জয় গুরু

জয় গুরু সফলতার পথে কোন সংক্ষিপ্ত রাস্তা নেই।
,,,,বঙ্গবন্ধু।
(1)

18/10/2025

জ্বলছে জ্বলুক দেশ সমস্যা নেই আমাদের নোবেল আছে। Muhammad Yunus সার আপ্নে সুখ শান্তির পায়রা। এগিয়ে যেতে হবে।

17/10/2025

🖤শেখ রাসেল: এক অমলিন নাম, এক অপূর্ণ স্বপ্ন🖤

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল বাংলাদেশের শিশুদের ভালোবাসা, নিষ্পাপতা ও সম্ভাবনার প্রতীক। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর এই ক্ষণজন্মা শিশুটি জন্মেছিলেন ধানমণ্ডির ৩২ নম্বরের সেই ঐতিহাসিক বাড়িতে।

শেখ রাসেল ছিল ভবিষ্যতের প্রতিচ্ছবি—একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, একটি আনন্দের প্রতীক। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালরাতে ঘৃণ্য ঘাতকেরা শুধু জাতির পিতাকেই নয়, সঙ্গে সঙ্গে শিশুরূপী এক স্বপ্নকেও নির্মমভাবে হত্যা করেছিল। শেখ রাসেলকে হত্যা করা মানে বাংলাদেশের শিশুহৃদয়ে নির্মলতার ওপর আঘাত হানা।

আজ শেখ রাসেলের জন্মদিনে আমরা প্রতিজ্ঞা করি—
তার নাম যেন শিশুদের আনন্দ, শিক্ষা ও মানবিকতার প্রতীকে পরিণত হয়।
প্রতিটি শিশুর মুখে হাসি ফুটিয়ে তোলা, তাদের নিরাপত্তা ও স্বপ্নকে বাস্তবায়ন করা—এই হোক শেখ রাসেল দিবসের মূল অঙ্গীকার।

শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশুর অনুপ্রেরণা।
তিনি বেঁচে আছেন ভালোবাসায়, বেঁচে আছেন প্রজন্মের হৃদয়ে।

শুভ জন্মদিন, শেখ রাসেল।
তুমি ছিলে, আছো, থাকবে—বাংলার মাটির প্রাণে, প্রতিটি শিশুর হাসিতে।
Bangladesh Awami League Bangladesh Students' League Sajeeb Wazed

যতবারই গুলি চালাও, জেগে উঠবো আবার,বজ্রকণ্ঠ হবো, কাঁপিয়ে দেবো অত্যাচারের সিংহাসন।।
01/09/2025

যতবারই গুলি চালাও, জেগে উঠবো আবার,
বজ্রকণ্ঠ হবো, কাঁপিয়ে দেবো অত্যাচারের সিংহাসন।।

01/09/2025

কোথাও নেই কোনো ডাকবাক্স, অথচ হৃদয়ের ভেতর জমে ওঠে অগণিত চিঠি,
কোথাও নেই কোনো ঠিকানা, অথচ নীল খাম ভেসে চলে হৃদয়ের সীমানা পেরিয়ে।
চিঠি দিবসের শুভেচ্ছা....

16/08/2025

"ঝুম বৃষ্টি এলে তোর ছবিটা দোলে,
মনের'ই দেয়ালে রাখি খুব খেয়ালে"

11/08/2025

দেশের পুঙ্গি বেজে গেছে

11/08/2025

যখন শেখ হাসিনা মৃত্যুর মুখে, তখন রক্তের আত্মীয়রা পালিয়ে যায়।
ভয়ে, স্বার্থে, কিংবা কাপুরুষতায়—তারা তাঁকে ফেলে রেখে নিখোঁজ হয়ে যায়।

কিন্তু আমরা পালাইনি।
৪ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত আমরা ছিলাম রাজপথে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে।
নেত্রীকে একা ফেলে যাইনি, যাবো না—সুযোগ ছিল, পরামর্শ ছিল, তবু পিছু হটিনি।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ সাক্ষী,
আমরা রক্ত নয়, আত্মার আত্মীয়।
আমরাই শেখ হাসিনার শেষ প্রহরী।

৫ আগস্ট বাসা ছাড়তে হয়েছিলো ঠিকই,
কিন্তু বিশ্বাস ভাঙিনি, পলায়ন করিনি—
কারণ আমরা জন্মেছি লড়তে, নেত্রীকে আগলে রাখতে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

04/08/2025
28/07/2025

"লুঙ্গির তলে শিবির ছিল না—বরং শিবিরকেই লুঙ্গির তলে স্থান দিয়ে সুপরিকল্পিতভাবে একটি বলয় গড়ে তোলা হয়েছিল। আজ যারা নিজেদের দায় এড়িয়ে যেতে চায়, তারা ইতিহাস বিকৃত করে বলছে 'লুঙ্গির তলে শিবির ছিল।' অথচ বাস্তবতা হলো—শিবিরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, এবং পর্দার আড়ালে শক্তিশালী করে তোলার মূল দায় তাদেরই, যারা আজ মুখে দেশপ্রেমের বুলি আওড়ায়, আর ভিতরে ভিতরে সাম্প্রদায়িক শক্তিকে সুরক্ষা দেয়। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকার হয়—এ কথা যারা বুঝতে চান না, তারা নিজেই ইতিহাসের খলনায়কে পরিণত হন।"

26/07/2025

তোমার মাঝে হারাই রোজ
নেও না তুমি কখনো খোঁজ।
নীরবে কাঁদি একলা রাতে,
ভালোবাসা রইলো পথে।

স্বপ্নগুলো তোমায় চায়,
তবুও তুমি ফিরো না আর।
যন্ত্রণায় জ্বলে এই মন,
শুধুই শুনি নীরবতা কণ্ঠের ধ্বনন।
#জয়গুরু

26/07/2025

লাশের সঠিক সংখ্যা না জানা পর্যন্ত—ছাত্র-ছাত্রীদের রাস্তায় থাকা উচিত, আর ঘরে ফেরা নয়।
এই মুহূর্তে পুরো জাতির একটাই কর্তব্য—লাশের হিসাব চাইতে থাকা, এবং সেই সাহসী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।
এটা কোনো রাজনৈতিক দাবি নয়—এটা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব, মানবিক কর্তব্য।
নীরবতা মানে এই হত্যাযজ্ঞে পরোক্ষ অংশগ্রহণ। এখন যদি মুখ না খুলি, তাহলে ইতিহাস আমাদেরও ক্ষমা করবে না।




#মাইলেস্টোন #কলেজ

Address

মিউনিসিপ্যাল
Dhaka
১২০০

Telephone

+8801711390661

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয় গুরু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জয় গুরু:

Share