AJ fashion

AJ fashion সবাইকে আল্লাহ ভালো রাখুক।
❤❤❤❤❤❤❤❤❤❤🤎

23/08/2024
22/08/2024

দোয়ায়ে ইউনুস এক খতমে ১ লক্ষ ২৪ হাজার বার পড়তে হয়।

আপনাদের কাছে বিনীত অনুরোধ সবাই ৫ বার করে দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করে দিন যেন আল্লাহ আমার মনের নেক আশা ও দোয়া কবুল করেন।

এর আগে দুরুদে ইব্রাহিম পড়ে নিবেন ,,, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে

৫ বার করে দোয়া ইউনুস পড়ে দেন-

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

"লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন"

-পড়া শেষ "আমিন" লেখার অনুরোধ সবাইকে।

আল্লাহ বন্যায় কবলিত এলাকার সব ভাই বোনদের হেফাজত করুন। আমিন।

22/08/2024

আল্লাহ উওম পরিকল্পনাকারী🤲🏻🤲🏻🥲

তারা বলেছিলো বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিবে ।

অত:পর : ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসে তিস্তা বাঁধ ধসে পড়ছে , প্রচুর বৃষ্টিপাতের কারণে দিল্লির বিমানবন্দর ধসে পড়ছে 🙂

পরের জন্য গর্ত করলে নিজেকে ও ভুগতে হয়✌️
কেউ কারো হ্মতি করে ভালো থাকতে পারেনা এটাই তার উদাহরন।
আল্লাহ ছার দেন ছেরে দেন না।

17/08/2024

মাঙ্কিপক্স সম্পর্কে বিস্তারিত :

যেসব প্রাণী থেকে ছড়ায় মাঙ্কিপক্স

মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত প্রাণীজাত (জুনোটিক) রোগ। ১৯৫৮ সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে এক বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয় বলে একে মাঙ্কিপক্স বলা হয়। এ রোগটির প্রাদুর্ভাব ১৯৭০ সাল থেকে প্রধাণত মধ্য ও পশ্চিম আফ্রিকার ১১টি দেশে দেখা যায়। ইতিপূর্বে ইউরোপ, উত্তর আমেরিকা, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশেও এ রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে এর নাম শুনে মনে হতে পারে বানরই এ রোগের জন্য দায়ী, যা সঠিক নয়।

ভাইরাসটি আসলে সংক্রমিত হয় ইঁদুর, বন্য কুকুর, কাঠবিড়ালি, বানর ও খরগোশের শরীর থেকে। ত্বকের ফোসকা সম্পূর্ণরূপে ভালো না হওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তি অন্যদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রে লক্ষণ দেখা দেয়ার এক থেকে চার দিন আগে থেকেই অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারে।

ছড়ায় কীভাবে?

সংক্রমিত ব্যক্তির সরাসরি যেকোনো ধরনের সংস্পর্শ বা যৌনমিলনের মাধ্যমে, ব্যবহার করা কাপড়, সুই বা অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে, আক্রান্ত প্রাণী শিকার করা, কাটা বা রান্না করার সময়, কম তাপমাত্রায় আক্রান্ত প্রাণীর রান্না করা মাংস খেলে এমনকি আক্রান্ত গর্ভবতী মায়েদের থেকে তাদের অনাগত শিশুর কাছেও ভাইরাসটি যেতে পারে।

জটিলতা

সঠিক চিকিৎসা না হলে দীর্ঘস্থায়ী ক্ষত, বিকৃত দাগ, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্রঙ্কোপনিউমোনিয়া, শ্বাসকষ্ট, কর্নিয়াল ইনফেকশন, অন্ধত্ব, সেপটিসেমিয়া, এনকেফালাইটিস ইত্যাদি হতে পারে।

প্রতিরোধ

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। ব্যবহার করা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র স্পর্শ করা যাবে না।
আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন। সংস্পর্শে এলে দ্রুত সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
প্রাণীর মাংস সঠিক তাপমাত্রায় রান্না করে খেতে হবে। যদি রোগের লক্ষণ দেখা দেয়, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

#বাংলাদেশ
#মাঙ্কিপক্স

18/07/2024

Queen detected 👑💥

18/07/2024

আজকে যারা ছাত্র ছাত্রীদের ওপর হামলা করছেন তাদের কি ছেলে মেয়ে নাই?

18/07/2024

আল্লাহ রক্ষা করো

Address

উত্তরা
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AJ fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share