Bangladesh Launch

  • Home
  • Bangladesh Launch
22/10/2024

ময়ুর-৭ এর চাঁদপুর এর উদ্দেশ্যে ছুটে চলা 💝💝

আসসালামু আলাইকুম।  দীর্ঘ দিন বন্ধ থাকার পর আহকে থেকে আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি পেইজের কার্যক্রম।  সক্লে আমাদের...
30/09/2024

আসসালামু আলাইকুম।

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আহকে থেকে আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি পেইজের কার্যক্রম। সক্লে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ।

কীর্তনখোলা মানে সর্ববৃহৎ লঞ্চ। যার প্রতিপক্ষ খুব কম পাওয়া যায়। ২৯৫ ফুট দৈর্ঘ ও ৫২ ফুট প্রস্থ এম ভি কীর্তনখোলা ২ ছিলো ২০১...
22/05/2024

কীর্তনখোলা মানে সর্ববৃহৎ লঞ্চ। যার প্রতিপক্ষ খুব কম পাওয়া যায়। ২৯৫ ফুট দৈর্ঘ ও ৫২ ফুট প্রস্থ এম ভি কীর্তনখোলা ২ ছিলো ২০১২ সালে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ।সময় চাহিদা অনুযায়ী আবারো বরিশাল রুটে আগমন ঘটে নতুন আর একটি বিলাস বহুল লঞ্চ।ডেকারেশন লাইটিং ঝলক, সর্বচ্চ গতি, ভি আই পি কেবিন সব মিলিয়ে ছিলো রাজকীয় কারবার।একটি লঞ্চ কে কিভাবে রাজকীয় স্বাদ পাওয়া যায়, সেই পর্যায় নিয়ে গিয়েছিলো এই লঞ্চটিকে। সব মিলিয়ে বলাই যায় একে ভিতরে সব।
একটি লঞ্চ কে কতটা ডিজাইন ও কতটা বিলাস বহুল বানানো যায়। সে ব্যাপারে মেসার্স সালমা শিপিং ভালো দক্ষতা আছে। আবারো বরিশাল বাসীদের চাহিদা শীর্ষে উঠে গিয়ে ছিলো কীর্তনখোলা ২। আর দীর্ঘ কয়েক বছরের প্রথম চয়েজ ছিলো যাত্রীদের কাছে। কিন্তু একটা কথা আছে সময় সাথে তাল মিলিয়ে না চলতে পারলে, একদিন তোমাকে ছুড়ে ফেলে দেবে। কীর্তনখোলা ২ বেলাও এই রকম ছিলো। রুটে সেরা লঞ্চ টি এখন রুটে চয়েজের বাহিরে। কীর্তনখোলা ২ কে এরপর সময় উপযোগী করার চেষ্টা করলেও,গতি কারনে তেমন জনপ্রিয়তা পেলেও না।
🔴দূর্ভাগ্যবশত নৌযান টি এখন হারিয়ে যাচ্ছে।ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তার অস্তিত্ব। বর্তমানে লঞ্চটিকে পোস্তগোলা ডকে সামনে সম্পূর্ণ ভাবে কেটে ফেলা হচ্ছে। যেটা লঞ্চ লাভারদের জন্য দুঃখজনক বিষয়। আর কখনোই ঢাকা থেকে বরিশাল রুটে দেখা যাবে না, এই লঞ্চ টিকে।সবকিছুই যেন এখন স্মৃতি হয়ে রয়ে গেল।

লঞ্চের নাম : এম ভি কীর্তনখোলা ২
শিপিং নাম :মেসার্স সালমা শিপিং কর্পোরেশন।
দৈর্ঘ্য ও প্রস্থ :২৯৫ ও ৫২ ফুট।

 #বরগুনা_লঞ্চ    এম ভি ফারহান ৮ ও এম ভি অভিযান ১০।এই দুটি নৌযান যদি বরগুনা রুটে থাকতো তাহলে যাত্রী খরায় কখনো ভুক্ত না, ব...
19/05/2024

#বরগুনা_লঞ্চ
এম ভি ফারহান ৮ ও এম ভি অভিযান ১০।এই দুটি নৌযান যদি বরগুনা রুটে থাকতো তাহলে যাত্রী খরায় কখনো ভুক্ত না, বরগুনা রুট।
এই দুটি নৌযান চলে যাওয়ার পর থেকে, একক রাজত্ব রুট চালানোর জন্য, আজ বরগুনা রুটের বেহাল অবস্থা।বরগুনা যাত্রীরা ভরশা পাচ্ছে না,এই একক রাজত্ব লঞ্চ গুলো দিয়ে।

মেসার্স সালমা ওয়াটার শিপিং নাম আসলেপ্রথমে যার নাম আসে সেখানে পারাবত সিরিজের কিছু নাম আসে।এম ভি পারাবত ১০ ঢাকা বরিশাল রুট...
18/05/2024

মেসার্স সালমা ওয়াটার শিপিং নাম আসলে
প্রথমে যার নাম আসে সেখানে পারাবত সিরিজের কিছু নাম আসে।
এম ভি পারাবত ১০
ঢাকা বরিশাল রুটে এক সময়ের এই দাপুটে নৌযান টি বর্তমানে মাদারীপুর ডক ইয়ার্ড পরে আছে অবহেলিত হয়ে।বর্তমানে চাহিদা অনুযায়ী লঞ্চটিতে উন্নত মানের ডেকারেশন ও লাইটিং ভরপুর ছিলো নৌযান টিতে।
বর্তমানে অনেক রুট আছে,যেখানে পারাবত ১০ কে পেলে লুফে নিবে।সময়ের চাহিদা অনুযায়ী, যাত্রীদের থাকবে প্রথম চয়েজ।
আমরা লঞ্চ লাভার রা আশাবাদী পারাবত ৯ ও ১০ আবার পুনরায় ফিরে আসুক নতুন কোন রুটে।

তার জন্য রইলো শুভ কামনা।

# #

18/05/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md Mosarof Mia Mosarof, MD Alom, ꍏꋪꀤꌩꍏꈤ ꀘꀤꈤꁅ, Foysal Ali, Fahad Hossain Bm, Saleah Zackria, আমি ভালো খারাপ, Md Shawon, Md Hussein, Jabal Haque, Md Shorif, Abdul Jubayeid, ভালো বাসি তোমাকে, Md Shamin Mia, Saed Ahmad, Md Mahfuj, Abul Khair, Md Sweet, আল আমীন, Md Abdul Salam, Naai Akash, Md Sobuj, স জী ব, Ruhul Amin

রাতের আধারে পূর্ণিমা চাঁদ হয়ে আসা এম ভি পারাবত ৯।যুগের সাথে সবসময় তাল মিলিয়ে বেশ কয়েকবার নিজেকে পরিবর্তন হয়েছে এই নৌযান ...
17/05/2024

রাতের আধারে পূর্ণিমা চাঁদ হয়ে আসা এম ভি পারাবত ৯।
যুগের সাথে সবসময় তাল মিলিয়ে বেশ কয়েকবার নিজেকে পরিবর্তন হয়েছে এই নৌযান টি।
তার গতিও আজো ভুলে নাই, অনেক লঞ্চ প্রেমী। কিন্তু হঠাৎ করে হারিয়ে গেলো নৌযান টি।
বর্তমানে তার বডি কাঠামো যেকোন নতুন লঞ্চ কে হার মানাবে।
কিন্তু এখন সে পড়ে আছে অবহেলায় মাদারীপুর ডকইয়ার্ড।

এভাবে অবহেলায় না ফেলে রেখে, নতুন কোন রুটে যুক্ত হলে,
এই নৌযান টি থাকবে জনপ্রিয়তার তুঙ্গে।
তার জন্য রইলো শুভ কামনা।

এই রকম পুরনো লঞ্চের স্মৃতি জানতে চাইলে আমাদের পেইজে সাথে থাকুন।

17/05/2024

ঢাকা থেকে প্রতিদিন চাঁদপুর উদ্দেশ্য ছেড়ে যায়
এম ভি আব এ জম জম ৭
লাক্সারিয়াস নৌযান টি জন্য রইলো শুভ কামনা।

এম ভি সাত্তার খান ১ ঢাকা বগা ও পটুয়াখালী রুটের এক সময়ের জনপ্রিয় নৌযানটি,এখন সংস্কার জন্য ডকইয়ার্ড আছে।লঞ্চটি বিভিন্ন সাই...
05/01/2024

এম ভি সাত্তার খান ১
ঢাকা বগা ও পটুয়াখালী রুটের এক সময়ের জনপ্রিয় নৌযানটি,এখন সংস্কার জন্য ডকইয়ার্ড আছে।লঞ্চটি বিভিন্ন সাইডের প্লেট ক্ষতিগ্রস্ত হয়েছে।এখন বর্তমানে ক্ষতিগ্রস্থ প্লেট গুলো পরিবর্তন করতেছে।নিজেকে অনেক টা পরিবর্তন করে রুটে ফিরবে নৌযানটি।দীর্ঘ কয়েক মাস ধরে লঞ্চটি সার্ভিসে আছে।তবে কাজের তেমন একটা উন্নতি পাওয়া যাচ্ছে না।সেই আগের মতই আছে।অনেক টা ধীর গতিতে নৌযান টি কাজ চলছে।
আশা করি খুব শীঘ্রই নিজের পরিবর্তন করে, পুনরায় রুটে ফিরবে।তার জন্য রইলো শুভ কামনা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Launch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Launch:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share