02/06/2025
ভেবে হচ্ছি অস্থির, জ্যাম কখন থামবে
দম বন্ধের হতাশা কখন বুক থেকে নামবে।
ওরে ভাই দয়া করে রাস্তাটা খালি কর
আমারতো ইচ্ছে করে দ্রুত পৌছাই নিজের ঘর।
শুনিসনা কেন আমার একটুখানি আবদার
দেখিসনা, হতাশায় মন আমার হাহাকার।
তোর মত আমিও চাই প্রানঞ্চল শান্তি
ব্যস্ত এই দিনের শেষে দূর হোক ক্লান্তি।
আজ আর পারছিনা, সব ঠিক কর, ঠিক কর
আমারতো ইচ্ছে করে দ্রুত পৌছাই নিজের ঘর।
#আমি #কবিতা