10/09/2023
আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে উচ্চ রেলওয়ে স্টেশনটির নাম কি বা এটি কোথায় অবস্থিত?আজকে আপনাদের সাথে এ বিষয়েই আলোচনা করবো।
আসলে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি তিব্বতের আমদো কাউন্টিতে (Amdo County) অবস্থিত। যা টাংগুলা রেলওয়ে স্টেশন (Tanggula Railway Station) নামে পরিচিত। যার ওপর নাম ডাংলা রেলওয়ে স্টেশন। এটিই পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৫,০৬৮ মিটার উপরে অবস্থিত। এই রেলপথটি চীনকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। যা চিংহাই-তিব্বত রেলপথের মধ্যে পড়ে। যদিও অনেক উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এখানে কোনো কর্মী নেই। ২০০৬ সালে একটি তৈরি করা হয়েছিল।
বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন টাংগুলা রেলওয়ে স্টেশনের মোট দৈর্ঘ্য ১.২৫ কিলোমিটার। ২০০৬ সালে শুরু হওয়া এই স্টেশনে ২০১০ সালের পর যাত্রীবাহী ট্রেনের আনা গোনা শুরু হয়। এর আগে কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না। মোট ১৯৫৬ কিলোমিটার এলাকা জুড়ে এই রেলপথ বিস্তৃত। যার কাজ শুরু হয়েছিল ১৯৮৪ সালের আগে এবং শেষ হয় ২০০৬ সালে। এই রেলপথটি বিশ্বের সর্বোচ্চ রেলপথ। এখানেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল টানেল ফেঙ্গুওশান টানেল । যার উচ্চতা ৪৯০৫ মিটার।
যদিও টাংগুলা রেলওয়ে স্টেশনের আগে কনডর রেলওয়ে স্টেশন (Condor Railway Station) ছিল বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। যেটি বলিভিয়াতে অবস্থিত। সমুদ্রপৃষ্ট থেকে এই স্টেশনটির উচ্চতা ৪৭৮৫ মিটার। অর্থাৎ প্রায় ১৫৭০৫ ফুট। কিংহাই-তিব্বত রেল লাইনের (Qinghai–Tibet Railway) মধ্যেই এই স্টেশনটি অবস্থিত। ২০০৬ সালের আগে পর্যন্ত অর্থাৎ টাংগুলা রেলওয়ে স্টেশনের আগে এটিই ছিল বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। যদিও এই দুটি রেলওয়ে স্টেশনে থেকেও উঁচু রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে ভারতে। যেটি কাশ্মীরের চেনাব নদীর উপর তৈরি করা হচ্ছে।