Motion Blur

Motion Blur Hi,This is Antor& Farhana.created this page to share ours works,life style and others.Thanks All
For Promotional Deals Dm me:- [email protected]
(23)

05/11/2025

বাচ্চার লেখাপড়া নিয়ে লোক দেখানো বিলাসিতা বাদ দিন! ❌

বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় অনেক বাবা-মা ভাবনায় পড়েন— “কোন স্কুলে দিলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে?” চিন্তা একদমই ভুল নয়, কিন্তু সমস্যা হয় যখন কম্পারিজন চলে আসে।অনেক বাবা মা দেখি এই স্কুল কলেজ নিয়েও অনেক অহংকার করে কথা বলে!

“অমুক আত্মীয় স্কলাস্টিকায় দিয়েছে, তমুক বন্ধু ISD-তে দিয়েছে, আমার বাচ্চাও সেখানে পড়ুক!” প্রশ্ন হচ্ছে— আপনার আয়ের রেঞ্জ যদি তাদের মতো না হয়, তাহলে আপনি কিভাবে সেই জীবনধারা মেইনটেইন করবেন?
ISD, AISD বা স্কলাস্টিকার মত স্কুলগুলোতে শুধু ভর্তি ফি নয়, মাসিক খরচই এমন যে, কোটিপতি না হলে টিকে থাকা কঠিন! আর সেখানে ভর্তি করিয়ে যদি আপনার সন্তান দেখে— সহপাঠীরা টিফিনে কন্টিনেন্টাল ফুড আনে, কোটি টাকার গাড়িতে বাড়ি ফেরে, গ্রীষ্মের ছুটিতে বিদেশ ঘুরে আসে— তখন ওর মনে হীনমন্যতা তৈরি হবে না?

🌔🌔মনে রাখবেন, পড়াশোনা বিলাসিতা নয়— এটা একটি বেসিক নিড। সন্তানকে ভালো শিক্ষা দিন, নৈতিকতা শেখান।কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে থেকে।আপনার সন্তান যদি শেখার আগ্রহ রাখে, তাহলে ওর স্কুলের নাম বা টিউশন ফি নয়— ওর অধ্যবসায়ই একদিন ওকে বড় করবে। বুয়েট, মেডিকেল বা সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন—বেশিরভাগই কিন্তু গ্রাম-মফস্বল থেকে উঠে আসা পরিশ্রমী সন্তান।

কারণ পড়াশোনা কোনো প্রতিযোগিতা নয়— এটা এক যাত্রা। আর সেই যাত্রায় বাবা-মায়ের সামর্থ্য ও সন্তানের মানসিক স্বাচ্ছন্দ্য— দুটোই সমান গুরুত্বপূর্ণ ❤️

©

কবে আবার সমুদ্র বিলাসে যাবো?🥺
02/11/2025

কবে আবার সমুদ্র বিলাসে যাবো?🥺

18/10/2025

আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন ।🤲😢

এই শীতে একবার হলেও গোলাপ গ্রামে ঘুরে আসুন🌹📍 সাভার🎬
14/10/2025

এই শীতে একবার হলেও গোলাপ গ্রামে ঘুরে আসুন🌹

📍 সাভার
🎬

সেন্টমার্টিন আইল্যান্ডের আসল সৌন্দর্য হচ্ছে এই প্রবাল শামুক ঝিনুক ইত্যাদি ❤️
25/09/2025

সেন্টমার্টিন আইল্যান্ডের আসল সৌন্দর্য হচ্ছে এই প্রবাল শামুক ঝিনুক ইত্যাদি ❤️

🌔🌔আল্লাহ বলেনেনি ‘কষ্টের পর স্বস্তি আসে’। তিনি 'পর' শব্দটি ব্যবহার করেননি। তিনি 'সাথে' শব্দটি ব্যবহার করেছেন। 'সাথে' এবং...
24/09/2025

🌔🌔আল্লাহ বলেনেনি ‘কষ্টের পর স্বস্তি আসে’। তিনি 'পর' শব্দটি ব্যবহার করেননি। তিনি 'সাথে' শব্দটি ব্যবহার করেছেন। 'সাথে' এবং 'পর' শব্দের মাঝে বিশাল পার্থক্য রয়েছে। তাই 'কষ্টের সাথে স্বস্তি আছে' এবং 'কষ্টের পর স্বস্তি রয়েছে' বলার মাঝে বড় পার্থক্য রয়েছে। 🤍

🕊️একটি পার্থক্য হচ্ছে—হয়ত আপনি যখন একটি সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছেন, সেই সমস্যাটি সাথে করে কিছু স্বস্তির বিষয়ও আপনার জীবনে নিয়ে এসেছে, যা আপনি উপলব্ধিও করতে পারেননি। একটি সমস্যা হয়ত আরও কুড়িটি সমাধানের পথ উন্মুক্ত করে দেয়। আরও অগণিত সমাধানের পথ খুলে দেয়। তাই ঐ স্বস্তিদায়ক বিষয়গুলো আসার জন্য এই সমস্যাটি ঘটার দরকার ছিল। এটি আল্লাহর সুবিজ্ঞ পরিকল্পনার অংশ। আমরা হয়তো তা শনাক্ত করতে পারি না। কিন্তু এটা সবসময় থাকে।

