
23/08/2025
অবিশ্বাস্য হলেও সত্যি চীনে তৈরী হচ্ছে গর্ভধারণক্ষম এক রোবট। ধাতব রোবটের পেটের ভেতর জন্মাবে শিশু?
হ্যা খবরের শিরোনাম এমনই বলছে। কৃত্রিম গর্ভাশয়ের প্রযুক্তিকে রোবটের পেটে বসিয়ে দিয়ে শিশু গর্ভে ধারণ করবে মানুষের পরিবর্তে রোবট।
নিউজ উইক থেকে শুরু করে দ্যা ইকোনমিকস টাইম এর মতো বড় বড় পত্রিকায় ও ছেপেছে এই খবর। চীনের ঝ্যাং কিফেং নামের এক গবেষক এমন রোবট বাজারে আনতে চলেছেন ২০২৬ সালের মধ্যে। রোবটটির দাম পড়বে ১৪ হাজার ডলার । ঝ্যাং কিফেং জানান - যারা গর্ভ ধারণ করতে চাননা কিন্তু সন্তান চান তাদের কথা মাথায় রেখেই এমন রোবট তৈরীর কথাটি মাথায় আসে। বন্ধ্যাত্বের মত সমস্যা ও সমাধান করবে এই রোবট।