Ideal College Sea Rover Scout Unit

Ideal College Sea Rover Scout Unit This page belongs to the "Ideal College Sea Rover Scout Unit". Always ready to serve the society as well as the nation. We are proud to be a
"Scout".

Happy scouting⚜️⚓

গত ২৩ মে, ২০২৫-এ ঢাকা জেলা নৌ কর্তৃক আয়োজিত “কাব হলিডে" অনুষ্ঠান আয়োজিত করা হয়। যে অনুষ্ঠানে সুন্দর ও সার্বিকভাবে পরিচাল...
29/05/2025

গত ২৩ মে, ২০২৫-এ ঢাকা জেলা নৌ কর্তৃক আয়োজিত “কাব হলিডে" অনুষ্ঠান আয়োজিত করা হয়। যে অনুষ্ঠানে সুন্দর ও সার্বিকভাবে পরিচালনার কাজে ঢাকা জেলা নৌ এর রোভার লিডারগন, রোভার সদস্য এবং আইডিয়াল কলেজ নৌ এর সদস্যরা অংশগ্রহণ করেন ।

⚜️⚓

গত ২০ মে, ২০২৫- এ ২ দিন ব্যাপী দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী উদ্ধার, অনুসন্ধান ও মানবিক সহায়তা প্রশিক্ষণ কার্যক্রমে ঢাকা জেল...
27/05/2025

গত ২০ মে, ২০২৫- এ ২ দিন ব্যাপী দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী উদ্ধার, অনুসন্ধান ও মানবিক সহায়তা প্রশিক্ষণ কার্যক্রমে ঢাকা জেলা নৌ এর পক্ষ হতে অংশগ্রহণ করেন আইডিয়াল কলেজ নৌ এর সদস্যরা, যা অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এ।

এই প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ স্কাউটস- এর রোভার, রেলওয়ে, এয়ার ও নৌ অঞ্চলের রোভার সদস্য ও রোভার লিডারগণ অংশগ্রহণ করেন।

⚜️⚓

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"।আশাকরি, পবিত্র মাহে রমজানে ২৯ দিনের সাওম সাধনার পবিত্রতা আমাদের জীবনে বয়ে এনেছে শিষ...
31/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"।

আশাকরি, পবিত্র মাহে রমজানে ২৯ দিনের সাওম সাধনার পবিত্রতা আমাদের জীবনে বয়ে এনেছে শিষ্টা, নিষ্ঠা ও সেবা করার মনোভাব। আসুন সকলে এই ন্যায় মনোভাব নিয়ে সর্বদা এগিয়ে যাই। যা আমাদের ব্যাক্তিগত ও দেশের জন্য হয়ে উঠবে গৌরবের কারণ।

ঈদ মানেই আনন্দ। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আপনাদের এই সময় সুখকর হক আশাকরি।

ঈদ মোবারক! ✨💖

Picture Credit: Toyasin Kawsar

⚜️⚓

বীর বাঙালি আত্মাত্যাগ ও বীরত্বের স্বরণে “মহান স্বাধীনতা দিবস” উপলক্ষে আইডিয়াল কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয়েছে আলোচনা  সভা ও ...
26/03/2025

বীর বাঙালি আত্মাত্যাগ ও বীরত্বের স্বরণে “মহান স্বাধীনতা দিবস” উপলক্ষে আইডিয়াল কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয়েছে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি। যার, সার্বিক তত্ত্বাবধানে ছিল আইডিয়াল কলেজ নৌ এর রোভারগণ।

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই, আসুন শপথ করি শিষ্টা, নিষ্টা, দেশপ্রেম ও সেবা দিয়ে স্বাধীনতার সম্মান বজায় রাখি।


⚜️⚓

"আবার দারুন সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস,           স্বাধীনতায় খুজে পাই নির্মল বিশ্বাস।"এই লাল সবুজ পতাকাটি কেবল একটি কা...
25/03/2025

"আবার দারুন সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস,
স্বাধীনতায় খুজে পাই নির্মল বিশ্বাস।"

এই লাল সবুজ পতাকাটি কেবল একটি কাপড়ের খণ্ড নয়, স্বাধীনতার জন্য লাখো শহিদের প্রানের বিনিময়ে একটি অর্জিত মানচিত্র।
আজ সেই স্বাধীনতা দিবসে আমরা স্মরণ করি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে।
চেতনা এবং কাজের মাধ্যমে সেই মুক্তির ইতিহাসকে সঙ্গী করে, দেশ ও জাতির সেবায় আইডিয়াল কলেজ নৌ রোভার স্কাউট দল নিয়োজিত আছে, থাকবে।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আইডিয়াল কলেজ নৌ রোভার স্কাউট দল- এর পক্ষ থেকে আমরা সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

Picture Credit: Rafiah Yasmin


⚜⚓

ঢাকা জেলা নৌ স্কাউটস কর্তৃক আয়োজিত,“৫ম নৌ রোভার স্কাউট দক্ষতা অর্জন কোর্স-২০২৫”- এ সফল ভাবে সম্পূর্ণ ও "ফায়ার ফাইটিং অ্য...
24/03/2025

