13/03/2023
ইউরোপীয় ইউনিয়নের সাথে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক।নির্বাচনের নতুন ফর্মূলা দিতে চায় জিএম কাদের।
নিউজ সোর্স/News Link –
1. https://bit.ly/3J8b9dP
2. https://bit.ly/3yvXaJO
উরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গতকাল রাজধানীর গুলশানের এবিসি হাউসে এ বৈঠক হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনায় ছিল আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও খালেদা জিয়ার মুক্তির বিষয়। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনে যাবে না বলেও রাষ্ট্রদূতদের স্পষ্ট করে জানিয়েছে বিএনপি’র প্রতিনিধিদল। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এই বিষয়টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের আমরা জানিয়েছি। খোলাখুলিভাবে আলোচনা করেছি।
নির্বাচন প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে পরিষ্কার করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, অবশ্যই এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না সেটা আমরা খোলাখুলিভাবে বলেছি। বিশ্বের যারা বাংলাদেশের ওপর নিবিড়ভাবে কাজ করছে, পর্যবেক্ষণ করছে, সবার কাছে এটা পরিষ্কার করা হয়েছে যে, বর্তমান দখলদার, অনির্বাচিত সরকারের অধীন বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচিত করতে পারবে না।ই বিষয় প্রতিনিয়ত যেভাবে বলা হচ্ছে, সেটি তাদের জানা আছে। তিনি বলেন, এটার কারণগুলো সবার কাছেই জানা আছে। এমন না যে, একটা কথা বলা হয়েছে। এই কথার পেছনে যে কারণগুলো আছে, সেই কারণগুলো এখন আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে।
নির্বাচনের বিষয়গুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি মনে করছে এমন প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, তাদের বিষয়টি আমরা বলতে পারবো না। তবে দেশের মানুষ যেভাবে পর্যবেক্ষণ করছে, দেশের বর্তমান অবস্থা ও নির্বাচন, সারা বিশ্বের যত গণতান্ত্রিক দেশ আছে, সবাই নিবিড়ভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। তার অংশ হিসেবে তারা (ইউরোপীয় ইউনিয়ন) দেখছে, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা কী? মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কেমন। বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যে শঙ্কা কাজ করছে দেশের ভেতরে, দেশের বাইরে, সেটার ওপর তো তাদের স্বাভাবিকভাবে একটা দৃষ্টি আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে তাদের সঙ্গে বিএনপি’র বৈঠক হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এখানে যে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপটেই বৈঠকে আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই এসব আলোচনা চলছে। আগামী নির্বাচনে যদি দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে বাংলাদেশ যে সংকটের দিকে যাবে এই শঙ্কা তো দেশের ভেতরে যেভাবে কাজ করছে, দেশের বাইরেও কাজ করছে। এই শঙ্কা থেকে তারা (ইউরোপীয় ইউনিয়ন) জানতে চাচ্ছে যে কীভাবে আগামী নির্বাচনটা হতে যাচ্ছে। কীভাবে এটাকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায়। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনে রয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। ইউরোপীয় কূটনীতিবিদদের সেই অবস্থানও জানানোর কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমাদের চ্যানেল "JK TV" থেকে প্রচারিত সকল নিউজ/ভিডিওর তথ্য গুলো বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল/গুগল/উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়ে থাকে। আমাদের নৈতিক আদর্শ থেকে সর্বোচ্চ চেষ্টা করি সঠিক ও নির্ভুল সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে।
# We provide significant original commentary in our video.
# The information in this video is taken from authentic sources, which link are included in our Video description. To get latest Bangla news please subscribe our channel and hit the bell button –