জয় গুরু

জয় গুরু সফলতার পথে কোন সংক্ষিপ্ত রাস্তা নেই।
,,,,বঙ্গবন্ধু।
(1)

যতবারই গুলি চালাও, জেগে উঠবো আবার,বজ্রকণ্ঠ হবো, কাঁপিয়ে দেবো অত্যাচারের সিংহাসন।।
01/09/2025

যতবারই গুলি চালাও, জেগে উঠবো আবার,
বজ্রকণ্ঠ হবো, কাঁপিয়ে দেবো অত্যাচারের সিংহাসন।।

01/09/2025

কোথাও নেই কোনো ডাকবাক্স, অথচ হৃদয়ের ভেতর জমে ওঠে অগণিত চিঠি,
কোথাও নেই কোনো ঠিকানা, অথচ নীল খাম ভেসে চলে হৃদয়ের সীমানা পেরিয়ে।
চিঠি দিবসের শুভেচ্ছা....

16/08/2025

"ঝুম বৃষ্টি এলে তোর ছবিটা দোলে,
মনের'ই দেয়ালে রাখি খুব খেয়ালে"

11/08/2025

দেশের পুঙ্গি বেজে গেছে

11/08/2025

যখন শেখ হাসিনা মৃত্যুর মুখে, তখন রক্তের আত্মীয়রা পালিয়ে যায়।
ভয়ে, স্বার্থে, কিংবা কাপুরুষতায়—তারা তাঁকে ফেলে রেখে নিখোঁজ হয়ে যায়।

কিন্তু আমরা পালাইনি।
৪ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত আমরা ছিলাম রাজপথে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে।
নেত্রীকে একা ফেলে যাইনি, যাবো না—সুযোগ ছিল, পরামর্শ ছিল, তবু পিছু হটিনি।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ সাক্ষী,
আমরা রক্ত নয়, আত্মার আত্মীয়।
আমরাই শেখ হাসিনার শেষ প্রহরী।

৫ আগস্ট বাসা ছাড়তে হয়েছিলো ঠিকই,
কিন্তু বিশ্বাস ভাঙিনি, পলায়ন করিনি—
কারণ আমরা জন্মেছি লড়তে, নেত্রীকে আগলে রাখতে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

04/08/2025
28/07/2025

"লুঙ্গির তলে শিবির ছিল না—বরং শিবিরকেই লুঙ্গির তলে স্থান দিয়ে সুপরিকল্পিতভাবে একটি বলয় গড়ে তোলা হয়েছিল। আজ যারা নিজেদের দায় এড়িয়ে যেতে চায়, তারা ইতিহাস বিকৃত করে বলছে 'লুঙ্গির তলে শিবির ছিল।' অথচ বাস্তবতা হলো—শিবিরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, এবং পর্দার আড়ালে শক্তিশালী করে তোলার মূল দায় তাদেরই, যারা আজ মুখে দেশপ্রেমের বুলি আওড়ায়, আর ভিতরে ভিতরে সাম্প্রদায়িক শক্তিকে সুরক্ষা দেয়। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকার হয়—এ কথা যারা বুঝতে চান না, তারা নিজেই ইতিহাসের খলনায়কে পরিণত হন।"

26/07/2025

তোমার মাঝে হারাই রোজ
নেও না তুমি কখনো খোঁজ।
নীরবে কাঁদি একলা রাতে,
ভালোবাসা রইলো পথে।

স্বপ্নগুলো তোমায় চায়,
তবুও তুমি ফিরো না আর।
যন্ত্রণায় জ্বলে এই মন,
শুধুই শুনি নীরবতা কণ্ঠের ধ্বনন।
#জয়গুরু

26/07/2025

লাশের সঠিক সংখ্যা না জানা পর্যন্ত—ছাত্র-ছাত্রীদের রাস্তায় থাকা উচিত, আর ঘরে ফেরা নয়।
এই মুহূর্তে পুরো জাতির একটাই কর্তব্য—লাশের হিসাব চাইতে থাকা, এবং সেই সাহসী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।
এটা কোনো রাজনৈতিক দাবি নয়—এটা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব, মানবিক কর্তব্য।
নীরবতা মানে এই হত্যাযজ্ঞে পরোক্ষ অংশগ্রহণ। এখন যদি মুখ না খুলি, তাহলে ইতিহাস আমাদেরও ক্ষমা করবে না।




#মাইলেস্টোন #কলেজ

21/07/2025

আজ যখন সংগঠন সঙ্কটে, তখনও মাঠের ত্যাগী কর্মীরাই রাজপথে বুক চিতিয়ে লড়ছে। নেত্রীর ডাকে সাড়া দিচ্ছে, বাংলার পতাকা ধরে রাখছে। অথচ যারা সুবিধা নিয়েছে, সুযোগ নিয়েছে—তারা নীরব দর্শক। সময় এসেছে হিসাব নেবার। সিন্ডিকেট নয়, ত্যাগ-নিষ্ঠা আর মাঠের লড়াইয়ের মূল্যায়ন চাই। কর্মীদের ওপর অন্যায় করলে সংগঠন বাঁচবে না। কর্মীবান্ধব ছাত্রলীগ ফিরিয়ে আনুন। নেতৃত্বে আসুক যোগ্য, পরীক্ষিত, আন্দোলন-সংগ্রামে থাকা ছেলেরা।

আপনারা রাজপথে আসুন, নেতৃত্ব দিন—আমরা মাঠে লড়বো। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আবারও ছাত্রলীগ হবে রাজপথের ভরসা, গণমানুষের ভরসা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেশরত্ন শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আমরা বুক চিতিয়ে দাঁড়াবো।

শেখ হাসিনার প্রতি যদি ভালোবাসা থাকে, ছাত্রলীগের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে— তাহলে ঐ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ বাদ দেন, সময় এসেছে মাঠে নামার।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা।

19/07/2025

একটা এমপি হওয়ার ভোটার কি উপস্থিত করতে পারছে এই জঙ্গি'রা?

Address

মিউনিসিপ্যাল
Dhaka
১২০০

Telephone

+8801711390661

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয় গুরু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জয় গুরু:

Share