Real Life

Real Life Be persistent and never give up hope.

07/11/2025

এইটাই আসল ভালোবাসা

05/11/2025

কেউই পুরো তোমার হয় না

03/11/2025

অভিনয় করতে হয়

02/11/2025

আমরা সবাই একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় থাকি— ভাবি 'ওই দিনটা' এলেই সব ঠিক হয়ে যাবে।

কিন্তু আমরা ভুলে যাই যে, জীবন কোনো নির্দিষ্ট দিনের সমষ্টি নয়, জীবন হলো এই প্রতিটি মুহূর্তের যোগফল।

'ওই দিনটা'র অপেক্ষায় আজকের দিনটাকে অবহেলা করা কি ঠিক?

#চিন্তা #জীবন

01/11/2025

দেইখা কেউ কিনে না

মহিলাটি প্রতিদিন পার্কে এসে একা বসে থাকতো। সবাই ভাবতো সে নিঃসঙ্গ।একদিন এক তরুণ তাকে জিজ্ঞেস করলো, "চাচি, আপনি একা কেন?" ...
01/11/2025

মহিলাটি প্রতিদিন পার্কে এসে একা বসে থাকতো। সবাই ভাবতো সে নিঃসঙ্গ।

একদিন এক তরুণ তাকে জিজ্ঞেস করলো, "চাচি, আপনি একা কেন?" মহিলাটি হেসে বললো, "আমি একা নই। আমি আমার সেইসব ভুলের সাথে বসে থাকি, যেগুলো আমাকে শিখিয়েছে একা থাকাটা কত জরুরি।"

একাকীত্ব মানেই নিঃসঙ্গতা নয়।

#ছোটগল্প #বাস্তবতা #একাকীত্ব

31/10/2025

ঠান্ডা হইলে কেউ জিগায়ও না

জীবনের কঠিন সত্য। #জীবনবোধ  #বাস্তবতা    #মৃত্যু
31/10/2025

জীবনের কঠিন সত্য।

#জীবনবোধ #বাস্তবতা #মৃত্যু

ছেলেটি তার বাবাকে বললো, "বাবা, শহরে আমার নতুন বাসা হয়েছে, সামনের মাসে তোমাকে নিয়ে যাবো।"মাস গড়িয়ে বছর গেলো। বাবা প্রতিদি...
30/10/2025

ছেলেটি তার বাবাকে বললো, "বাবা, শহরে আমার নতুন বাসা হয়েছে, সামনের মাসে তোমাকে নিয়ে যাবো।"

মাস গড়িয়ে বছর গেলো। বাবা প্রতিদিন রাস্তার দিকে তাকিয়ে ভাবেন, হয়তো আজ ' সামনের মাস' এসেছে।

কিছু অপেক্ষা কখনো শেষ হয় না, শুধু অপেক্ষার মানুষগুলো ফুরিয়ে যায়।

#ছোটগল্প #বাস্তবতা #অপেক্ষা

29/10/2025

আমরা প্রায়ই বলি, "অভাবী মানুষকে সবাই ভয় পায়।"

কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আমরা আসলে অভাবী মানুষটিকে ভয় পাই, নাকি তার কাছে কিছু চেয়ে বসার অস্বস্তিকর পরিস্থিতিটাকে ভয় পাই?

হয়তো ভয়টা আমাদের অসামর্থ্যের, অভাবের নয়।

#চিন্তা #সমাজ

মূল্যটা বোঝার ক্ষমতাও একটা যোগ্যতা।   #জীবনবোধ  #বাস্তবতা
28/10/2025

মূল্যটা বোঝার ক্ষমতাও একটা যোগ্যতা।

#জীবনবোধ #বাস্তবতা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Real Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share