07/09/2025
DIUcasm - End of an era!
২০২২ সালের অক্টোবরের দিকে নিতান্তই শখের বসে এই পেইজটা ক্রিয়েট করি, ইচ্ছা ছিল কোয়ালিটি মিম কন্টেন্ট দেয়ার, ঐ সময়টায় ড্যাফোডিল কেন্দ্রিক খুব একটা মিম পেইজ ছিল না।
২০২২, ২৩, ২৪ এ যারা ড্যাফোডিলের ছিলেন তাদের কাছে DIUcasm খুব পরিচিত নাম এ্যান্ড ঐ সময়ের one of the best মিম পেইজ বলা যায়, যেটা শুধুমাত্র আপনাদের জন্যই পসিবল হয়েছিল।
আমার বিশ্ববিদ্যালয় জীবন, ক্লাসরুম, এক্সাম, ট্রান্সপোর্ট, সিনিয়র-জুনিয়র, ক্রাশ, বন্ধুবান্ধবসহ বিভিন্ন বিষয় নিয়েই কনটেন্ট দিতাম, যেগুলো আপনারাও রিলেট করতে পারতেন, প্রতিদিনই পোস্ট কোয়ালিটি আপগ্রেড করার চেষ্টা করতাম এ্যান্ড দেখতে দেখতে শূন্য থেকে প্রায় ২০ হাজার মেম্বারের একটা প্ল্যাটফর্ম হয়ে গেল।
কয়েকমাস আগেই আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়েছিল, তাই পেইজেও আর খুব একটা সময় দেয়া হয় না। কিন্তু পুরনো পোস্ট গুলো এখনো আছে যেগুলো আপনারা দেখে মন খুলে হাসতে পারবেন। জীবন আর কতটুকুই, আপনাদের একটু হাসাতে পেরেছে - এটাই DIUCasm এর স্বার্থকতা৷
যেহেতু ভবিষ্যতে আমি আর পেইজে সময় দিতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই প্ল্যাটফর্মটাকে অন্যভাবে ব্যবহার করানো এ্যান্ড পেইজের সকল একসেস আমার পরিচিত এক ছোট ভাইকে দেয়া হয়েছে।
মিমস কনটেন্টের জন্য আপনারা আমার গ্রুপ DIU SH*TPOSTING এ জয়েন হতে পারেন।
ধন্যবাদ,
Ex Founder, DIUcasm
[2022 - 2025]