
19/09/2025
নিউজ পোস্ট ও এই সংক্রান্ত কাজগুলির জন্য কিছু সংখ্যক এডমিন+এডিটর প্রয়োজন! (নারী/পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন)
বেতন: ১৫ হাজার টাকা।
কাজের ধরন: নিয়মিত ও তাৎক্ষণিক নিউজ পোস্ট করা। অডিও-ভিডিও এডিট করা। ফটো কার্ড তৈরি করে ফেসবুকে আপলোড করা। ফেসবুক পেজ পরিচালনা করা, কমেন্ট এর রিপ্লাই দেওয়া। সংশ্লিষ্ট কাজের জন্য এডিটিং করা। ( কাজ শিখিয়ে দেওয়া হবে। প্রকাশ থাকে যে নিউজ এর ক্ষেত্রে এক শতাংশ ভুলও গ্রহণযোগ্য নয়। ভুল হলেও তাৎক্ষণিক অথবা দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করে দিতে হবে। অর্থ্যাৎ মনোযোগী হতে হবে )
শর্ত ও সুবিধা: নিজস্ব স্মার্টফোন ও ল্যাপটপ থাকতে হবে। আমাদের সাথে কাজ করাকালীন অন্য কোন চাকুরী বা কাজের সাথে যুক্ত থাকা যাবে না। সর্বোচ্চ রকমের মনোযোগী হতে হবে। যেহেতু নিউজ রিলেটেড কাজ সেহেতু নির্ভুল এবং দ্রুততম সময়ে কাজ ডেলিভারি অন্যতম শর্ত।
চাইলে রিমোট জব হিসেবে নিজের বাড়িতে থেকেও কাজ করতে পারবেন।
আগ্রহীগণ ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
whatsapp: 01718-456839