20/10/2025
৭০ বছরের বৃদ্ধ কে হলুদের জমিতে নিয়ে গিয়ে হাত পা বেধে ধ:র্ষ:ন। র:ক্তা:ক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।বিস্তারিত দেখুন।...................................................................................................................................
ঘটনাটি ঘটেছে গাইবান্ধাজেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলিনগর গ্রামে।
ওই গ্রামের ফেলান শেখের স্ত্রী সাত সন্তানের জননী শাহিদা বেগম।
বাড়ির পাশে নির্জন ফাঁকা মাঠে রবিবার দুপুরে ছাগল আনার জন্য গেলে বাড়ির পাশের লম্প:ট যুবক দুই সন্তানের জনক আইয়ুব আলী ঐ বৃদ্ধ নারীকে একা পেয়ে রশি দিয়ে হাতমুখ বেঁধে হলুদের জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধ:র্ষ:ণ করে
বৃদ্ধ মহিলার চিৎকারে লোকজন ছুটে এলে লম্পট পালিয়ে যায় এলাকাবাসী র:ক্তা:ক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় এলাকাএলাকাবাসী ফুসে উঠেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলেও লম্পট আইয়ুব আলী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
৭০ বছরের ওই নারীকে যখন হাসপাতালে পাঠানো হয় তখন তার বৃদ্ধ স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ে এ সময় এক হৃদয়বিদারক ঘটনার দৃশ্য চোখে পরে।
এলাকাবাসীর দাবি দ্রুত লম্পট কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক হাজার হাজার নারী পুরুষ এ ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,
ঘটনা স্হলে উপস্হিত ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন সরকার ঘটনার সত্যত্য স্কীকার করে বলেন, ভিকটিম কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান।
ঘৃন্য এ জঘন্য অপরাধটি দেশ বাসীকে জানিয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ।