দেশ মুক্তি বিপ্লব মঞ্চ

দেশ মুক্তি বিপ্লব মঞ্চ Dear Bangladeshi, we are steadfast on the truth! M.A Deep News reveals the deep news that no one else reveals.

Please support us by liking, commenting and sharing our objective news! ❤️🇧🇩❤️

30/12/2025

১ মাস ধরে লাশ নিয়ে রাজনীতি চলে সে দেশের নাম জানেন??

কোন রাজনৈতিক দল যেহেতু শহীদ'দের বিচার চায় না, সেহেতু রাষ্ট্রের মালিক জনগণকেই রাজপথে নেমে এসে ৪র্থ বিপ্লব, ৩য় মুক্তিযুদ্ধ...
29/12/2025

কোন রাজনৈতিক দল যেহেতু শহীদ'দের বিচার চায় না, সেহেতু রাষ্ট্রের মালিক জনগণকেই রাজপথে নেমে এসে ৪র্থ বিপ্লব, ৩য় মুক্তিযুদ্ধ করে বিপ্লবী সরকার গঠন করতে হবে।

ড. কর্ণেল শহীদ খান
প্রধান সমন্বয়ক
দেশ মুক্তি বিপ্লব মঞ্চ

প্রবাসে বাংলাদেশ সরকার।

ইনকিলাব মঞ্চ

27/12/2025

১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আঁতাত করে, বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাখা ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে হানি ট্যাপ নেতা তারেক রহমানকে ডাবল গেম না খেলতে আল্টিমেটাম।

নতুন সংবিধান ছাড়া এই বিপ্লবের কোনো গন্তব্য নেই এ কথা এখন আর সতর্কবার্তা নয়, এটি ইতিহাসের চূড়ান্ত রায়।ড. কর্নেল শহীদ উদ্দ...
26/12/2025

নতুন সংবিধান ছাড়া এই বিপ্লবের কোনো গন্তব্য নেই এ কথা এখন আর সতর্কবার্তা নয়, এটি ইতিহাসের চূড়ান্ত রায়।
ড. কর্নেল শহীদ উদ্দিন খানের কণ্ঠে উচ্চারিত সত্য আজ আগুন হয়ে জ্বলছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান হাইজ্যাক করে যারা ক্ষমতায় বসেছে, তারা দেশের স্বার্থে কাজ করেনি,বরং ভারতীয় আধিপত্যকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।
বিপ্লব মানে ক্ষমতার চেয়ার বদল নয়, বিপ্লব মানে রাষ্ট্রের কাঠামো বদল।
বিপ্লব মানে পুরনো শেকল ভেঙে নতুন সংবিধানে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা।
যারা এই দাবিকে পাশ কাটিয়ে সময় নষ্ট করছে, তারা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের রায় নিজেরাই লিখছে।
আজ স্পষ্ট
নতুন সংবিধান না করলে বিপ্লবীদের সামনে কঠিন পরিণতি অপেক্ষা করছে।
আর যারা অভ্যুত্থানের রক্ত-ঘামে ভর করে ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠেছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করছে তারা জনগণের আদালত এড়িয়ে যেতে পারবে না।
এই দেশ কারও প্রভাবক্ষেত্র নয়।
এই মাটি কারও আধিপত্যের ইজারা নয়। বাংলাদেশের ভবিষ্যৎ লিখবে বাংলাদেশের মানুষ নতুন সংবিধানে, নতুন রাষ্ট্রচেতনায়।
তৃতীয় গনঅভ্যুত্থান চলমান...
Dr Colonel Md Shahid Uddin Khan

24/12/2025

ড. কর্ণেল শহীদ খানকে প্রধান করে বিপ্লবী সরকার গঠন এবং জনগণের সংবিধান প্রণয়নের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ান করার নিমিত্তে ৩য় মুক্তিযুদ্ধের জন্যে তৈরী হও বীর বাঙালি। এছাড়া আমাদের আর কোন পথ খোলা নাই। ফুলস্টপ.

24/12/2025

বাংলাদেশ ও ওসমান হাদী ইস্যুতে হানিট্রাপ তারেকের মুনিব ভারত তথা মোদিকে হুমকি দিল পাকিস্তানের সরকার দলীয় রাজনৈতিক নেতা। ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে পাকিস্তান মিজাইল দিয়ে তার জবাব দিবে।

22/12/2025

ভারতকে ম্যানেজ করে দেশে ফিরছেন তারেক রহমান। নিউজ আনন্দ বাজর এর।

21/12/2025

গণ-অভ্যুত্থানের ঘোষক দেশ মুক্তি বিপ্লব মঞ্চের প্রধান সমন্বয় ড. কর্ণেল শহীদ খানের ডাকে এবার ৩য় মু'ক্তিযু'দ্ধের ডাক আসছে, মহাপরাক্রমশালী আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আপনারা সবাই প্র'স্তু'ত থাকুন।

দেশ মুক্তি বিপ্লব মঞ্চ ৩টি বিষয়ে ফাইট করে আসছে, ১ম গণঅভ্যুত্থান, ২য় হাসিনার পতন, ৩য় নতুন সংবিধান।  জনগণ নতুন সংবিধানের ম...
19/12/2025

দেশ মুক্তি বিপ্লব মঞ্চ ৩টি বিষয়ে ফাইট করে আসছে, ১ম গণঅভ্যুত্থান, ২য় হাসিনার পতন, ৩য় নতুন সংবিধান। জনগণ নতুন সংবিধানের মাধ্যমে ক্ষমতায় আসুক তা রাজনৈতিক দলগুলো চায় না বলেই যুদ্ধটা আরো কঠিন হয়ে পরছে। কেননা নতুন সংবিধান হলে রাজনৈতিক দলগুলোর দুর্নীতি বন্ধ হবে, ভারতের আধিপত্য বিলীন হবে। সেজন্য জনগণের উচিত ড. কর্ণেল শহীদ খানের নেতৃত্বে বিপ্লবী সরকারের দাবী তোলা। বিপ্লবী সরকার গঠন হবে সাবেক সেনা অফিসারদের নিয়ে এবং দেশ প্রেমিক ব্যক্তিত্বের সমন্বয়ে। কাজেই বিপ্লবী সরকারের কোন বিকল্প নাই। বাংলাদেশ জিন্দাবাদ।

গোলামি না রাজপথ?
রাজপথ-রাজপথ।
আজাদী না গোলামি?
আজাদী-আজাদী।

কমান্ডার
দেশ মুক্তি বিপ্লব মঞ্চ।

Elias Hossain

18/12/2025

যুগে যুগে হাদীরা দুনিয়াতে আসে শুধু ইতিহাস গড়তে ও সঠিক পথ দেখাতে। তুমি চির অমর হয়ে থাকবে। তুমি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ইউনুস কে গ্রেপ্তার এবং বিপ্লবী সরকার গঠনের জন্য সবাই রাজপথে নেমে আসুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশ মুক্তি বিপ্লব মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ মুক্তি বিপ্লব মঞ্চ:

Share