ঢাকা জেলা নৌ স্কাউটস কর্তৃক আয়োজিত,
“৫ম নৌ রোভার স্কাউট দক্ষতা অর্জন কোর্স-২০২৫”- এ সফল ভাবে সম্পূর্ণ ও "ফায়ার ফাইটিং অ্যান্ড সিভিল ডিফেন্স" এর অগ্নি নির্বাপন কোর্সের সাক্ষী হন আইডিয়াল কলেজ নৌ ও আইডিয়াল কলেজ গার্ল ইন নৌ এর ২৪ জন সদস্য।

সর্বোপরি, ধন্যবাদ জানাই ঢাকা জেলা নৌ স্কাউটস- কে এত সুন্দর একটি কোর্স আয়োজনের জন্য। আমরা আশা করি, এই শিক্ষণীয় বিষয় গুলো অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সকলের ও জাতির আত্ম উন্নয়নে।

⚜⚓

ঢাকা জেলা নৌ স্কাউটস কর্তৃক আয়োজিত, “৫ম নৌ রোভার স্কাউট দক্ষতা অর্জন কোর্স-২০২৫” এ অংশগ্রহণ করেন আইডিয়াল কলেজ নৌ ও আইডিয়...
21/03/2025

ঢাকা জেলা নৌ স্কাউটস কর্তৃক আয়োজিত,
“৫ম নৌ রোভার স্কাউট দক্ষতা অর্জন কোর্স-২০২৫” এ অংশগ্রহণ করেন আইডিয়াল কলেজ নৌ ও আইডিয়াল কলেজ গার্ল ইন নৌ এর ২৪ জন সদস্য।

আমরা আশা করি, এই শিক্ষণীয় বিষয় গুলো অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সকলের ও জাতির আত্ম উন্নয়নে।

⚜️⚓

পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে আইডিয়াল কলেজ নৌ রোভার স্কাউটস দল এর পক্ষ থেকে রমজান মোবারক ✨- আমরা আশা করি এই রমজান ব...
01/03/2025

পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে আইডিয়াল কলেজ নৌ রোভার স্কাউটস দল এর পক্ষ থেকে রমজান মোবারক ✨

- আমরা আশা করি এই রমজান বয়ে আনবে আপনার ও আপনার পরিবারের জন্য অপার মঙ্গল ও সমৃদ্ধি।

Picture Credit: Rafiah Yasmin


গতকাল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, আইডিয়াল  কলেজের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।একই সাথে, উক...
22/02/2025

গতকাল,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে,
আইডিয়াল কলেজের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
একই সাথে, উক্ত কলেজের ইউনিটের রোভারগণ শহীদদের আত্নার শান্তি কামনা করে ও শ্রদ্ধা প্রকাশ করে কলেজের শহীদ মিনারে ফুল অর্পন করেছে।

ভাষাই হোক সন্মান,
সন্মানে হোক আত্নার প্রকাশ।
এই কামনাই সকলের কাছে


"মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য,নিজের মায়ের ভাষাকে রক্ষার জন্য,যারা ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছিলেন, তাদের ...
20/02/2025

"মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য,
নিজের মায়ের ভাষাকে রক্ষার জন্য,
যারা ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছিলেন, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।
আজ বাংলায় কথা বলার অধিকার প্রাপ্তির সংগ্রাম ছিলো ব্যাপক।
আইডিয়াল কলেজ নৌ রোভার স্কাউট ইউনিটের পক্ষ থেকে সকল কে জানাই, ভাষা দিবসের শুভেচ্ছা।
এই ভাষাই আমাদের প্রান, রক্ষা করবো আমরা এই হলো অঙিকার"🤍✨


আইডিয়াল কলেজের সন্মানিত প্রফেসর মোঃ মুজিবুর রহমান রহমান স্যারের শেষ কর্মদিবস এর মূহুর্তে তাকে সন্মানিত করতে আইডিয়াল কলেজ...
18/02/2025

আইডিয়াল কলেজের সন্মানিত প্রফেসর মোঃ মুজিবুর রহমান রহমান স্যারের শেষ কর্মদিবস এর মূহুর্তে তাকে সন্মানিত করতে আইডিয়াল কলেজের অডিটোরিয়াম এ আয়োজিত হয়েছে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানেই আইডিয়াল কলেজ নৌ রোভার স্কাউট ইউনিটের পক্ষ থেকে স্যারকে সম্মাননা প্রদান করা হয়
এবং, ইউনিটের পক্ষ থেকে স্যার কে জানাই, শুভকামনা ও সন্মান জ্ঞাপন করি।

আইডিয়াল কলেজ নৌ রোভার স্কাউট ইউনিটের সাপ্তাহিক রোভার ক্লাস কার্যক্রম,এবং ক্রু-মিটিং।   ⚜️🤍
26/01/2025

আইডিয়াল কলেজ নৌ রোভার স্কাউট ইউনিটের সাপ্তাহিক রোভার ক্লাস কার্যক্রম,
এবং ক্রু-মিটিং।


⚜️🤍

Address

65, Central Road, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Ideal College Sea Rover Scout Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ideal College Sea Rover Scout Unit:

Share