Billal Hossain

Billal Hossain I am a video content creator.

19/04/2025

গান: মনের আড়ালে।
কভার: আবু নাইম, বিল্লাল হোসেন
মুল শিল্পী: Mahbub Riaj

01/10/2024
21/09/2024

রাসুলুল্লাহ|| হাবিবুল্লাহ❤️‍🩹

কথা,সুর এবং কন্ঠ-মোঃবিল্লাল হোসেন||
অডিও মেইকারঃ Najmul Nayeem, প্রিয় ছোট।


#রাসুলুল্লাহ
#হাবিবুল্লাহ
#প্রিয়_নবী

06/09/2024

⋆⃝𝄞﷽(Friday is a Special Day)
👉পৃথিবীর সেরা মানুষের সম্মানে,দুরুদ বেশি বেশি পড়ুন।

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম❤️‍🩹

17/12/2023

দুই ভাইয়ের যৌথ কন্ঠে দেশের গান।

গানঃ প্রিয় বাংলাদেশ
কথা, সুরঃ Billal Hossain
শিল্পীঃ আবু নাঈম, বিল্লাল হোসেন
অডিও মেইকার: A Ahad ভাইয়া।

#বিজিবিগান
#প্রিয়বাংলাদেশ

#বিজয়দিবসেরগান

08/10/2023

✍️ বৃথা এই পৃথিবীর সব আয়োজন।

খুব হ্যান্ডসাম এক‌টি ছে‌লে‌কে দেখলাম ক্যান্সা‌রে ভু‌গে হা‌ড্ডিসার হ‌য়ে মারা গে‌ছে।

আ‌রও সুদর্শন চেহারার এক ছে‌লে‌কে দেখলাম পঙ্গু হ‌য়ে বিছানায় কাতরা‌চ্ছে। পা তার আ‌দৌ ঠিক হ‌বে কি না, সে জা‌নে না।

অন্য‌দের কথা বল‌ছি কেন, আ‌মিই যখন অসুস্থ হ‌য়ে ছয়‌দিন হাসপাতা‌লের বিছানায় ছিলাম, আ‌মিও তো জানতাম না আর ফি‌রে আস‌বো কি না।

কর্তব্যরত নারী ডাক্তা‌রদের ‌দি‌কে তা‌কি‌য়ে ভাবতাম, ও‌দের ম‌তো আ‌মিও সুন্দর ক‌রে হিজাব প‌রে অফিস করতাম।

যে‌দিন রি‌লিজ নি‌য়ে এলাম, একটা মে‌ক্সির উপ‌রে ওড়না পে‌চি‌য়ে হাসপাতাল থে‌কে বের হলাম। চো‌খের কোল ফ্যাকা‌সে, ঠোঁট‌জোড়া খসখ‌সে। কোথায় স্টাইল, কোথায় ফ্যাশন! দামী ব্যাগ, দামী ঘ‌ড়ির বালাই তখন ছিল না। জীবনই যখন থম‌কে যায়, ঘ‌ড়ির তখন আর দরকার প‌ড়ে না।

আজ আপনার অ‌নেক পোশাক, গয়না, সম্পদ ইত্যা‌দি আ‌ছে, কাল হয়‌তো আপ‌নি নি‌জেই থাক‌বেন না। থাকা আর না থাকার মধ্যকার তফাৎটা তো শুধু একটা সে‌কে‌ন্ডের।

সাধারণ হোন, সাধারণভা‌বে বাঁচুন। অ‌তি‌রিক্ত অভাব‌বোধ নি‌য়ে বাঁচ‌তে গে‌লে জীব‌নের সব আনন্দ হা‌রি‌য়ে ফেল‌বেন। আনন্দ নি‌য়ে বাঁচ‌তে জানাটাই আসল। আর এই আনন্দ হোক সবার ভা‌লো থাকায়, সবাই‌কে ভা‌লো রাখায়।

✍️ হাবীবাহ্ নাসরিন

26/08/2023
জীবন সর্বদা সুন্দর অধিক চাহিদা আর স্বপ্ন জীবনকে জটিলতায় পরিনত করে।
25/06/2023

জীবন সর্বদা সুন্দর
অধিক চাহিদা আর স্বপ্ন
জীবনকে জটিলতায় পরিনত করে।

30/03/2023

ধরুন, কোনোভাবে জেনে গেছেন যে— এই রামাদানই হলো আপনার জীবনের শেষ রামাদান৷ পরের রামাদান আসার আগেই আপনি বিদায় নিবেন দুনিয়ার জীবন থেকে ৷

যদি সত্যিই এটা জেনে যান, ভাবুন তো কেমন করে কাটাবেন আসন্ন এই রামাদানকে?

বিশ্বাস করুন, একটা অবিস্মরণীয় রামাদান কাটাতে এই বোধটুকুই আপনার জন্য যথেষ্ট হবে, ইন শা আল্লাহ।

ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন, ‘কবরবাসীদের যদি দুনিয়ার জীবনে শুধুমাত্র একদিনের জন্য ফেরত আসতে দেওয়া হতো, তাহলে তারা ফরিয়াদ করে রামাদান মাসের একটা রাতে ফেরত আসতে চাইতো’।

© আরিফ আজাদ

হে আল্লাহ তুমি আমার পাশে থাকো বলে দুঃখে খাকলেও জীবন যায় হেসে খেলে।
10/02/2023

হে আল্লাহ তুমি আমার পাশে থাকো বলে
দুঃখে খাকলেও জীবন যায় হেসে খেলে।

14/01/2023

জীবন হচ্ছে বিভিন্ন পরিস্থিতি ও অভিজ্ঞতা অর্জনের নাম।
এতে রয়েছে মৌচাকের মধু ও বিষাক্ত বিচ্ছুর উপস্থিতি।
আরও রয়েছে অপরিচিত ব্যক্তির উদারতা এবং নিকটতম আত্মীয়দের বিশ্বাসঘাতকতা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Billal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share