15/08/2022
ঢাকার উত্তরায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সেখানে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ চলার সময় একটা গার্ডার পড়ে যায়। আর তাতেই একটি প্রাইভেট গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে চারজনে।
১৫ অগস্ট, সোমবার দিন বিকেল সোয়া চারটায় নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
উত্তরার জসীমউদ্দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনে ঘটেছে এই ভয়াবহ ঘটনাটি। ক্রেন দিয়ে গার্ডারটিকে তোলার সময় তা পড়ে যায় গাড়িটির উপর। আর সেখানেই গাড়িতে থাকা চারজন ব্যক্তি চাপা পড়েন। মোহাম্মদ মহসীন, উত্তরার পশ্চিম থানার ওসি বলেন এই গার্ডার তোলার সময় ক্রেনটি ভারসাম্য রাখতে না পেরে একদিকে কাত হয়ে যায়। আর এরপরই গার্ডারটি গাজীপুরের দিকে যাওয়া গাড়িটির উপর পড়ে যায়।
গাড়ির মধ্যেই চারজনের দেহ চাপা পড়েই আছে বলে জানা গিয়েছে। তবে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল, জান্নাত আর জাকারিয়া। অন্য দুজন হলেন এই গাড়ির মালিক রুবেল এবং ঝর্না। আর যাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে তাঁরা হলেন হৃদয় এবং রিয়া মনির। দুর্ঘটনাস্থলে দুই তিন হাজার জনতা জড়ো হয়ে গিয়েছে। তবে দমকলবাহিনী ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। যাঁরা চাপা পড়ে আছেন তাঁদের দেহ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।