Chami Dewan Live

  • Home
  • Chami Dewan Live

Chami Dewan Live Cham Dewan Live কর্তৃপক্ষ যে কোনো মন্তব্য বাতিলের অধিকার রাখে।
(1)

মন্তব্য প্রকাশের নীতিমালা

১. বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো মন্তব্য করা যাবে না।
২. দেশীয় বা দেশের বাইরের কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারও অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না।
৩. মন্তব্য অশ্লীল ও অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
৪. কাউকে হেয় প্রতিপন্ন করতে অবমাননামূলকভাবে কোনো প্রাণীবাচক নাম দেওয়া যা

বে না, নাম বিকৃত করা যাবে না।
৫. কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না।
৬. এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করা যাবে না যা উদ্দেশ্যমূলক, আপত্তিকর বা ইঙ্গিতপূর্ণ।
৭. মন্তব্যে কোনো ফিশার লিংক দেওয়া যাবে না।
৮. ইংরেজি এবং বাংলা ছাড়া অন্য় কোন ভাষায় মন্তব্য করা যাবে না।
৯. দৃষ্টিকটু বানান ভুল ও অসম্পূর্ণ বা অসংলগ্ন বাক্যের মন্তব্য প্রকাশ করা হবে না।
১০.

26/07/2025

নিঝুম পল্লী রিসোর্ট ,পূর্বাচল #

আজ শনিবার ,১১ই শ্রাবণ ,১৪৩২ বংগাব্দ ২৬শে  জুলাই ,২০২৫ খ্রিস্টাব্দ  ৩০শে মহররম,১৪৪৭ হিজরি     আজকের দিনটি সবার জন্য মঙ্গল...
26/07/2025

আজ শনিবার ,১১ই শ্রাবণ ,১৪৩২ বংগাব্দ
২৬শে জুলাই ,২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মহররম,১৪৪৭ হিজরি

আজকের দিনটি সবার জন্য মঙ্গলহোক
শুভ সকাল 😊

দিন  সবার সমান যায় না সত্য , কিন্তু সুন্দর সকাল তাদের জন্য ও হয়   যারা এক সময় অবহেলিত ,    তুচ্ছ-তাচ্ছিল্যের  স্বীকার হয়...
25/07/2025

দিন সবার সমান যায় না সত্য ,
কিন্তু সুন্দর সকাল তাদের জন্য ও হয়
যারা এক সময় অবহেলিত ,
তুচ্ছ-তাচ্ছিল্যের স্বীকার হয়।


আগামীকালের সকালের আশায়
শুভ রাত্রি

সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ  বিষয় হলো মনের শান্তি  ।মনে শান্তি থাকলে কাজের স্পৃহা বাড়বে কয়েক গুন ,নিবিড়  ঘুম হব...
25/07/2025

সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো মনের শান্তি ।মনে শান্তি থাকলে কাজের স্পৃহা বাড়বে কয়েক গুন ,নিবিড় ঘুম হবে , হাস্যজ্বল থাকবেন যা শারীরিকভাবে ও আপনাকে ফিট রাখবে । সুখের অন্যতম উৎস মনের শান্তিকে ভিতরএ লালন করুন। 😊

আজ শুক্রবার ,১০ই শ্রাবণ ,১৪৩২ বংগাব্দ ২৫শে  জুলাই ,২০২৫ খ্রিস্টাব্দ২৯শে  মহররম ,১৪৪৭ হিজরি   পরিবারের সবাইকে বেশি বেশি স...
25/07/2025

আজ শুক্রবার ,১০ই শ্রাবণ ,১৪৩২ বংগাব্দ
২৫শে জুলাই ,২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে মহররম ,১৪৪৭ হিজরি

পরিবারের সবাইকে বেশি বেশি সময় দিয়ে
ছুটির দিনটিকে আনন্দময়, নিরাপদ ,
সুন্দর করে তুলুন।

শুভ সকাল ।

আজ বৃহস্পতিবার ,৯ই  শ্রাবণ  ,১৪৩২ বংগাব্দ ২৪শে জুলাই, ২০২৫ খৃষ্টাব্দ ২৮শে মহররম ,১৪৪৭ হিজরি   একটি সকাল মানেই  নতুন  প্র...
24/07/2025

আজ বৃহস্পতিবার ,৯ই শ্রাবণ ,১৪৩২ বংগাব্দ
২৪শে জুলাই, ২০২৫ খৃষ্টাব্দ
২৮শে মহররম ,১৪৪৭ হিজরি

