HRR Digital Consultancy

HRR Digital Consultancy সঙ্গে থাকুন...
(6)

অনলাইন বিজনেস অত্যন্ত ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিক একটা প্রক্রিয়া। এই বিজনেসও অনেকটাই অনলাইন কোডিংয়ের মত। এলগরিদমের মত। এ...
02/06/2025

অনলাইন বিজনেস অত্যন্ত ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিক একটা প্রক্রিয়া। এই বিজনেসও অনেকটাই অনলাইন কোডিংয়ের মত। এলগরিদমের মত। এখানে প্রবলেম হবে, বাগিং হবে - আবার কোড ঠিকঠাক ফিক্সড করতে পারলেই দারুণ ইন্টারফেস হবে। অসম্ভব সুন্দর লেআউট হবে। অনেকেই সেই বাগিংয়ে পড়লে বা কোড ইররে পড়লেই হতাশ হয়ে যায়।

এজন্য কয়েকটা পয়েন্ট বলি। তবে মূল কথা বলার আগে একটা প্রাকটিক্যাল উদাহরণ শুনাই।

গতমাসে একজনের পার সেলে ৬-৭-৮ ডলার কস্টিং হয়েছে। এক মাসে তার ৬-৭ লাখ টাকা কেবল এড কস্টিংয়ে লস হইছে। মজার বিষয় হলো - কুরবানীর ঈদের বাজার ধরে দুই তিনটা প্রোডাক্ট দিয়ে সে সবকিছু ঘুছিয়ে ফেলেছে আবার। আগের লস পুরোটা রিকভার না হলেও অনেকটাই হয়ে গেছে।

এটাই অনলাইন বিজনেসের একটা সংক্ষিপ্ত পয়েন্ট!

আসল কথা হলো - গত বছরের আগস্টের পর থেকেই বাংলাদেশে অনলাইন বিজনেস বিশেষ করে এফ কমার্সের বিজনেস প্রচন্ড খারাপ যাচ্ছে। এটা যতটা না দেশের পট পরিবর্তন তারচে বেশি ফেসবুক অ্যাডস পলিসির কারনে। আমার মত যারা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিচ্ছে তারা এ ক্ষেত্রে অবশ্যই হিমশিম খেতে হচ্ছে। যেই ডলারে যেই সার্ভিস আগে দিতে পারতাম স্বভাবতই এখন সেটা হচ্ছে না। ক্লায়েন্ট আশাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে টাকা আটকায়া যাচ্ছে।

গত এক বছর আমি 'ওয়ান ডলার সেল' নিয়মে সার্ভিসে থাকলেও এখন সেটা হচ্ছে না আর। অনেক চেষ্টা করেও পারতেছি না। ক্লায়েন্টও আশাহত হচ্ছে। অনেকেই অনলাইন বিজনেসের পরিধী কমায়া ফেলতেছে। অথচ এটা ধিরে ধিরে বাড়াইতে হয়।

এই মূহুর্তে আমার প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা বিভিন্নজনের কাছে আটকানো। যে টাকা 'মেটা' আমার কাছ থেকে কেটে নিয়ে গেছে। কিন্তু ক্লায়েন্টদের কাছ থেকে ঠিকমত টাকা নিতে পারিনি। বিভিন্ন কারণেই নেওয়া হয়নি। যদিও আমি এ বিষয়ে প্রচন্ড কনসার্ণ থাকি। তারপরও কিছুক্ষেত্রে নিয়ম তো ভাঙ্গেই। যে কারণে প্রবল চাঁপে পড়ে যাওয়া বলতে যা বুঝায় তাতেই আছি এখন। খু্ব সতর্কতায় ঈদ বাজারটা কাটায়া নিতে পারলে হয়।

গতকাল পেমেন্ট ইস্যুতে কয়েকজন ভাইয়ের অনেকগুলো এড অফ হয়ে গেছে। এই এড অফ হওয়ায় আমার ক্ষতির চেয়ে ক্লায়েন্টের ক্ষতি বেশি হয়েছে। তাদের এডের ফ্লো ক্ষতিগ্রস্থ হয়েছে। পেজে ইফেক্ট পড়েছে।

ক্লায়েন্টের ক্ষেত্রে এ বিষয়টা আমি প্রচুর খেয়াল রাখি। যাতে তার অ্যাসেট ক্ষতিগ্রস্থ না হয়। এখানে 'বিজনেস পেজ' ক্লায়েন্টের অ্যাসেট। এডের স্বাভাবিক ফ্লো নষ্ট হলে পেজে পেজের রিচ থেকে শুরু করে অনেক কিছুতে ইফেক্ট পড়ে। পরবর্তিতে এই পেজের এড কস্টিং বেড়ে যায়। রিচ নষ্ট হয়।

