Wasim Uddin

Wasim Uddin I think I create video ..

02/06/2025

ভেবে হচ্ছি অস্থির, জ্যাম কখন থামবে
দম বন্ধের হতাশা কখন বুক থেকে নামবে।
ওরে ভাই দয়া করে রাস্তাটা খালি কর
আমারতো ইচ্ছে করে দ্রুত পৌছাই নিজের ঘর।
শুনিসনা কেন আমার একটুখানি আবদার
দেখিসনা, হতাশায় মন আমার হাহাকার।
তোর মত আমিও চাই প্রানঞ্চল শান্তি
ব্যস্ত এই দিনের শেষে দূর হোক ক্লান্তি।
আজ আর পারছিনা, সব ঠিক কর, ঠিক কর
আমারতো ইচ্ছে করে দ্রুত পৌছাই নিজের ঘর।

#আমি #কবিতা

পাশের বাসার পোলা ব্যাংকে চাকরি করে আর তুই খেলছ।
21/05/2025

পাশের বাসার পোলা ব্যাংকে চাকরি করে আর তুই খেলছ।

14/05/2025

Extreme Hammocking ⚡
full video coming soon

30/04/2025

ওই বন্ধুর সাথে বেশি বেশি মিশবে, কথা বলবে যে সবসময় প্লান করে কিছু করার, প্লান হোক ব্যবসা করার বা ঘুরতে যাওয়ার বা যে কোনো কিছুর প্লানই হোক (অবশ্যই ভালো দিকের)। যে প্লান করে সেইই কিছু করে। আর যদি কিছু নাও হয় তবুওতো জীবনে মনে রাখার মত অনেক গল্প তৈরি হয়ে যাবে। বলার মত উপাদান থাকবে যে, বন্ধুর সাথে কত শত প্লান করেছি, একসাথে কত কিছু ট্রাই করেছি, পাশ করেছি, ফেইল করেছি। জীবনটাকে সামনের কাতারে নিয়ে যেতে অর্থ দরকার, কিন্তু জীবনটাকে সামনের কাতারে নিয়ে যাওয়ার ইচ্ছা তৈরি করার জন্য গল্প দরকার।
তো প্লান করো, বেশি বেশি প্লান করো, পাশ করো বা ফেইল করো বন্ধুটার সাথে বসলেই কিছু একটা প্লান করে ফেলো। লাইফের সেরা গল্প গুলু ঐ প্লান থেকেই আসবে।

#আমি #আমারগল্প #বন্ধু

14/04/2025

গল্পটা পইড়ো...
কিছুদিন আগে একজন আমার কাছে কিছু টাকা চাইলো, আমি বললাম আমার কাছেতো টাকা নেই, তোমার কি কাজে লাগবে জরুরি কতখানি, আমাকে বলো। বললো লাগবে একটু, ঝামেলায় আছি। আমি বললাম আমি কোন ঝামেলায় নাই, আমারে বলো। বলে হাতে টাকা নাই, একদম খালি, ভালো লাগতেছে না। বললাম আমার মধ্যে এই গুন নাই যে আমি ভাই তোমার পাশে থাকলে তোমার ভালো লাগবে যেটার টাকার আছে। ঠিক আছে আমি কিছু টাকার ব্যবস্থা করে দিচ্ছি যেভাবেই হোক। গল্পটা জোর করে এখানেই শেষ করে দিচ্ছি।

লাইনটা আবার পড় :- আমার মধ্যে এই গুন নাই যে আমি ভাই তোমার পাশে থাকলে তোমার ভালো লাগবে যেটার টাকার আছে।

তুমি চাইলেই দেবো আমি সব
যদি তুমি করো আমায় অনুভব

#আমি

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।  #নববর্ষ১৪৩২  #পহেলাবৈশাখ
14/04/2025

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

#নববর্ষ১৪৩২ #পহেলাবৈশাখ

মাঝে মাঝে গাছের নিচের চা দোকানে বসবা, ১ টা চা আর রুটি নিবা। চা টা তুমি খাবা আর রুটিটা চড়ুই পাখিকে দিবা।
04/04/2025

মাঝে মাঝে গাছের নিচের চা দোকানে বসবা, ১ টা চা আর রুটি নিবা। চা টা তুমি খাবা আর রুটিটা চড়ুই পাখিকে দিবা।

আমি সালামি নিয়ে দাঁড়িয়ে, তোমরা হাতটা দেও বাড়িয়ে।  ঈদ মোবারক সবাইকে 🌙❤️
31/03/2025

আমি সালামি নিয়ে দাঁড়িয়ে, তোমরা হাতটা দেও বাড়িয়ে।
ঈদ মোবারক সবাইকে 🌙❤️

Never trust a smiling man 🙂👋
27/10/2023

Never trust a smiling man 🙂👋

Reached 100 followers! Great 😀
20/10/2023

Reached 100 followers! Great 😀

12/10/2023

অক্টোবর না পরশুদিন শুরু হইছিলো, আজকে দেখি ১২ তারিখ...😀

19/04/2023

Dhaka shohor right now

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Wasim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share