জীবনে আমরা যত ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, তখন আমরা এভাবে প্রশ্ন করি—"আমাকে কেন এই বিপদে ফেলা হল? আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কী এমন অন্যায় করেছি? এর থেকে ভালো কী আসবে?" আপনাদের বলছি: ঐ অভিজ্ঞতাগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো সহজতা, স্বস্তি বা ভালো সাথে করে নিয়ে আসে যা আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ বলছেন ঐ স্বস্তি সাথেই আছে। তোমাকে এর জন্য অপেক্ষা করতে হবে না। এটা একই সময়ে কষ্টের সাথে সহাবস্থান করে। একই সময়ে কষ্টের সঙ্গেই এই স্বস্তির অবস্থান। “নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।”

এছাড়াও, যখন 'সাথে' শব্দটি ব্যবহার করা হয়, আল্লাহ বলছেন যে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে। যেভাবে তিনি রাতকে দিনের সাথে রেখেছেন। 🌔

যেভাবে মেঘমালাকে তিনি বৃষ্টির সাথে রেখেছেন। অনেক জিনিস আছে যেগুলো তিনি একত্রে রেখেছেন। এই জীবনে আল্লাহ যা করার সিদ্ধান্ত নিলেন: আমি আর আপনি যদি স্বস্তি পেতে চাই, তিনি ব্যাপারটাকে এমনভাবে সাজালেন, আপনাকে এর জন্য প্রথমে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে।তাই,জীবনকে
উপভোগ করুন আর সঠিক সময়ের অপেক্ষা করুন।আল্লাহ উওম পরিকল্পনাকারী।🤍

🌹✨ রোজ গার্ডেন – ঢাকার ঐতিহাসিক দর্শনীয় স্থান ✨🌹ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা রোজ গার্ডেন। ১৯৩০-এর দশকে ধনাঢ্য জমিদার হ...
19/09/2025

🌹✨ রোজ গার্ডেন – ঢাকার ঐতিহাসিক দর্শনীয় স্থান ✨🌹

ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা রোজ গার্ডেন। ১৯৩০-এর দশকে ধনাঢ্য জমিদার হৃষিকেশ দাস এই বাগানবাড়িটি নির্মাণ করেছিলেন। প্রথমদিকে এখানে নানা জাতের গোলাপ ফুলে সেজে থাকত পুরো বাগান, তাই এর নাম রাখা হয় রোজ গার্ডেন।

🏛️ স্থাপত্যশৈলী:
ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশ্রণে গড়ে ওঠা এই প্রাসাদসদৃশ ভবনটির রয়েছে চোখধাঁধানো কারুকাজ, খিলান, স্তম্ভ আর বারান্দা।

📖 ঐতিহাসিক গুরুত্ব:
বাংলাদেশের ইতিহাসে এই প্রাসাদ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। স্বাধীনতার আগে এখানে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা ইতিহাসের অংশ হয়ে আছে।

🌿 দর্শনার্থীর অভিজ্ঞতা:
আজও এটি সংরক্ষিত অবস্থায় রয়েছে এবং দর্শনার্থীরা এর মনোরম পরিবেশ, বাগান ও স্থাপত্য উপভোগ করতে পারেন। ছবি তোলার জন্যও এটি একটি জনপ্রিয় স্পট।

✨ তাই শুক্রবারের ছুটির দিনে বন্ধু বা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন ঢাকার এই অসাধারণ ঐতিহাসিক স্থাপনা – রোজ গার্ডেন।

📍 অবস্থান: টিকাটুলি, ঢাকা

#ঢাকারঐতিহ্য #বাংলারইতিহাস

📍 শুক্রবারের অবসর সময়ে ঘুরে আসতে পারেন এই অসাধারণ ঐতিহাসিক স্থান পানাম সিটি থেকে।🌸✨ বাংলার প্রাচীন রাজধানী – সোনারগাঁও ...
18/09/2025

📍 শুক্রবারের অবসর সময়ে ঘুরে আসতে পারেন এই অসাধারণ ঐতিহাসিক স্থান পানাম সিটি থেকে।
🌸✨ বাংলার প্রাচীন রাজধানী – সোনারগাঁও ✨🌸

বাংলার ইতিহাসে প্রথম রাজধানী ছিল সোনারগাঁও। ১৫ শতকে ঈসা খাঁর শাসনামলে এটি রাজধানী হিসেবে গড়ে ওঠে এবং দীর্ঘকাল ধরে বাংলার রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল।

🏛️ ইউরোপের ব্যবসায়ীরা আসত এখানেই।
🌊 তিন দিক নদী বেষ্টিত হওয়ায় এটি হয়ে উঠেছিল বাণিজ্যের সোনালী দুয়ার।
👑 এখান থেকেই ইউরোপের রাজপ্রাসাদে পৌঁছাত বিখ্যাত মসলিন।

আজও এই ঐতিহাসিক নগরী আমাদের গৌরবগাথা বয়ে আনছে।
📍

#বাংলারইতিহাস #সোনারগাঁও #পানামসিটি

18/09/2025
In the field of Kasful, I found the purest love 🌸তুমি আমার জীবনের সেই শরতের সাদা কবিতা,যেখানে প্রেমের গল্পগুলো কখনো শেষ ...
14/09/2025

In the field of Kasful, I found the purest love 🌸

তুমি আমার জীবনের সেই শরতের সাদা কবিতা,
যেখানে প্রেমের গল্পগুলো কখনো শেষ হয় না… 💙💛

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Motion Blur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motion Blur:

Share

Category