
09/06/2025
ঈদের খুশিকে আরও রঙিন করে তুলতে আসছে মাহমুদ হাসান রানা পরিচালিত নতুন ইউটিউব ফিল্ম ‘টাইগার ২’। আসন্ন ঈদুল আযহার ৬ষ্ঠ দিনে জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে এই অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর ইউটিউব সিনেমাটি।
‘টাইগার ২’-তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুরতজা পলাশ, সেমন্তি সৌমি, শিরিন আলম, শিবা শানু সহ আরও অনেকে। ফিল্মটির গল্প রচনা করেছেন পরিচালক নিজেই, সংলাপ ও চিত্রনাট্যে ছিলেন পাপ্পু রাজ।