একটি সকাল মানেই নতুন প্রত্যাশা ,
নতুন সম্ভাবনা, নতুন পরিকল্পনা
নতুন উদ্দীপনা।
নতুন দিনের , নতুন আশাগুলি
পূরণ হোক
আজ সকালের শুভেচ্ছা ।

দৌউড়াও ভয় পেওনা , আমি আছি   :  মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের বিভীষিকাময় মূহুর্তে  যখন সবাই  যে যার জীব...
23/07/2025

দৌউড়াও ভয় পেওনা , আমি আছি :

মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের বিভীষিকাময় মূহুর্তে যখন সবাই যে যার জীবন বাঁচাতে ব্যস্ত তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে ও পিছু হটেননি শিক্ষিকা মাহেরীন চৌধুরী। এক চুল পরিমান সরেন নি তাঁর দায়িত্ব থেকে। চারিদিকে যখন ধোঁয়ার আতঙ্ক তখন তাঁর সন্তানসম শিক্ষার্থীদের সাহস দিয়ে বলেছিলেন -"দৌড়াও , ভয় পেওনা আমি আছি"। কমপক্ষে ২০ জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন তিনি। তাঁর এই বীরত্বপূর্ণ সাহসীকতা , মাতৃত্বের কথা দেশের প্রতিটি মানুষ কে ভাবিয়েছে , কাঁদিয়েছে , বিস্মিত করেছে। অথচ শেষ মেষ নিজেই হেরে গেলেন , চীরবিদায় জানালেন পৃথিবীকে ।

হাসপাতালে স্বামী মনসুর হেলাল যখন মাহেরীনকে বলেছিলেন - "তুমি আমার ২ সন্তানের কথা একবার ওভাবলেনা মেহরীন উত্তরে বলেছিলেন - ওরা ওতো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি "।
মাহেরীন এর মতো একজন দায়িত্বশীল, মানবিক, সাহসী, বীর , মমতাময়ী শিক্ষকের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।
হে মহান শিক্ষক গভীর শ্রদ্ধা

23/07/2025

আজ বুধবার ,৮ই শ্রাবণ ,১৪৩২ বংগাব্দ
২৩শে জুলাই ,২০২৫
২৭শে মহররম,১৪৪৭ হিজরি

হে সৃষ্টিকর্তা, অসীম দয়াময়
তুমি সব জান্তা, তুমি সব পারো।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের
দূর্ঘটনায় নিহত পরিবারকে তুমি
শোক সইবার ক্ষমতা দান কর । 🥲

22/07/2025

দূর্ঘটনাস্থলে এএ্যাম্বুলেন্স পৌঁছানোর
আগ মূহুর্তে একদিকে দগ্ধ ,শরীর ঝলসানো শিক্ষার্থীদের নিয়ে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রিক্সা, সিএনজির খোঁজের চেষ্টা
অন্যদিকে রিক্সাওয়ালা, সিএনজি চালকদের
ভাড়া নিয়ে পায়তারা
রিক্সা ভাড়া ৩০-৪০ টাকার পরিবর্তে ১২০-১৫০ টাকা
সিএনজি ভাড়া ২৫০-৩০০ টাকার পরিবর্তে ১০০০- ১২০০ টাকা হাঁকালো।

আসলে পুরো জাতীর মস্তিস্কটাই হয়ে গেছে
সুযোগসন্ধানী । 😡

22/07/2025

আজ মঙ্গলবার ,৭ই শ্রাবণ ,১৪৩২ বংগাব্দ
২২শে জুলাই, ,২০২৫ খ্রিষ্টাব্দ
২৬ শে মহররম,,১৪৪৭ হিজরি

আমাদের সকল ভুল- ত্রুটি, গুনাহ
ক্ষমা করে দিন হে মহান সৃষ্টি কর্তা
নতুন সকালের শুভেচ্ছা।

21/07/2025

অযোধ্যা পাহাড়ের গ্রামে মালতি মূর্মুর পাঠশালা।

21/07/2025

মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় আহত ও দগ্ধ দেড় শতাধিক শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত পাইলটসহ ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । হাসপাতাল গুলোতে স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
এখনো কেউ কেউ সন্তানের খোঁজে ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে।ঐদিকে ঘটনাস্থলে উদ্ধার কাজ এখন ও অব্যাহত রয়েছে।

মর্মান্তিক এই দূর্ঘটনায় আগামীকাল রাস্টীয় শোক পালন করা হবে। 😪

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Chami Dewan Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share