viral post

viral post media

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
05/10/2025

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না।একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে।হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে।হাসবে।রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না।আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই।কারন আমি তোমাকে ঠকাই নি।তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়।এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?

আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে।একদিন তুমিও অসুখী হবে।একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে।কিন্তু চোখের পানি আর আসবে না।

এক শীতে সমুদ্র স্নান করতে যাবে।সাথে প্রিয় মানুষটা থাকবে।অথচ সেখানে আমার থাকার কথা ছিল।এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে।এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে।রাস্তায় খুঁজবে।পাবে না।সেদিন আঘাত লাগবে।সেদিন বুঝবে কি অন্যায় করেছ।একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না।একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়।সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

একদিন আমিও সুখী হব।কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না।তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে।কিন্তু আমি আর তোমাকে মনে করবো না।

নারীর দেহ: ভালোবাসার অনন্য শিল্পভূমিনারী কেবল একটি দেহ নয়, তিনি এক সম্পূর্ণ অনুভূতির জগৎ। তার ভেতরে রয়েছে এক অপার সৌন্দর...
05/10/2025

নারীর দেহ: ভালোবাসার অনন্য শিল্পভূমি

নারী কেবল একটি দেহ নয়, তিনি এক সম্পূর্ণ অনুভূতির জগৎ। তার ভেতরে রয়েছে এক অপার সৌন্দর্য, এক অদ্ভুত শিল্পকর্ম, যাকে কেবল চোখে দেখে মাপা যায় না—যাকে উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। যেমন একটি দীর্ঘ উপন্যাস মনোযোগ দিয়ে পড়তে গেলে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যে ডুবে যেতে হয়, তেমনি নারীর দেহ ও সত্তাকে ভালোবাসতে গেলে প্রতিটি অঙ্গ, প্রতিটি ভাঁজ, প্রতিটি নিঃশ্বাসকেও আলাদাভাবে অনুভব করতে হয়।

নারীর প্রতি ভালোবাসা কখনো কেবল বাহ্যিক স্পর্শে সীমাবদ্ধ থাকে না। স্পর্শের সঙ্গে থাকতে হয় আন্তরিক যত্ন, কোমলতা, উষ্ণতা এবং মমতাভরা আবেগ। একটি ভালোবাসার আদর যখন শরীরের ভেতর দিয়ে হৃদয়ে পৌঁছে যায়, তখন তা হয়ে ওঠে অবিস্মরণীয়। কখনো তা প্রকাশ পায় নরম ছোঁয়ায়, কখনো গভীর দৃষ্টিতে, কখনো বা উষ্ণ আলিঙ্গনে। প্রতিটি মুহূর্তেই নারী যেন নতুনভাবে আবিষ্কৃত হন—অপরিচিত অথচ আপন।

ভালোবাসার আসল পূর্ণতা কেবল শারীরিক মিলনে নয়। সহবাস হতে পারে সাময়িক, কিন্তু যখন দেহের সঙ্গে আত্মারও মিলন ঘটে, তখনই ভালোবাসা তার প্রকৃত রূপ পায়। এমন এক আদর আছে, যা শেষ হয়ে গেলেও থেকে যায় স্মৃতির ভেতর, হৃদয়ের গভীরে, বছরের পর বছর। এটাই সেই ভালোবাসা, যা নারীকে সত্যিকারের মূল্য দেয়, আর সম্পর্ককে করে তোলে চিরস্থায়ী।

নারীর প্রতি ভালোবাসা মানে তাকে প্রতিবার নতুন করে আবিষ্কার করা। শুধু সৌন্দর্য নয়, তার হাসি, তার চোখের ভাষা, তার কণ্ঠের সুর, তার অস্তিত্বের প্রতিটি অংশকে গভীরভাবে উপলব্ধি করা। প্রতিটি স্পর্শ যেন বলে—তুমি অমূল্য, তুমি অনন্য, তুমি পূর্ণতা।

যেখানে দেহ ও আত্মা একসূত্রে গাঁথা হয়, সেখানেই জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা। আর সেই ভালোবাসাই নারীর দেহকে পরিণত করে মহৎ শিল্পকর্মে—যেখানে প্রতিটি রেখা, প্রতিটি ছায়া, প্রতিটি আবেগ এক অনন্ত সৃষ্টির গল্প বলে।

✍️ আমার ডাক্তার-My doctor

তাই
05/10/2025

তাই

25/07/2025
16/07/2025

নিরাপদে যেতে

দুনিয়াতে আর কোন কিছু ছিল না 🫣🤣😂😁🤪🫣😆
05/07/2025

দুনিয়াতে আর কোন কিছু ছিল না 🫣🤣😂😁🤪🫣😆

22/06/2025

এটা অবস্থা

তোমার আলিঙ্গনে আমার সকাল হোক 🌸❤️
18/06/2025

তোমার আলিঙ্গনে আমার সকাল হোক 🌸❤️

Address

Dhaka
5400

Alerts

Be the first to know and let us send you an email when viral post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to viral post:

Share