মায়ার বাঁধন

মায়ার বাঁধন Assalamualaikum

তাঁর জন্য একটি চিঠি 😅🖤
01/09/2024

তাঁর জন্য একটি চিঠি 😅🖤

নির্বাক-ধূসর শূন্যতা নিয়ে তাকিয়ে থাকিভেসে যায় কাগজের নৌকা, ঘরবাড়িভেসে যায় জমানো স্বপ্ন, শেষ সম্বল সুখ ডুব দেয় জলের গভীরে...
22/08/2024

নির্বাক-ধূসর শূন্যতা নিয়ে তাকিয়ে থাকি
ভেসে যায় কাগজের নৌকা, ঘরবাড়ি
ভেসে যায় জমানো স্বপ্ন, শেষ সম্বল
সুখ ডুব দেয় জলের গভীরে, দুঃখ ভাসে
তবুও কান্না করতে ভয় লাগে
যদি আরেক ফোঁটা পানি বেড়ে যায়
ডুবে যায় জীবনে সবটুকু আলো!

- পথ চলার সঙ্গী সুন্দর নয়, বিশ্বাসী হতে হয়।🩵🔐🖇️
19/08/2024

- পথ চলার সঙ্গী সুন্দর নয়, বিশ্বাসী হতে হয়।🩵🔐🖇️

নারী কিসে আটকায়? -আদরে, যত্নে, ভালোবাসায়, বিশ্বাসে, শ্রদ্ধায়, প্রসংশায়, প্রায়োরিটিতে, আর সহযোগিতায়। নারী কিসে পালায়? -অম...
16/08/2024

নারী কিসে আটকায়?
-আদরে, যত্নে, ভালোবাসায়, বিশ্বাসে, শ্রদ্ধায়, প্রসংশায়, প্রায়োরিটিতে, আর সহযোগিতায়।

নারী কিসে পালায়?
-অমানবিকতায়, অনাদরে, অবহেলায়, অশ্রদ্ধায়, অবিশ্বাসে, অসহযোগিতায়, অত্যাচারে, নির্যাতনে, নিপিড়নে, অক্ষমতায়, অপারগতায়, মানসিক বৈকল্যে।

নারী ভালোবাসার কাঙাল। তাকে ভালোবাসা দিন, সে তার পুরো পৃথিবী আপনাকে দিবে।

ভালো নায়ক, গায়ক, ধনী, কিংবা সুদর্শন প্রধানমন্ত্রী হওয়া মানে ভালো স্বামী হওয়া নয়। মন জয় করা রাজ্য জয় করার মতোই: জয় করা কঠিন, সেটা রক্ষা করা আরো কঠিন।

নাসরীন সুলতানা
সহযোগী অধ্যাপক
দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আমি সবটা দেখিয়া            তোমারে পেয়েছি,                 রাখিবো সবটা ছাড়িয়া….❤️আমি সবটা দেখিয়া            তোমারে পেয়েছ...
10/08/2024

আমি সবটা দেখিয়া
তোমারে পেয়েছি,
রাখিবো সবটা ছাড়িয়া….❤️আমি সবটা দেখিয়া
তোমারে পেয়েছি,
রাখিবো সবটা ছাড়িয়া….❤️ʚɞ
•─┼🩷ডুবে ডুবে ভালোবাসি♡ তুমি না বাসলেও♡
আমি বাসি♡🩷🪽

10/08/2024

মজার একটা গল্প 🤣🤣🐸🐸🐸👀
স্ত্রী তার স্বামীর ফোন চেক করে এবং কয়েকটি সন্দেহজনক নাম খুঁজে পায়।😑👀
- আমার জীবন 🐸
- আমার পাগলী 👀
- আমার স্বপ্নের রাণী ☺️
সে রাগান্বিত হয়ে পড়ে এবং প্রথম নাম্বারটিতে ফোন করে। দেখে এটা তার শাশুড়ী অর্থাৎ তার স্বামীর মা।☺️👀
তারপর সে দ্বিতীয় নাম্বারটি কল করে। স্বামীর ছোট বোন জবাব দিল। 🐸👀
যখন সে তৃতীয় নামটিতে কল করে, দেখে তার নিজের ফোনটিতে রিং হচ্ছে তখন !!!!☺️🤦‍♂️

তিনি তার নির্দোষ স্বামীকে সন্দেহ করে আসছেন বলে খুব কষ্ট পেলেন। 😓😥🐸চোখ গড়িয়ে জল পড়া পর্যন্ত থামলেন না, প্রিয় স্বামীর স্বপ্নের রাণী, ড্রিম গার্ল। 🤣
তারপর সিদ্ধান্ত নিলেন বেচারা স্বামীর প্রতি এমন আচরণের হিসেবে তিনি তার এ মাসের বেতনের পুরো টাকাটা স্বামীর হাতে তুলে দেবেন।🐸🤣🤣🤣🤦‍♂️

স্বামী টাকাটা গ্রহণ করলেন এবং তার গার্লফ্রেন্ডকে একটি দামী উপহারও কিনে দিলেন, 🐸🤦‍♂️🤣🤣
যার নাম ফোনে সেভ করা ছিল-- "গফুর ভাই রাজমিস্ত্রি"।🤣🤦‍♂️🤣🤣

🤣🤣🤣🤦‍♂️🤦‍♂️🐸🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣????🤣🤣🤣🤣🤣🤣

08/08/2024

একজন সত্যিকারের মানুষ লাখ লাখ মেয়েকে ভালোবাসে না, সে একটি মেয়েকে লাখো উপায়ে ভালোবাসে।🥹♥️✨

21/06/2024

বরাবর'ই সে ছিলো!
আমার অস্তিত্ব যতদিন রবে, তার প্রতি মোহ'ও থাকবে..?
আর হ্যাঁ
ঠকালে, ঠকতে হয়!ওহ
অ-স্বাভাবিক নয় _অবধারিত..!💔😅
Revenge of Nature

21/06/2024

"এটা তোমার পথ, তোমার একার
অনেকেই তোমার সাথে হাঁটবে! কিন্তু কেউ
তোমার জন্য হাঁটবে না"

🖤🥀
14/06/2024

🖤🥀

12/06/2024

আমার মা আমার পৃথিবী
Love you ammu😘💞❤️‍🩹

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়ার বাঁধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share