এগুলো সবই কোডিং আর এলগরিদমের কাজ। আমরা চাইলেও এসবের তেমন পরিবর্তন আনতে পারি না। তবে এই কোড ও এলগরিদমের নিয়ম মেনে চললে অবশ্যই বিষয়টা উপকারের হয়। ফলপ্রসূ হয়। অনেক এমন উদাহরণ আছে যারা এই বিজনেসে সফল হয়েছে। ভালোভাবেই হয়েছে।

24/05/2025

গত রাত সাড়ে বারোটার পর থেকে এখন পর্যন্ত বাইশটির অধিক এড রান করা হয়েছে। মেটা, টিকটক, হোয়াটসঅ্যাপ এই তিন প্লাটফর্মে এখন এড রান হয় বেশি। হিসাব করলে আনএক্সপেক্টেড পরিমান ডলারের এড রান করা হয়েছে এই সময়ের মধ্যে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার অশেষ শোকরিয়া।

HRR Digital Consultancy থেকে আপনিও চাইলে মেটার তিন প্লাটফর্ম ফেসবুক, ইনস্ট্রাগ্রাম ও হোয়াটসঅ্যাপে এড রান করতে পারেবেন। পারবেন টিকটকেও এড রান করাতে। প্রিমিয়াম প্রতিষ্ঠান হলে ইউটিউবেও চালাতে পারবেন আপনার প্রতিষ্ঠানের প্রমোশন ও সেলস এড।

তবে কিছু শর্ত প্রবলভাবে প্রযোজ্য। বিশেষ করে অনলাইন বিজনেসের এড মার্কেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। ফোন করে, মেসেজ করে এড সম্পর্কে ধারণা নেওয়ার কনালটেন্সি নিতে হলে প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে নিতে হবে।

সবার অনলাইন বিজনেস ভালো ও সুন্দর কাটুক।
ধন্যবাদ অফুরান।।

ফেসবুকে এড রান করতে চাই! ডলার রেট কত?ফেসবুক বুস্টিং বা প্রোডাক্ট ক্যাম্পেইনিং অথবা পেজ প্রমোটিং বা সহজ ভাষায় ডলার স্পেন্...
04/05/2025

ফেসবুকে এড রান করতে চাই! ডলার রেট কত?

ফেসবুক বুস্টিং বা প্রোডাক্ট ক্যাম্পেইনিং অথবা পেজ প্রমোটিং বা সহজ ভাষায় ডলার স্পেন্ডিং বিষয়ক যে কোনো কিছুতে ডলার খরচটা আসলে কেমন সেটা আপনি নিজেই বের করে নিতে পারবেন। এর বাইরে যা হয় তা অনেকক্ষেত্রেই অনৈতিক নয়ত কাষ্টমার ঠকানো।

আরো প্রাকটিক্যাল উদাহরণে বলি। যেমন আজকে ধরেন (৪মে ২০২৫) ইন্টারনেট ডলার রেট ১২১.৫০ টাকা। এটা তো মৌলিক খরচ। এরপর এই ডলার যদি বাংলাদেশের কোনো ব্যাংক এন্ড্রোসমেন্ট থেকে স্পেন্ড হয় তাহলে ১৫% ভ্যাট যোগ হবে। এডের ক্ষেত্রে ফেসবুক নেবে আরো ১৫%। কার্ড কস্ট, একাউন্ট কস্ট এবং মেটা পে জাতীয় আরো কিছু হিডেন কস্ট আছে ধরেন ১%। তার মানে মূল ডলার খরচের সাথে আরো ৩১% এখানেই যুক্ত হলো। তাহলে এক ডলারের নীট কস্টিং দাঁড়ালো - ১৫৯ টাকার একটু বেশি ধরেন ১৬০ টাকা।

এটাই বৈধ পথের এড কস্ট-এর এক ডলারের মৌলিক খরচ। এছাড়াও যে এড চালাবে তার পরিশ্রম এবং এ বিষয়ক প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠানের খরচ মিলিয়ে খরচটা আরো বাড়বে অবশ্যই।

তাই এই খরচটার যে যতটুকু কমায় ততটুকু বিভিন্ন উপায়ে কমিয়ে থাকে যা লং লাস্টিংয়ে ভালো ফলাফল আনে না। কেউ ব্যাংক ফাঁকি দেয়। কেউ ফেসবুককে ফাঁকি দেয়। কিন্তু এই বিষয়গুলো এড একাউন্ট এবং অন্যান্য অনেকক্ষেত্রে ক্ষতিকর হয়। আবার অনেকে কাষ্টমারকেও ঠকায়।

