Deshi News48

Deshi News48 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deshi News48, Newspaper, Uttora, Dhaka.

Bangladesh and New Zealand Champions Trophy live match link coment box
24/02/2025

Bangladesh and New Zealand Champions Trophy live match

link coment box

04/02/2025
মক্কা যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর।
31/01/2025

মক্কা যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর।

কোরআনে আ*গু*ন দেয়া এই ব্যক্তিকে সুইডেনে গু*লি করে হ*ত্যা করা হয়েছে।👏 আলহামদুলিল্লাহ❤️
31/01/2025

কোরআনে আ*গু*ন দেয়া এই ব্যক্তিকে সুইডেনে গু*লি করে হ*ত্যা করা হয়েছে।👏 আলহামদুলিল্লাহ❤️

31/01/2025

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক গ্রামেরই ৩৭ জনকে নিয়োগ; এবং এর মাঝে একই পরিবারের ৫ জন রয়েছেন।তাও BCS

[*তথ্যসূত্র : Jamuna Television ]

পদত্যাগ করবেন অর্ন্তরবতীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ ও নাহিদ
31/01/2025

পদত্যাগ করবেন অর্ন্তরবতীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ ও নাহিদ

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের। এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা।...
22/01/2025

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের।
এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে।
বাস্তবতা হল- পশ্চিমাদের বানানো নারী স্বাধীনতা নিছক্ ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক মরীচিকার মতো; দূর থেকে দেখতে পানি জ্বলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না।
অথবা বলতে পারো- ঠিক মরুভূমির চোরা বালির মত। ভরসার মনে করে পা' দিবে তো অতল গহ্বরে হারিয়ে যাবে।
হ্যাঁ, তথাকথিত নারী স্বাধীনতার এটাই বাস্তবতা।

- মুহাম্মাদ রুহুল্লাহ

রুশ পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশ: "রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে ১৯শ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র"! একটি...
22/01/2025

রুশ পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশ: "রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে ১৯শ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র"!

একটি দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয় বিদেশী পরামর্শক প্রতিষ্ঠানের নেতৃত্বে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু আছে? কতটা মূর্খ হলে আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি? আওয়ামীলীগের কোন বুদ্ধিজীবী কি শেখ হাসিনাকে এই বিষয়ে দুটো কথা শুনিয়েছিলেন? কেন এমন হলো কারণ এই দেশেতো লেখাপড়া ও গবেষণা নাই। যেই দেশে অন্তত একজন বিশ্বমানের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার অথবা নিউক্লিয়ার পদার্থবিদ নাই সেই দেশ কিভাবে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মত একটা সেনসিটিভ প্রকল্প হাতে নেয়? তাও আবার বিদেশী ঋণে। আজকে যদি দেশি যোগ্য পরামর্শকের নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়িত হতো অর্থাৎ পরামর্শক কমিটির নেতৃত্ব থাকবে বাংলাদেশী বিজ্ঞানীদের হাতে এবং তাদের তদারকিতে যদি রাশিয়া এই প্রকল্প তৈরী করতে সাহায্য করতো তাহলেও হতো। দেশি পরামর্শক নাই বলে আজ প্রকল্প যখন প্রায় শেষ পর্যায়ে তখন জানতে পারি যে রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে ১৯শ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র"!

শুধু তাই না এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলেই সেখান থেকে বিদ্যুৎ গ্রীডে দেওয়া এবং আমাদের ব্যবহার যোগ্য করার জন্য আমাদের সঞ্চালন লাইন কি প্রস্তুত? এই কেন্দ্র থেকে বিদ্যুৎ নিতে সঞ্চালন লাইনের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এবং ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েশন খুবই সেনসিটিভ ইস্যু। এইসব ইস্যুকে আমরা কতটা গুরুত্ব দিয়ে প্রস্তুত করেছি? এখন এই পর্যায়ে এসে ১৯শ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরী করতে বা প্রস্তুত রাখতে আমরা এত গ্যাস কোথায় পাব? হয়ত এই কেন্দ্র থেকে বিদ্যুৎ ব্যবহার যোগ্য করতে আমাদেরকে অনেক বছর অপেক্ষা করতে হবে কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করতে যেই বিশাল ঋণ আমরা নিয়েছি তার সুদ দিতে দিতেইতো আমরা ফতুর হয়ে যাব।

রাশিয়ার সাথে বর্তমানে সম্পর্কও ভালো না যে আলাপ আলোচনার মাধ্যমে একটি ঋণ পরিশোধে একটু রেয়াত নেওয়া যাবে। আমরা শেষ। আওয়ামীলীগ সরকার টাকা মারার মেগা প্রকল্প করতে গিয়ে দেশের বারোটা বাজানোর ব্যবস্থা করে দিয়ে গেছে। জানেনতো যে এই প্রকল্প চুক্তি করতে শেখ হাসিনার সাথে পুতিনের সাথে আলোচনা করতে কারা কারা গিয়েছিল? শেখ রেহানা, সজীব ওয়াজেদ, সায়মা পুতুল, ব্রিটিশ এমপি টিউলিপ ও শেখ রেহানা। শেখ হাসিনা ব্যাতিত শেখ পরিবারের অন্যান্য সদস্যরা কেন গিয়েছিল?

আলহামদুলিল্লাহ ❤️ মৃত্যুদন্ড
22/01/2025

আলহামদুলিল্লাহ ❤️

মৃত্যুদন্ড

চুড়ান্ত হয়েছে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক...
20/01/2025

চুড়ান্ত হয়েছে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলে বহিরাগত যুবককে মে'য়ে সাজিয়ে রাতে নিজ কক্ষে নেওয়া ওই ছাত্রীকে সা...
20/01/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলে বহিরাগত যুবককে মে'য়ে সাজিয়ে রাতে নিজ কক্ষে নেওয়া ওই ছাত্রীকে সাময়িক ব'হি'ষ্কা'র করেছে প্রশাসন।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী আশ্রাফুল আলম পারভেজ নামের এক যুবককে রাতে নিজের কক্ষে নিয়ে যাওয়ায় ওই ছাত্রীকে সাময়িক ব'হি'ষ্কা'র করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রীর সঙ্গে কপালে টিপ, প্লাজু ও ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এরপর পারভেজকে আটক করে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে দেওয়া হয়।

Address

Uttora
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshi News48 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category