নতুন বাংলাদেশ। নতুন বন্দবস্তের। যেখানে বিচার পাওয়ার অধিকার সবার সমান হওয়ার কথা। এখন মনে হচ্ছে কৃতদাসের প্রভু বদলায়, কখনো মুক্তি হয় না।

26/12/2025

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সং'ঘ'র্ষে নি/হ/ত হয়েছে আটজন

I have a plan for the people of my country.said Tarique Rahman.I stand with this vision towards a brighter, stronger Ban...
25/12/2025

I have a plan for the people of my country.
said Tarique Rahman.
I stand with this vision towards a brighter, stronger Bangladesh! 🇧🇩🫡✊

25/12/2025

এটা আবার কে বানালি ভাই 🙂🙏

25/12/2025

ভা'রতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদির 'বিদ্রোহী' কবিতা আবৃত্তির ভিডিও প্রধান উপদেষ্টার পেইজ থেকে সরিয়ে নেয়া হলো কেন?

তেলটা একটু কম হয়ে গেলো না?
25/12/2025

তেলটা একটু কম হয়ে গেলো না?

বিভিন্ন জায়গায় এরকম জোড়া বিদ্যুতের খুটি দেখা যায়। তার উপরে ওরকম বৃহৎ একটা মেশিন থাকে। আসলে এটার কাজ কি..?
25/12/2025

বিভিন্ন জায়গায় এরকম জোড়া বিদ্যুতের খুটি দেখা যায়। তার উপরে ওরকম বৃহৎ একটা মেশিন থাকে। আসলে এটার কাজ কি..?

24/12/2025

নীলুফার মনির দল বিএনপির প্রধান তারেক রহমানের সাথে মোদীর বোঝাপড়া হয়ে গেছে, তাই তিনি দেশে আসছেন, ভারতীয় পত্রিকা আনন্দ বাজারের কয়েকটা চুম্বকাংশ দিলাম:

১.
মুক্তিযুদ্ধ ও ভারতকে পুঁজি করে তারেক বাংলাদেশে আসছেন।

২.
নয়াদিল্লির সমর্থন নিশ্চিত করেই দেশে ফিরছেন তারেক।

৩.
বিএনপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের চুক্তিগুলোতে কোন প্রভাব পড়বে না।

৪.
বাংলাদেশের মাটিকে কোনও ভাবে ভারত-বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে।

৫.
ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপি-কে। কারণ, কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ।

১৯ ডিসেম্বর, আনন্দবাজার

24/12/2025

মগবাজারে ককটেল বিস্ফোরণে মারা যাওয়া মানুষটার বাবা চিৎকার করে কানতেছে।

আর বলতেছে, আমি ঢাকা আসলাম ক্যান রে? ঢাকা না আসলে তো আর এভাবে আমার পোলারে মরতে হত না।

ইস্কাটনের এই রোড দিয়ে আজকে আমারও আসা হলো।

এই ককটেলটা আরেকটু পর ফুটলেই হয়তো আমার মাথাতেও পড়তে পারত।

হয়তো আমার বাপকেও সেইম কথা বলতে হত।

হয়তো আমিও জানতাম না, আমার অপরাধ কী।

বা বোমটা যদি আরেকটু আগে ফুটতো, ওখানে থাকতেন আপনি।

নবিজি বলেছিলেন, শেষ জামানায় যে হত্যা করবে, সে জানবে না, কেন হত্যা করল। আর যে হত্যা হইল, সেও জানবে না, কেন হত্যা হইলো।

না, পৃথিবী ঠিকই আছে।

শুধু এই ঢাকা শহরটাতে হুট করেই শুরু হয়ে গেছে কেয়ামত আর শেষ জামানা।

আল্লাহ জানে, আর কত বাবাকে পুত্রহারা করে তারপর এই শেষ জামানার শেষ হবে।

নাকি হবেই না কোনদিন?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anwar tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share