তাই, যারাই আইসা ডলার খরচ আরো কম নেন বলেন তারা নিশ্চিত থাকেন যেখান থেকে কম নিচ্ছেন কোনো না কোনো উপায়ে আপনি ঠকতেছেন।

বেশি খোলাসা করবো না তবে মনে রাইখেন এই মূহুর্তেও এক অস্ট্রেলিয়ান ডলার সমান সমান ৭৮.৪৩ টাকা 🤭 এখানে ৩১% খরচ যোগ হলে হয় ১০৩ টাকা। অথবা দশ ইউএস ডলার থেকে ১ডলার স্পেন্ড আটকে দিলে ১২১টাকা বেঁচে যায় যা প্রতি ডলারে ডিস্ট্রিবিউট হয়ে ১২ টাকার মত কমে যায়।

তাই, যারাই ডলারের রেট কমিয়ে বুস্ট/প্রমোট/ক্যাম্পেইন করতে চান তার ঠকবেন এবং কিভাবে ঠকতেছেন তাও বুঝবেন না।

এজন্য ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বিশ্বস্ত এবং এক্সপার্ট কারো উপরই ভরসা রাখুন। নয়ত হুট করে আসবেন। কয়দিন এদিক সেদিক ঘুরে পেজের ক্ষতি করে হারিয়ে যাবেন। একটা বিষয় মাথায় রাখবেন - মেটা এড বা এফ কমার্সে একটা ভালো পেজ দাঁড় করানো সবচেয়ে বড় অ্যাসেট।

ধন্যবাদ।

টেক দুনিয়ার একটি ইতিহাসের সমাপ্তি হচ্ছে আগামীকাল। হারিয়ে যাচ্ছে এক সময়ের একমাত্র ভিডিও কল অ্যাপস স্কাইপ!  আগামী কাল থেকে...
04/05/2025

টেক দুনিয়ার একটি ইতিহাসের সমাপ্তি হচ্ছে আগামীকাল। হারিয়ে যাচ্ছে এক সময়ের একমাত্র ভিডিও কল অ্যাপস স্কাইপ! আগামী কাল থেকে আর কোনোদিন এই এপসটা থেকে ভয়েস কল, মেসেজ, ভিডিও কল করা যাবে না।

আমরা যারা এক দেড় যুগ আগ থেকে টুকটাক ইন্টারনেটে কানেক্ট হয়েছি আমাদের জন্য স্কাইপ একটা চূড়ান্ত আবেগের নাম।

প্রথম কারো সাথে ভিডিও কলে চেহারা দেখার ফিলিংসের নাম ছিলো স্কাইপ।

এখনকার সময়ে এসে এটা ভাবা খুবই কঠিন। তবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ২০০৬ সালে ফেসবুক আসে, ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ। কিন্তু স্কাইপ এসেছে ২০০৩ সালে! যেখানে ২০১৫ সালে সর্বপ্রথম মেসেঞ্জারে ভিডিও কল সুবিধা চালু হয় সেখানে স্কাইপে শুরু থেকেই এই সুবিধা ছিলো।

২০১১ সালে স্কাইপকে মাইক্রোসফট কিনে নেয়। ২০২০ সাল পর্যন্ত স্কাইপের বাজার ভালো থাকলেও অন্যান্য অ্যাপসের সাথে প্রতিযোগীতার বাজারে টিকতে না পেরে ধিরে ধিরে ইরিলিভেন্ট হয়ে যায়।

এই ধারাবাহিকতায় আগামীকাল ৫ মে ২০২৫ এই অ্যাপসটির চিরসমাপ্তি হচ্ছে।

স্কাইপের সাথে বাংলাদেশের রাজনীতির একটা যোগসূত্র আছে। যুদ্ধাপরাধীদের বিচারে স্কাইপ কেলেংকারি নিয়ে ইন্টারনেটে সার্চ দিলেই বিস্তারিত জানতে পারবেন।

আমাদের প্রজন্মের যারা অ্যাডভান্স ইন্টারনেট কানেক্ট হয়েছিলো তারা স্কাইপকে মিস করবে অবশ্যই।

02/05/2025

এক দেড়শ মশার কামড় এবং একটা প্রবলেম সলভ ✌️
এভাবেই কাটে ডিজিটাল উদ্যোক্তাদের রাত.... 🫠

Address

312/13 Steel Bhaban Market, Kutubkhali, Jatrabari
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when HRR Digital Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HRR Digital Consultancy:

Share